সর্বশেষ নিউজ

Sonali Bank Pay Order Charge । পে অর্ডার ফি কত?

কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বল্প খরচে ব্যাংক চ্যানেলে যদি টাকা প্রেরণ করতে চাই তবে পে অর্ডার করার প্রয়োজন পড়ে। সোনালী ব্যাংক লিমিটেড এ পে অর্ডার করতে অনাধিক ১,০০০/- টাকা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা, ১,০০১/- হতে ‘অনাধিক ১,০০,০০০/- টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০/- টাকা এক ১,০০,০০০/- টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০/- টাকা চার্জ/ফি আদায় করা যাবে। আজ আমরা অন্যান্য কিছু চার্জ সম্পর্কে জেনে নিব।

(ঘ) হিসাব সংক্রান্ত ও অন্যান্য

(১) স্থিতি নিশ্চিতকরণ সনদ ফি (Balance Confirmation Certificate Fee) ষান্মাসিক ও বাত্সরিক ভিত্তিতে অর্থাৎ বছরে দু’বার ব্যাংকের আমানত ও ঋণ হিসাবধারী প্রত্যেক গ্রাহককে হিসাবের স্থিতি নিশ্চিতকরণ সনদ (হিসাব। বিবরণীসহ) প্রদানের জন্য কোন চার্জফি আদায় করা যাবে না। তবে, গ্রাহককে বছরে দুবারের বেশী এ সনদ (হিসাব বিবরণীসহ) গ্রহণ করতে হলে সে ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ১০০/- টাকা চার্জ/ফি আদায় করা যাবে।

(২)। স্বচ্ছলতা সনদ (Solvency Certificate): স্বচ্ছলতা সনদ প্রদানের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ২০০/- টাকা। চার্জ/ফি আদায় করা যাবে।

(৩) চেক ফেরতের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০/- টাকা চার্জ/ফি আদায় করা যাবে।

(৪) বিও সনদ (Beneficiary Owner’s Certificate): fasadi. (Beneticiary Owner’s Account) খােলার ক্ষেত্রে বিও সনদ প্রদানের চার্জ সর্বোচ্চ ১০০/- টাকা আদায় করা যাবে।

(৫) অর্থ প্রদান নির্দেশনা স্থগিতকরণ (Stop Payment Instruction) । গ্রাহক কর্তৃক হিসাব/চেকে প্রদত্ত অর্থ প্রদান নির্দেশনা { Payment Instruction) স্থগিতকরণ চার্জ প্রতিবার অনুরােধের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০/- টাকা এক অর্থ প্রদান নির্দেশনা স্থগিতকরণ বাতিলের ক্ষেত্রে প্রতিবার অনুরােধে সর্বোচ্চ ৫০/- টাকা আদায় করা যাবে।

(৬) পে-অর্ডার (PO): ইস্যুর ক্ষেত্রে অনাধিক ১,০০০/- টাকা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা, ১,০০১/- হতে ‘অনাধিক ১,০০,০০০/- টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০/- টাকা এক ১,০০,০০০/- টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০/- টাকা চার্জ/ফি আদায় করা যাবে। পে-অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০/- টাকা চার্জ/ফি আদায় করা যাবে।

(৭) ডিমান্ড ড্রাফট (DD), টেলিগ্রাফিক ট্রান্সফার (ST), মেইল ট্রান্সফার (MT) প্রভৃতি ইন্সট্রুমেন্ট ইস্যুর ক্ষেত্রে অনধিক ১.০০০/- টাকা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা, ১.০০১/- হতে অনধিক ১,০০,০০০/- টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০/- টাকা ১,০০,০০১/- হতে অনধিক ৫,০০,০০০/- টাকা পর্যন্ত সর্বোচ্চ ১০০/-টাকা, ৫,০০,০০১ হতে অনধিক ১০,০০,০০০/- পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা এবং ১০,০০,০০০/- টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০/- টাকা | চার্জফি আদায় করা যাবে। ইন্সট্রুমেন্টসমূহ বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০/- টাকা চার্জ/ফি আদায় করা যাবে।

 

Sonali Bank Pay Order Charge । পে অর্ডার ফি কত?: ডাউনলোড