ভ্যাট ও ট্যাক্সসর্বশেষ নিউজ

TIN Name Date of Birth and Address Change । টিন সার্টিফিকেট সংশোধন করার উপায় ২০২২

টিআইএন সার্টিফিকেটের নাম বা করদাতার নামও পরিবর্তন করা যায় – জন্ম তারিখ ঠিকানাও আপডেট করা যায়– টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২২

TIN Certificate এ করদাতার নাম কিভাবে পরিবর্তন করতে হয়? –একবার রেজিস্ট্রেশন করেছেন তো নাম পরিবর্তন করতে পারবেন না। তবে আপনার এনাাইডি কার্ডে যদি নাম ভুল থাকে এবং তা যদি আপনি সংশোধন করে থাকেন তবে তা Revalidate অপশন ব্যবহার করে Refetch করতে পারবেন। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পরিবর্তিত নাম আপনি Revalidate করলেই সংশোধন বা আপডেট হয়ে যাবে। এভাবে জন্ম তারিখও পরিবর্তন করা যায়। E tin User ID recovery । হারানো টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম ২০২২

অন্যদিকে ফোন বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চাইলে আপনি Change Contact মেন্যু ব্যবহার করুন। ওখানে মোবাইল নম্বর এবং বর্তমান ঠিকানা আপডেট করতে পারবেন। আপডেটের কারণ অবশ্যই বক্সে উল্লেখ করে দিবেন। এনবিআর জন্ম নিবন্ধন, নির্বাচন কমিশনের সাথে সার্ভারে যুক্ত তাই মিথ্যা তথ্য দিলে বিপদে পড়বেন।

“Edit/Correct/Update” মেন্যুর মাধ্যমে আপনি পিতার নামও সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে সঠিক তথ্য দিয়েছেন মর্মে ঘোষনা প্রদান করতে হবে এবং সত্যতার Affirmation দিতে হবে। এভাবে টিন সার্টিফিকেটের কিছু তথ্য যেমন ঠিকানা, মোবাইল নম্বর, পিতা-মাতার নাম, ইমেইল এ্যাড্রেস ইত্যাদি অনলাইনে আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন। E-TIN Certificate Download BD। টিন সার্টিফিকেট করার নিয়ম ২০২২

ই টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম- TIN Registration সাইটে লগইন করুন। তথ্য সংশোধন করুন।কিভাবে দ্রুত টিন সার্টিফিকেট সংশোধন করবেন। একটি TIN Certificate এর প্রায় বেশিরভাগ তথ্যই সংশোধন করতে পারবেন। যেসব তথ্য সংশোধন করা যাবে তা হচ্ছে- মোবাইল নম্বর ও ইমেইল, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর নাম, জেন্ডার, টিন সার্টিফিকেটে যোগাযোগের তথ্য (Contact) পরিবর্তন। টিন সার্টিফিকেটে যোগাযোগের তথ্য বা Contact Details পরিবর্তন করার জন্য টিআইএন ওয়েবসাইটে Login করার পর বাম পাশ থেকে Change Contact মেন্যু ক্লিক করুন। তারপর সঠিক তথ্য লিখে Save বাটনে ক্লিক করলে আপনার তথ্য পরিবর্তন হবে। টিনধারীদের অনলাইনে জিরো রিটার্ণ দাখিল পদ্ধতি । Online Zero Return Step by Step

eTIN Name or Tax Payer’s name Change / Change your Date of birth and others information from online process

প্রথমত যে কোন সংশোধনীর জন্য আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনবিআর ওয়েবসাইটে লগিন করতে হবে। ই টিন সার্টিফিকেট লগইন করুন:e-TIN – Income Tax – TIN Certificate Registration

টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২২, টিন সার্টিফিকেট যাচাই, সংশোধন, ডাউনলোড করার পদ্ধতি, ই টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২২, TIN Certificate Correction - টিন সার্টিফিকেট সংশোধনের উপায়, টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম, TIN Certificate সংশোধন, টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২২, কিভাবে (TIN) টিন সার্টিফিকেট সংশোধন করবেন?, টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম | How to modify TIN

