SSLCOMMERZ কি? এটি কি সিকিউর ও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত?
এসএসএল কমার্স বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান – অর্থজমা ও উত্তোলন করা যায় এ সেবার মাধ্যমেই– বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ফাইন্সিয়াল প্রতিষ্ঠান
SSLCOMMERZ কি? –এসএসএল ওয়্যারলেস, বাংলাদেশে ফিনটেকের অন্যতম পথিকৃৎ, যা দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ অনলাইন পেমেন্ট সংযোগকারী প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। ‘এসএসএল কমার্স’ ব্র্যান্ড নামে পরিচিত এ প্ল্যাটফর্মে রয়েছে বাংলাদেশের ১৫০০-এর অধিক ই-কমার্স ব্যবসা। এসএসএল কমার্স, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পেমেন্ট সিস্টেমস অপারেটর (পিএসও) লাইসেন্স প্রাপ্ত। আন্তর্জাতিক অঙ্গনে এসএসএল কমার্স পিসিআই ডিএসএস ৩.২ লেভেল ১ সার্ভিস প্রোভাইডার কমপ্লায়েন্স সার্টিফিকেটপ্রাপ্ত।
এসএসএল কমার্স নতুন সার্ভিসে? দেশের অভ্যন্তরে মার্চেন্ট পেমেন্ট পরিষেবা বিস্তৃত করার জন্য প্রথমবারের মতো হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকুয়ারার হিসেবে এসএসএল কমার্জ-কে একক ভাবে WLAMA লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক।
These new entities will deploy, own and operate ATMs and/or acquire merchants to serve the customers of schedule banks/MFSs/PSPs. These private sector non-bank operators will be termed as White Label ATM and/or Merchant Acquirer (WLAMA)
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭(এ)(ই) ধারার ক্ষমতাবলে জারিকৃত “Bangladesh Payment and Settlement Systems Regulations-2014” অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক “SSLCOMMERZ Limited”-কে, অত্র বিভাগের পিএসডি/এডিসিএন্ডএল (এসএসএলসি)/৪৯/২০২২-২৯৫৭ নং পত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে “SSLCOMMERZ” ব্র্যান্ড নামে Payment System Operator (White Label Merchant Acquiring) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।
অনলাইন পেমেন্ট গেইটওয়ে যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে সম্পর্কিত সেবা / ভিসা বা মাস্টার কার্ড সেবার মত পরিবেশ বান্ধব আর্থিক সেবা।
অনলাইন কেনাকাটায় বারবার কার্ডের তথ্য লিখতে গিয়ে বিরক্ত। এসএসএল কমার্স ভেরিফাইড পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করুন ঝামেলাহীন।
এসএসএল ইকমার্স ব্যবহারের সুবিধা ২০২২
- কার্ড ব্যবহারের ক্ষেত্রে বার বার তথ্য সেইভ করতে হবেনা।
- মোবাইল ব্যাংকিংয়ের যে কোন মাধ্যমে পেমেন্ট করা যাবে।
- কার্ড ধারী নন এমন যে কেউ অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
- পেমেন্টের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে বাধাহীন পেমেন্ট সুবিধা।
- এসএসএল ইকর্মাস এর জন্য কোন ফি পরিশোধ করতে হয় না।
- গ্রামে বা শহরে বসেও ব্যাংকিং সেবা উপভোগ করা যায়।
- ক্যাশলেস পেমেন্ট গেইটওয়ে এটি।
Why SSLCOMMERZ?
They empower your business with all the right tools to accept digital payments and deliver the best customer experience. SSLCOMMERZ is the first and the largest Merchant Aggregator in Bangladesh for online payment acceptance. It is one of the leading Fintech and Payment automation service providers in the country. SSLCOMMERZ has pioneered and opened the doors for the merchants to receive online payments from their customers via online stores, marketplaces and mobile apps. More than 3,500 e-commerce merchants and online businesses are connected to the platform for receiving online payments with ease. Currently, SSLCOMMERZ has 20+ payment channels as its payment partners for facilitating the payments for merchants. It is also a registered Payment Facilitator for card networks such as Visa and Mastercard.
SSLCOMMERZ is licensed by Bangladesh Bank as a Payment Systems Operator (PSO) and it is certified through Payment Card Industry Data Security Standards (PCI DSS) compliance as a Level-1 Service Provider which is the highest financial industry rating a business can attain for payment data security.
SSLCOMMERZ has received numerous awards and recognition from the trade bodies, government and international entities for its continuous contribution in the Fintech and Payment Industry since its launch. SSLCOMMERZ has been nominated for Excellence in Online Payment Service in the National Digital Innovation Award South Asia in 2011. SSLCOMMERZ has won the Championship award at BASIS National ICT Awards 2017 in the Financial Industry Application category and has been nominated in the APICTA Award 2017 under the same category. SSLCOMMERZ has also received the Excellence in Ecosystem Risk Compliance for Online Transactions award from Visa in 2018. SSL has also received the Excellence in Mastercard online acquiring (PF) Business 18-19 from Mastercard in 2019.
বিষয়টা জেনে ভাল লাগলো