Police Ration in Bangladesh । পুলিশ সদস্যদের রেশন তালিকা দেখুন
বাংলাদেশের পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠান নামে মাত্র মূল্য নয় বরং ১-২ টাকা কেজিতে রেশন পায়-এখন অবশ্য ১১-১২ টাকা গুনতে হবে চাল ও গম কিনতে–Police Ration in Bangladesh
রেশন কি? রেশনের বেশ কিছু অর্থ হতে পারে নির্দিষ্ট পরিমাণে বিতরণকৃত খাদ্য বা অন্যান্য জিনিসপত্র। যুদ্ধকালীন বা দুর্যোগের সময়: খাদ্য, কাপড়, ঔষধ ইত্যাদির মতো প্রয়োজনীয় জিনিসপত্র সরকার নিয়ন্ত্রিতভাবে বিতরণ করতে পারে। এটিকে “রেশন ব্যবস্থা” বলা হয়। সরকারি কর্মচারী বা নির্দিষ্ট পেশাজীবীদের জন্য কিছু ক্ষেত্রে, সরকার তাদের কর্মচারীদের জন্য রেশন সরবরাহ করে। উদাহরণস্বরূপ, পুলিশ, সেনাবাহিনীর সদস্য, বা নির্দিষ্ট শিল্পের কর্মীরা রেশন পেতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে কিছু স্কুল ও কলেজে ছাত্রদের জন্য রেশন সরবরাহ করা হয়।
পূর্বে কত টাকা চাল-গম দেওয়া হতো? প্রতি কেজি রেশনের চাল ও গমের মূল্য প্রতিষ্ঠানভেদে ১.০৯ টাকা থেকে ১.৮০ টাকার মধ্যে বিতরণ করা হয়।এখন থেকে রেশনের চাল ও গমের দাম হবে এই দুটি পণ্যের অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতিকেজি রেশনের চালের দাম হবে পড়বে ১১ টাকা এবং আটার কেজি হবে ১২ টাকা।
চালের দাম ১ টাকা দিলে চিনি ও তেলের দাম কত দিতে হয়? সরকারি সংস্থাভেদে চার সদস্যের একটি পরিবার প্রতিমাসে ১.০৯ টাকা থেকে ১.৮০ টাকা দরে ৩৫ কেজি চাল ও ৩০ কেজি করে আটা পেয়ে থাকে। এছাড়া, প্রায় ৩ টাকা কেজি দরে ৫ কেজি চিনি, ১.২০ টাকা দরে ৮ কেজি মসুর ডাল এবং ২.৩০ টাকা দরে ৮ লিটার সয়াবিন তেল পায়। বাংলাদেশ পুলিশের সদস্যরা বর্তমানে ১.২০ টাকা কেজি দরে চাল ও আটা পাচ্ছেন।
বাংলাদেশ পুলিশের মাসিক বরাদ্দকৃত রেশন সামগ্রীর নাম ও পরিমাণ । ০১ বা ৪ সদস্য বিশিষ্ট পরিবারের জন্য নির্ধারিত রেশন তালিকা দেখুন
রেশনের মূল্য কত টাকা কেজি? চাল/গম এখন ১১-১৫ টাকায় নিতে হবে। চিনি কেজিতে ৩ টাকা এবং তেলা ২.৩০ পয়সা কেজিতে সরবরাহ করা হয়। অবশিষ্ট টাকা সরকারি ভতুর্কী প্রদান করে থাকে।
Caption: Rate Amount bd
রেশন প্রাপ্তির তালিকা ২০২৪ । ১ জন ব্যক্তির জন্য রেশন কতটুকু পাওয়া যাবে?
- চাল ১১.০০ কেজি
- আটা ১২.০০ কেজি
- চিনি ১.৭৫ কেজি
- সয়াবিন তেল ২.৫০ লিটার
- মশুর ডাল ৩.৫০ কেজি
পরিবারের সদস্য ৪ জন হলে কতটুকু কি পাওয়া যাবে?
পুলিশ পরিবারের ০২ (দুই) সদস্য হলে চাল ২০.০০ কেজি, আটা ২০.০০ কেজি, চিনি ৩.০০ কেজি, সয়াবিন তেল ৪.৫০ লিটার, মশুর ডাল ৫.৫০ কেজি পাওয়া যায় এবং ০৩(তিন) সদস্য বিশিষ্ট পরিবারের জন্য চাল ৩০.০০ কেজি, আটা ২৫.০০ কেজি, চিনি ৪.০০ কেজি, সয়াবিন তেল ৬.০০ লিটার, মশুর ডাল ৭.০০ কেজি এবং ০৪(চার) সদস্য বিশিষ্ট পরিবারের জন্য অর্থাৎ পরিবারের সদস্য আরও বেশি হলেও চাল ৩৫.০০ কেজি, আটা ৩০.০০ কেজি, চিনি ৫.০০ কেজি, সয়াবিন তেল ৮.০০ লিটার এবং মশুর ডাল ৮.০০ কেজি পাওয়া যায়।
Govt. Ration Rate bd । যেসব সরকারি প্রতিষ্ঠানে রেশন সুবিধা চালু রয়েছে