Caption: Change tax payer’s name and Date of birth by revalidate option 

ই টিন সার্টিফিকেটের তথ্য সংশোধন করতে অনুসরণীয় ধাপসমূহ ২০২২

  1. TIN Registration সাইটে লগইন করুন।  প্রথমে এনবিআর ই টিন রেজিস্ট্রেশন ওয়েবসাইটে যান- NBR TIN Registration  তারপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে টিন সার্টিফিকেট লগইন Login করুন। User ID এবং Password জানা না থাকলে বা ভুলে গেলে দেখুন কিভাবে ই টিন সার্টিফিকেটের পাসওয়ার্ড বের করবেন।

  2. তথ্য সংশোধন করুন। এবার বামপাশের মেন্যু থেকে Edit/Correct/Update অপশনে ক্লিক করুন। যে তথ্যটি সংশোধন করতে চান সেটি Dropdown মেন্যু থেকে সিলেক্ট করুন। ধরুন আপনি Father’s Name পরিবর্তন করবেন। এখান থেকে Father’s Name সিলেক্ট করে Next বাটন ক্লিক করুন। নিচের মত একটি পেইজ আসবে।এই পেইজে আপনি বর্তমান (Current Information) দেখতে পাবেন। Please provide Updated information এই বক্সে আপনি শুদ্ধ নামটি লিখুন। পাশের কলামে Reason for Update বক্সে Writing Mistake লিখুন বা অন্য কোন কারণ থাকলে তা লিখুন।

  3. সবশেষ, (I hereby affirm that all information given above is correct and complete) এই লেখার পাশে টিক দিন। এর মানে, উপরের দেয়া তথ্য সঠিক এই ব্যাপারে আপনি নিশ্চয়তা দিচ্ছেন।
  4. তারপর Submit Request বাটনে ক্লিক করে আপনার আবেদন জমা দিন।
  5. ব্যাস আপনার কাজ শেষ। সপ্তাহ খানেক পর ভিজিট করুন পরিবর্তন হয়ে যাবে।

 

ই টিন সার্টিফিকেট দ্রুত সংশোধন করার জন্য অনলাইনে তথ্য সংশোধন আবেদনের পর আপনার কর অফিস (Tax Circle) এ যোগাযোগ করবেন। ট্যাক্স সার্কেলে যোগাযোগ করার জন্য আপনার টিন সার্টিফিকেটের একটি ফটোকপি ও আপনার সংশোধিত তথ্যের প্রমাণ হিসেবে একটি ডকুমেন্ট নিয়ে যাবেন।

অনলাইনে সংশোধন করার সাথে সাথেই কার্যকর হবে কি?

না। অনুমোদন হতে হবে। এজন্য ই টিন সার্টিফিকেট সংশোধন করার জন্য NBR TIN Registration ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর Edit/Correct/Update অপশনে গিয়ে যে তথ্য পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন। সবশেষে সঠিক তথ্য লিখে Submit Request বাটনে ক্লিক করুন। আপনার আবেদন অনুমোদন হলেই তথ্য সংশোধন হবে।

ই টিআইএন সংশোধন হওয়ার জন্য আবেদনটি রাজস্ব বোর্ডের এ বিষয়ে নিয়োজিত কর্মকর্তার কাছে যাবে। তিনি সব কিছু পরীক্ষা করে সব ঠিক থাকলে সংশোধন করে দিবেন। টিন সার্টিফিকেট সংশোধন করা হয়ে গেলে এই পৃষ্ঠাতেই ‘Approval status’ এর পাশে ‘Approved’ লেখা উঠবে। এবং সংশোধিত টিন সার্টিফিকেটটি আবেদনকারী ব্যবহার করতে পারবেন।

 

এনআইডি কার্ড সংশোধন ফি কত । জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা করুন বিকাশ থেকেই

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *