আমি প্রবাসী অ্যাপ

Singapore Visa Check । সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম ২০২৩

সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট (আইপিএ) অনলাইনে চেক করুন–সিঙ্গাপুর কাজের ভিসা 2023

বর্তমানে সিঙ্গাপুরের একটি আইপিও আপনার হাতে আসতে অনেকগুলো হাত বদল হয়। প্রতিটি হাত বদলের সাথে সাথে আইপিও’র দামও বৃদ্ধি পায়। যত বেশি দালালের হাত বদল হবে বা দেশি বিদেশী মধ্যসত্ত্বাভোগীর হাত অতিক্রম করবে আইপিও’র দাম তত বৃদ্ধি পাবে।

সিঙ্গাপুরের ভিসা করতে হলে অবশ্যই সিঙ্গাপুরে অবস্থানরত কারো হতে আমন্ত্রণপত্র নিতে হবে। ভিসা ফি ৩০০ সিঙ্গাপুর ডলার। ভিসা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে হবে, সিঙ্গাপুরে পৌঁছানোর দিন থেকে শুরু করে ৬ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। পাসপোর্টে কমপক্ষে একটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। সিঙ্গাপুরী ভিসা বা আইপিও পেতে হাত বদল এবং মধ্যসত্ত্বাভোগীর কারণে ৫০-৭০ হাজার টাকা খরচ হয়।

How do I check the status of my visa application if I don’t have the visa reference number? In that case, you need to write to ICA_SAVE_Helpdesk@ica.gov.sg for retrieval of the visa application number. In the mail, you need to provide your name and passport number. Dubai visa check online । দুবাই ভিসা চেক করার নিয়ম ২০২৩

Check work pass and application status– এই লিংকে প্রবেশ করে বিস্তারিত তথ্য ইনপুট দিয়ে আপনি নিজেই নিজের ভিসা চেক করতে পারেন। যদি নিজে না বোঝেন তবে আপনি একটি কম্পিউটারের দোকানে চলে যান এবং কম্পিউটার দোকান থেকে আপনি খুব সহজেই ভিসা কপি দেখিয়ে অনলাইনে তথ্য যাচাই করতে পারেন।

Caption: Now we check our VISA by our required information । Check Work pass and Application Status

নতুন সিঙ্গাপুরের ভিসা বা ওয়ার্ক পারমিট পেয়েছেন? দেখুন অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম।

  1. সিঙ্গাপুরের ভিসা যাচাই  করে  সিঙ্গাপুর যাই যাতে প্রতারিত না হই। সিঙ্গাপুর হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম উন্নত দেশ  এ দেশে যাওয়ার আগ্রহ সবার ই থাকে। তাই সঠিক ভাবে যাচাই বাছাই করে যেতে পারলে আমরা প্রতারিত হবো ন
  2. আপনি কি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে চাকরীর জন্য যাচ্ছেন? অনলাইনেই আপনার সিঙ্গাপুর ভিসা চেক করুন ও প্রিন্ট কপি সংগ্রহ করুন।

কেন আমরা ভিসা যাচাই করবো?

অনেকেই বিভিন্ন এজেন্ট বা আত্মীয়ের মাধ্যমে সিংগাপুরের ওয়ার্ক পারমিট বা ভিসা সংগ্রহ করেন। এই ওয়ার্ক পারমিট ঠিক আছে কিনা এর সত্যতা অনেকেই অজ্ঞতাবশত যাচাই করেন না।

এর ফলে দেখা যায়, ভুল ভিসা বা অন্য ভিসায় ওই দেশ গিয়ে প্রতারিত হন। কিন্তু আপনি খুব সহজেই ভিসা চেক করে নিতে পারেন।

সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম।

অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম বিস্তারিত আলোচনা করা হল। আশা করি আপনার উপকারে আসবে।

ওয়ার্ক পারমিট বা ভিসা চেক করার জন্য আপনার যা যা দরকার;

  • পাসপোর্ট নম্বর – Passport No
  • আপনার পূর্ন নাম- Your Full Name
  • ওয়ার্ক পারমিট নম্বর- Work Permit No
  • ওয়ার্ক পারমিট আবেদনের তারিখ- Date of Application
  • আপনার ভিসা চেক করার জন্য নিচের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করুন।

ধাপ ১ঃ প্রথমে এই লিংকে ভিজিট করুন- https://www.mom.gov.sg/check-wp এখানে I Agree বাটনে ক্লিক করুন। এই পৃষ্ঠা থেকে বাম পাশের Esquire তে ক্লিক করুন। এরপর, লাল বক্সে চিহ্নিত Work Permit (WP) Validity/ Application Status/ Salary (Approved and Valid WP) তে ‍ক্লিক করুন।

ধাপ ২ঃ এই ধাপে লাল বক্সে চিহ্নিত Passport No অপশনের পাশে রেডিও বাটনটি সিলেক্ট করুন। এরপর বক্সে আপনার পাসপোর্ট নম্বরটি ও তার নিচে আপনার পুরো নাম ইংরেজিতে (Capital Letter) লিখুন যেভাবে পাসপোর্টে আছে। তারপর ডান পাশে নিচে Next বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ এবার আপনার ওয়ার্ক পারমিট নম্বর ও আবেদনের তারিখ দিয়ে যাচাই করতে হবে। এখান থেকে Option 3 তে, আপনার ওয়ার্ক পারমিট নম্বরটি (Work Permit No) ও ওয়ার্ক পারমিটের আবেদনের তারিখ (Date of Application of Work Permit) দিন এবং Submit বাটনে ক্লিক করুন।

সব ঠিক থাকলে, আপনার ওয়ার্ক পারমিট বা ভিসার সব তথ্য স্ক্রীনে দেখানো হবে। আপনি চাইলে এর একটি প্রিন্ট কপি ও নিতে পারবেন। এই ব্লগটি যদি আপনার উপকারে আসে, দয়া করে শেয়ার করে অন্যকেও জানতে সাহায্য করুন। ভাল থাকুন, ব্লগে নিয়মিত ভিজিট করার জন্য আমন্ত্রন রইলো।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

One thought on “Singapore Visa Check । সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *