Sonali Bank Loan Interest Rate 2024 । সোনালী ব্যাংক পারসোনাল লোনের সুদের হার কত?
বাংলাদেশে মূলত সর্বশেষ ট্রেজারি বিলের ৬ মাসের গড় রেট এর সাথে ৩.৭৫% যোগ করে ঋণের সুদহার নির্ধারণ করা হয়- ব্যাংকের স্মার্ট রে ৯.৬১% + ব্যাংকের আয় বা সুদহার যোগ করে ঋণদান করে থাকে–সোনালী ব্যাংক ঋণের সুদ হার ২০২৪
ব্যাংক হতে জামানত ছাড়া কি ঋণ পাওয়া যায়? না। কোন না কোন কিছু জামানত রাখতে হবে। কোন ব্যাক্তিকে গ্যারান্টর হিসেবে থাকতে হবে। স্যালারি বা অন্যকোন কিছু জামানত থাকতে হবে। তবে যদি কারও ডিপিএস বা এফডিআর করা তাকে তবে তিনি উক্ত জমাকৃত টাকার ৮০% অর্থ কোন জামানত ছাড়াই ঋণ পাবেন। এক্ষেত্রে কোন ব্যক্তিকে গ্যারান্টর হিসেবেও লাগবে না।
স্মার্ট রেট ব্যাংক কিভাবে নির্ধারণ করে? ধরুন, ফেব্রুয়ারি মাসের জন্য স্মার্ট সুদহার ৯.৬১% এবং ব্যাংকের মার্জিন ৩.৭৫%। এই ক্ষেত্রে, ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৯.৬১% + ৩.৭৫% = ১৩.৩৬% বিভিন্ন ব্যাংকে ঋণের সুদহার স্মার্ট সুদহার সকলের জন্য একই হলেও, ব্যাংকের মার্জিন ভিন্ন হতে পারে। ফলে, বিভিন্ন ব্যাংকে ঋণের সুদহারে কিছুটা পার্থক্য দেখা যায়। ব্যাংকগুলো তাদের ওয়েবসাইট, শাখা অফিস, অথবা অন্যান্য মাধ্যমে ঋণের সুদহার সম্পর্কে তথ্য প্রদান করে। ব্যাংক লোন ২০২৪ । সোনালী ব্যাংক পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি
ব্যাংক এফডিআর করা থাকলে কি একটু কম সুদের ঋণ পাওয়া যায়? হ্যাঁ। আপনি যদি ৬.৫% বা ৭.৭৫% হারে এফডিআর বা ডিপিএস এর উপর মুনাফা পান তবে এই সুদ হারের সাথে ৩% যোগ করে ঋনের সুদ হার নির্ধারিত হইবে। যেমন ডিপিএস এর বিপরীতে ঋণ, এসডিপিএস এর বিপরীতে ঋণ, সোনালী ব্যাংক পিএলসি, সোনালী সঞ্চয় স্কিম (এসডিএস) এর বিপরীতে ঋণ, শিক্ষা সঞ্চয় স্কিম (ইডিএস) এর বিপরীতে ঋণ, চিকিৎসা সঞ্চয় স্কিম (এমডিএস), পল্লী সঞ্চয় প্রকল্প (আরডিএস), বিবাহ সঞ্চয় স্কিম (এমএসএস), মাসিক উপার্জন প্রকল্প (এমইএস), ডাবল বেনিফিট স্কিম (ডিবিএস), অনিবাসী আমানত স্কিম (এনআরডিএস) ইত্যাদি। সকল প্রকার স্কিমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হার অপেক্ষা ৩.০০% বেশী । এসব ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে কোন জামানতও প্রয়োজন পড়ে না।
পারসোনাল ঋণের সুদের হার ২০২৪ / গৃহ নির্মান ঋণসহ বেশিভাগ ঋণের ক্ষেত্রেই স্মার্ট রেট+৩.৭৫% যোগ করে নির্ধারণ করা হয়েছে
স্থায়ী/ মেয়াদী আমানত এবং ঋণ ও অগ্রিম এর সুদহার এবং স্পেশাল নোটিশ ডিপোজিট (এসএনডি) এর উপর সুদহার পুনঃনির্ধারণ সংক্রান্ত প্রধান কার্যালয়ের পরিপত্র নম্বর-৪৬ ও ৫২ তারিখ যথাক্রমে ১২ অক্টোবর, ২০২৩ ও ১৬ নভেম্বর, ২০২৩ এর প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ০৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৫৭ তম সভায় স্পেশাল নোটিশ ডিপোজিট (এসএনডি) এবং স্থায়ী/মেয়াদী আমানত (এফডিআর) এর ডিপিএস সুদহার ৬.৫% এবং এফডিআর ৭.৭৫% হারে পুনঃনির্ধারণ করা হয়েছে, যা ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ হতে কার্যকর হয়েছে।
Caption: Interest Rate 2024
ব্যাংক ঋণের সুদ হার ২০২৪ । মার্চ ২০২৪ মাসে স্মার্ট রেট ৯.৬১% এর সাথে ব্যাংক সুদ হার যুক্ত করতে ঋণের সুদ হার নির্ধারিত হয়
- খাদ্য মন্ত্রণালয়কে প্রদত্ত ঋণ SMART+3.75%
- পরিবহন ঋণ SMART+3.75%
- বিএডিসিকে প্রদত্ত ঋণ SMART+3.75%
- ওয়েজ আর্নার্স বন্ডের বিপরীতে ঋণ SMART+3.75%
- ভাতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ ঋণ কর্মসূচী SMART+3.75%
- কার্যাদেশ এর বিপরীতে ঋণ SMART+3.75%
- বিশেষ ক্ষুদ্র ঋণ SMART+3.75%
- ক্ষুদ্র ব্যবসা ঋণ SMART+3.75%
- শিক্ষা ঋণ SMART+3.75%
- প্রবাসী কর্মসংস্থান ঋণ SMART+3.75%
- টার্ম লোন টু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন SMART+3.75%
- ক্ষুদ্র ঋণ SMART+3.75%
- ডিমান্ড লোন SMART+3.75%
- ফরেন এডুকেশন লোন SMART+3.75%
- গ্রীণ ব্যাংকিং ঋণ SMART+3.75%
- সোনালী নীড় ঋণ SMART+3.75%
- ইন্স্যুরেন্স পলিসি/ডিপি নোট/শেয়ার/ডিবেঞ্চারের বিপরীতে ঋণ SMART+3.75%
- ব্রীজ ফাইন্যান্সিং SMART+3.75%
- এফডিআর এর বিপরীতে ঋণ SMART+3.75%
রপ্তানীমূখী পণ্যের ক্ষেত্রে ঋণের সুদ ১% কম?
হ্যাঁ। স্মার্ট সুদের হারের সাথে ২.৭৫% যোগ হবে। রপ্তানিমুখী চামড়া শিল্প, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও চামড়াজাত পণ্য রপ্তানিকারী প্রতিষ্ঠানের অনুকূলে মঞ্জুরীকৃত চলতি মূলধন ঋণঃ (সিসি হাইপোঃ এবং প্লেজ) রপ্তানি আদেশের বিপরীতে বিতরণযোগ্য। সংশ্লিষ্ট রপ্তানি আদেশের বিপরীতে বিতরণকৃত,ঋণ বিতরণের ২৭০দিনের মধ্যে রপ্তানি প্রত্যাবাসিত মূল্য দ্বারা সমন্বয় করতে হবে। এর অতিরিক্ত সময়ের জন্য অপরিশোধিত অর্থের উপর সুদের হার সাধারণ ক্যাশ ক্রেডিট চলতি মূলধন ঋণের ন্যায় প্রযোজ্য হবে। উল্লেখ্য, যে পরিমান অর্থ প্রত্যাবাসিত রপ্তানি বিল হতে আদায় হবে তার উপর রপ্তানি ঋণের সুদহার প্রযোজ্য হবে। অবশিষ্ট অনাদায়ী ঋণের উপর বাণিজ্যিক ঋণের সুদহার প্রযোজ্য হবে। রপ্তানিমুখী হিমায়িত খাদ্য, মাছ, (চামড়া ব্যতীত) ও অন্যান্য পণ্য রপ্তানিকারী প্রতিষ্ঠানের অনুকূলে মঞ্জুরীকৃত চলতি মূলধন ঋণঃ (সিসি হাইপোঃ এবং প্লেজ) এই সুবিধার মেয়াদ হবে ২৭০ দিন। ২৭০ দিনের মধ্যে রপ্তানির মাধ্যমে দায় সমন্বয় না হলে অতিরিক্ত সময়ের জন্য বাণিজ্যিক ঋণের সুদহার প্রযোজ্য হবে। এছাড়া রপ্তানি ব্যতীত ঋণের জন্য বাণিজ্যিক ঋণের সুদহার প্রযোজ্য হবে।
Smart Rate Bangladesh Bank । বিভিন্ন ব্যাংকে বাংলাদেশী ব্যাংক ঋণের সুদ কত?