সোনালী ব্যাংক এফ ডি আর ২০২৪ । ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল?
FDR rate is not more important than you lost your money – Best Scheme in Safe Sonali Bank – FDR Rate in Sonali Bank Limited
কোন ব্যাংকে আপনি এফডিআর করবেন? – প্রথমত নিরাপদ ব্যাংক যেখানে আমানত সুরক্ষিত – আপনি অনলাইনে এফডিআর চেক করতে পারবেন। সর্ট নোটিশে ভাঙ্গাতে পারবেন। কোন ভাবেই আপনার টাকা গায়েব হওয়ার সুযোগ নেই। সোনালী ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। বর্তমানে স্বশাসিত ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক খুবই নির্ভরযোগ্য ব্যাংক। সোনালী ব্যাংক সুদ হার ২০২২ । বর্তমানে মেয়াদী আমানতের ব্যাংক সুদের হার কত?
ধরি আপনি ১,০০,০০০ টাকা তিন বছরের জন্য এফডিআর করলেন অর্থাৎ স্থায়ী আমানত হিসাবে সোনালী ব্যাংকে জমা রাখলেন। তো তিন বছর পর আপনার মুনাফা দাঁড়াবে ১,০০,০০০*৫.৬%*৩ = ১৬,৮০০ টাকা। সেখান থেকে ১০% মুনাফার উপর ট্যাক্স বা আয়কর কাটা হবে ১৬৮০০*১০% = ১৬৮০ টাকা তাহলে নীট মুনাফা দাড়াল ১৬৮০০-১৬৮০ = ১৫১২০ টাকা। তাহলে ৩ বছর পূর্তিতে পেলেন ১,১৫,১২০ টাকা মাত্র। সোনালী ব্যাংক ৩ বছর মেয়াদী FDR মুনাফা হার ২০২২
আমানতের উপর প্রদত্ত সুদ/মুনাফার হার পুনঃনির্ধারণ সংক্রান্ত ২৫ সেপ্টেম্বর, ২০২২(১০ আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ) তারিখের প্রধান কার্যালয়ের পরিপত্র নম্বর-৬৯ এর প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ২.০০ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা কর্তৃক ০৮ আগস্ট, ২০২১ তারিখের বিআরপিডি সার্কুলার নং-১৭ এর আলােকে এ ব্যাংকের শুধুমাত্র (ক) ব্যক্তি পর্যায়ের স্থায়ী/মেয়াদী আমানত; এবং (খ) বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, অবসরােত্তর পাওনাসহ বিবিধ পাওনা পরিশােধের লক্ষ্যে গঠিত তহবিল বাবদ রক্ষিত যে কোন পরিমান স্থায়ী/মেয়াদী আমানতের উপর সুদ/মুনাফা হার নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হয়েছে,যা ০১ অক্টোবর, ২০২২ তারিখ হতে কার্যকর হয়েছে।
সোনালী ব্যাংকের আমানত হার কেমন? / সর্বোচ্চ ৬.১৫% মুনাফা পাওয়া যায়
পুন:নির্ধারিত হার ০১ সেপ্টেম্বর ২০২২ হতে কার্যকর হবে
https://www.sonalibank.com.bd/PDF_file/intt_rates.pdf
সোনালী ব্যাংকের বিভিন্ন প্রকার আমানতের সুদের হার । কোন ধরনের আমানতের ক্ষেত্রে কি মুনাফা প্রযোজ্য হইবে
- স্থায়ী/মেয়াদী আমানত ৩ মাস হতে ৩ বছর পর্যন্ত ৬.৩৩ হতে ৬.৩৫% পর্যন্ত নির্ধারিত।
- স্পেশাল নোটিশ ডিপোজিট সঞ্চয়ী আমানতে ২.০০ হতে ৪.০০% পর্যন্ত সুদ প্রদান করা হয়।
- ৩ মাস হতে ৩ বছর পর্যন্ত স্থায়ী বা মেয়াদী আমানতের ক্ষেত্রে ৫.৫০ হতে ৬.০০% সুদ প্রযোজ্য হইবে।
এফডিআর হার কত?
গত বছর এফডিআর হার – ২০১৯ সালের মুনাফার হার ছিল ৩ বছর পর্যন্ত ৬.৫%, সেখানে বর্তমানে ৫.৬০% মুনাফা পাওয়া যাবে ৩ বছর মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে। ৬মাস বা তদুর্ধ্ব অর্থাৎ এক বছর সময়ের জন্যও যদি আপনি টাকা জমা রাখেন তবুও ৫.৬০% মুনাফা পাওয়া যাবে।
সূত্র: সোনালী ব্যাংক এফ ডি আর ২০২২ । ফিক্সড ডিপোজিট করার জন্য কোন ব্যাংক সবচেয়ে ভাল?
সোনালী ব্যাংক ৩ বছর মেয়াদী FDRb 2024 । সোনালী ব্যাংকে লাখে কত টাকা মুনাফা পাওয়া যাবে?