ব্যাংকিং নিউজ

Sonali E Wallet QR Scan & Cashout । সোনালী ব্যাংক থেকে কার্ড এবং চেক বই ছাড়াই নগদ টাকা উত্তোলন করার নিয়ম ২০২৩

সোনালী ই ওয়ালেট মানে একই সাথে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক সুবিধা আপনার পকেটে – ওয়ালেট টু ওয়ালেট লেনদেন এবং দোকানীকে মূল্য পরিশোধ এবং ব্রাঞ্চ বা এজেন্ট থেকে টাকা উত্তোলন সব সুবিধা এক অ্যাপেই – সোনালী ব্যাংক থেকে কার্ড এবং চেক বই ছাড়াই নগদ টাকা উত্তোলন করার নিয়ম ২০২৩

চেক বই ও ডেবিট কার্ড না হলেও চলবে – হ্যাঁ চলবে। প্রতিটি চেক বইয়ের পাতা ব্যবহারের ফলে আপনাকে ২.৫-৩ টাকা ব্যয় করতে হচ্ছে। এছাড়া চেক বই দিয়ে শুধুমাত্র টাকা উত্তোলন করতে পারছেন। আপনি অ্যাপ ব্যবহারে দৈনন্দিন সকল কাজ করতে পারছেন কোন রকম চার্জ ছাড়াই। যদি আপনি মোবাইল রিচার্জ করতে চান তা অ্যাপ থেকেই পারবেন।, ইউটিলিটি বা বিদ্যুৎ, গ্যাস বিল, ডিপিএস কিস্তি, কাউকে অন্য ওয়ালেটে টাকা পাঠানো, বিকাশে টাকা পাঠানো, সোনালী ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো ইত্যাদি সকল কাজ একই অ্যাপ থেকে নিরাপদে কোন চার্জ ছাড়াই করতে পারেন। সোনালী ই ওয়ালেট ব্যবহারের নিয়ম ২০২৩

সোনালী ভিসা কার্ড না হলে এটিএম হতেও কি টাকা উত্তোলন করা যাবে? না এখনও এটিএম থেকে টাকা উত্তোলন ফিচার যুক্ত হয়নি বা ব্যাংক ঘোষণা দেয়নি। যেহেতু বিকাশ বা নগদ বা রকেট ব্যবহার করে এটিএম হতে টাকা তুলতে পারেন খুব শিঘ্রই এ ফিচার সোনালী ব্যাংক এটিএম বুথ গুলোতে অবশ্যই যুক্ত হবে। তবে এজেন্ট এবং ১২০০+ ব্রাঞ্চ হতে মুহুর্তেই টাকা হাতে পারেন এবং যে কোন মার্চেন্টকে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন তাই কার্ড বা নগদ টাকা প্রয়োজনই হবে না। সোনালী ই ওয়ালেট মানেই ক্যাশ আপনার হাতেই!

ই ওয়ালেট জমা (Add Money) দৈনিক ১,০০,০০০ টাকা ৯৯ টাকা লেনদেন করতে পারবেন, ব্যাংক হতে ব্যাংকে ১ লক্ষ টাকার ভিতর ৯৯টি লেনদেন করতে পারবে এবং বিইএফটিএন এর মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে। অন্যদিকে মাসিক লেনদেনের ক্ষেত্রে ওয়ালেট টু ওয়ালেট ৪ লক্ষ টাকা, একাউন্ট টু একাউন্ট ৪ লক্ষ টাকা এবং BEFTN to Other Bank ২ লক্ষ টাকা লেনদেন করতে পারবেন। ই-ওয়ালেট সোনালী ব্যাংকের ডিজিটাল সেবা।

ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং একই অ্যাপে / ব্রাঞ্চ থেকেও অ্যাপ ব্যবহারে টাকা উত্তোলন করতে পারবেন।

ব্যাংক ব্যালেন্স চেক, ব্যাংক স্টেটমেন্ট চেক এবং আর্থিক লেনদেন এখন মুহুর্তেই যে কোন স্থানে বসেই।

Caption: Source of Information

কিভাবে টাকা উত্তোলন করবেন । Only Scan and Cashout ! সোনালী ই ওয়ালেট কিউআর কোড ব্যবহার করে টাকা উত্তোলন করার নিয়ম

  1. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স মোবাইল এ ইন্সটল থাকতে হবে।
  2. সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে।
  3. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন অর্থাৎ ব্যাংক থেকে ই ওয়ালেট এ টাকা ট্রান্সফার করে আনতে হবে।
  4. এখন QR code স্কান করে ক্যাশ আউট করুন।
  5. ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার।
  6. ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ  বা নগদ টাকা গ্রহন করুন।
  7. খুবই সহজ ব্যাপার।

অ্যাপ বনাম চেক বই পার্থক্য কি?

সোনালী ব্যাংকের গ্রাহক চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন। চেক বই বা চেকের পাতা পরিবহনে হারিয়ে যেতে পারে। আপনার মোবাইল আপনার নিত্যদিনের সঙ্গী সাথেই থাকবে তাই এটি সহজেই ব্যবহার করতে পারবেন ভুল করে চেক বই ফেলে আসতে পারেন কিন্তু মোবাইল ফেলে আসবেন না। অ্যাপ ব্যবহারে যে সকল সুবিধা গ্রাহক পাবেন তা হলো কোন চেক লাগবে না এবং  কোন চার্জ ও গুনতে হবে না। সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন অনলাইন চার্জ লাগবে না। মাত্র ২ মিনিটেই ক্যাশ হাতে পাবেন ডেবিট করার ঝামেলাই নাই।সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই, সিগনেচার মিলছে না বা ম্যাচ হচ্ছে না বা কাটা কাটি হইছে নতুন চেক লিখুন এমন ঝামেলা পোহাতে হবে না।

https://banksbd.xyz/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%87-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *