VAT online check । অনলাইনে BIN চেক করে নাম, ঠিকানা, ফোন নম্বর বের করার পদ্ধতি ২০২৪
অনলাইনেই ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে নিন – BIN নম্বর ঠিক আছে কিনা তা চেক করা নিয়ম – যেভাবে ভ্যাটের কাগজপত্র চেক করবেন।
VAT online check – Vat Certificate verify by online process– টিআইএন সার্টিফিকেট, রিটার্ণ দাখিলের রশিদ এবং ভ্যাট রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ঠিকাদারী কাজ ও ব্যবসা বানিজ্য পরিচালনার কাজে এগুলো এখন বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি আপনাকে ভ্যাট নম্বর দেয় এবং ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা দেয় তা আপনি অনলাইনে চেক করে নিবেন। অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন যাচাই করুন: nbr.sblesheba.com/VATOnline/Payment
সরকার ১ জানুয়ারি, ২০০৯ থেকে মেট্রোপলিটান শহর ও জেলা শহরের হোটেল, রেস্তোরা, মিষ্টির দোকান, ফার্নিচারের শোরুম, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিং মলের দোকান, সুপারশপ, ডিপার্টমেন্টাল স্টোর, জেনারেল স্টোর, জুয়েলার্সে ইসিআর মেশিনের ব্যবহার বাধ্যতামূলক করেছে। ইসিআর জেনারেটেড চালান প্রদান না করে নীল রংয়ের চালান দিলে এটিই প্রমাণ করে তারা ভ্যাট ফাকি দিচ্ছেন। ভ্যাট ফাকি দেয়া দন্ডনীয় অপরাধ। তাই এই ১১ ধরণের ব্যবসার ক্ষেত্রে নীল চালানকে না বলুন। এসব ক্ষেত্রে কেবল ইসিআর জেনারেটেড চালান গ্রহণ করুন। বিন নম্বর বা ভ্যাট নম্বর ঠিক আছে কিনা তা আপনি অনলািএন চেক করে দেখতে পারেন। যদি ভ্যাট নম্বর ভুয়া থাকে তবে আপনি অভিযোগ করতে কল করুন: ০২-৯১৩২৫৬৪
১লা জুলাই ২০১৮ তারিখ থেকে আপনার বর্তমান ১১ ডিজিটের। পুরাতন ভ্যাট রেজিস্ট্রেশন টি অকার্যকর/বাতিল হয়ে গিয়েছে। আপনার ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার জন্য অনলাইনে এখনই পুনঃনিবন্ধন করে নিন।
VAT online check । অনলাইনে BIN চেক করে নাম, ঠিকানা, ফোন নম্বর বের করার পদ্ধতি ২০২৪
লাল চিহ্নিত বক্সে যে নম্বরটি দেওয়া আছে ভ্যাট আদায় করা হয় ঐ বিন নম্বরের বিপরীতে তাই ভ্যাট নম্বরটি চেক করে নিন।
Caption: Value Added Tax Registration Certificate / ভ্যাট নিবন্ধন সার্টিফিকেটের নমুনা
ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর বা ভ্যাট সার্টিফিকেট যাচাই করার নিয়ম ২০২৪
- প্রথমে nbr.sblesheba.com/VATOnline/Payment লিংকে ভিজিট করুন।
- একটি ফর্ম পাবেন সেখানে BIN XXXXXXXX একটি বক্স দেখতে পাবেন।
- Vat Registration Certificate এ লেখা BIN নম্বরটি লিখুন।
- পাশের সার্চ বক্সে বা বাটনে ক্লিক করুন।
- সার্টিফিকেটে মালিক, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দেখতে পাবে।
- এভাবে আপনি সঠিক ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর চেক করে নিতে পারেন। শেষ।
অনলাইনে ভ্যাট নতুন নিবন্ধন বা পুনঃনিবন্ধনের জন্য কি কি কাগজপত্র বা দলিলাদি লাগবে?
- ই-টি আই এন (ইনকাম ট্যাক্স এর নিবন্ধন নাম্বার)
- জাতীয় পরিচয় পত্রের নাম্বার।
- ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার (ব্যাংকের নাম, শাখা ও ঠিকানা সহ)
- ট্রেড লাইসেন্স এ উল্লেখিত ঠিকানা
- পােস্টাল কোড নাম্বার ৬. ই-মেইল আইডি।
- প্রতিষ্টানের পূর্ববর্তী নিবন্ধন নাম্বার (পুনঃনিবন্ধন এর জন্য)
- মােবাইল নাম্বার।
- যদি অংশীদারি প্রতিষ্টান হয় প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের নাম্বার।
- লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশান নাম্বার। রি-রেজিস্ট্রেশন না করলে যেসকল সমস্যায় পরবেনঃ ১) কোন প্রকার LC খুলতে পারবেন না। ২) কোন সরকারি টেন্ডারে অংশগ্রহন করতে পারবেন না। ৩) আমদানী/রপ্তানি কোন কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। ৪) ভ্যাট যুক্ত পন্য ক্রয়/বিক্রয় করতে পারবেন না।
অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন আবেদন করা যায় কি?
অনলাইনে ভ্যাট নিবন্ধন করার জন্য যে কোন ব্রাউজার ওপেন করে প্রবেশ করুন – www.vat.gov.bd এই সাইটে। এপর উপরে “Sign Up” মেনু ক্লিক করে এখানে নিজের নামে একটি একাউন্ট খুলে নিতে হবে। অর্থাৎ বিন সার্টিফিকেট করার জন্য আপনাকে প্রথমেই ভ্যাট অনলাইন সিস্টেমে একটি একাউন্ট খুলে নিতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন আবেদন করতে ভিজিট করুন: vat.gov.bd/sap/bc/ui5_ui5/sap/zmcf_pri/index.html#/Form/U010