Youtube NEW CEO 2023 । বর্তমানে ইউটিউবের নতুন সিইও কি?
বিশ্বজুড়ে অর্থনৈতিক টানা পোড়েনের কারণে বিগ টেক কোম্পানিগুলো কর্মী ছাটাই করছে এবং প্রশাসনিক কর্মকর্তায় পরিবর্তন আনছে – Youtube NEW CEO 2023
ভারতীয়রাই কেন গুগল ফেসবুকের সিইও হয়? – বড় টেক কোম্পানির একটিও ভারতীয় নয় তবুও ভারতীয়রাই জায়ান্ট টেক কোম্পানিগুলো নির্বাহী কর্মকর্তা হয়ে থাকে। কোম্পানি ম্যানেজমেন্টের দিক থেকে ভারতীয়রা এগিয়ে রয়েছে। ব্রিটিশ বা আমেরিকানদের থেকেও কোম্পানি ডিরেক্টরীতে ভারতীয়রা এগিয়ে এবং চেয়ারম্যান বা ম্যানেজমেন্টের প্রতি লয়্যাল। ভারতীয়রা যেন লক্ষ্য নির্দিষ্ট করে টেক জায়ান্ট কোম্পানি গুলোর জন্য সিইও তৈরি করছে।
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নীল মোহন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। দীর্ঘদিন ধরেই ইউটিউবের সাথে যুক্ত আছেন তিনি। ২০১৫ সাল থেকে ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হিসেবে কর্মরত ছিলেন তিনি। ইউটিউব শর্টস, ইউটিউব টিভি ও মিউজিক তৈরির পেছনের বিভিন্ন কাজে ভূমিকা রেখেছেন তিনি। গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ইউটিউবের বর্তমান সিইও ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি। নিজের পরিবার, স্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে আরও মনোযোগী হওয়ার জন্য পদত্যাগ করছেন বলে পোস্টে জানান সুসান।
২০১৪ সালে তিনি সিইও পদে যোগ দিয়েছিলেন। তার আগে দীর্ঘদিন ধরে সুসান গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গুগল সিইও এবং ইউটিউব সিইও কি একই? / না। দুটি কোম্পানির আলাদা আলাদা সিইও রয়েছে
ইউটিউব যদিও গুগল অধিগ্রহণকৃত কোম্পানি তবুও দুটি আলাদা প্রতিষ্ঠান তাই সিইও বা প্রতিষ্ঠান প্রধানও আলাদা।
Caption: Check Google CEO
Who is google’s CEO? List of Google CEO
- Larry Page (1998–2001 and 2011–2015)
- Eric Schmidt (2001–2011)
- Sundar Pichai (2015-present)
Who is google’s CEO Sundor Pichai?
Sundar Pichai is an Indian-American business executive and the current CEO of Google and its parent company, Alphabet Inc. He was born on July 12, 1972, in Madurai, Tamil Nadu, India. Pichai earned a degree in Metallurgical Engineering from the Indian Institute of Technology Kharagpur, a Master of Science in Material Sciences and Engineering from Stanford University, and an MBA from the Wharton School of the University of Pennsylvania. Pichai joined Google in 2004 and worked on various projects such as Google Chrome, Google Drive, and Google Apps. He was instrumental in the development of the Google Chrome web browser, which was launched in 2008. In 2013, Pichai was appointed as the head of Android, Google’s mobile operating system.
In 2015, Pichai became the CEO of Google, succeeding Larry Page, who became the CEO of Alphabet Inc. Pichai has since overseen significant changes at Google, including the company’s reorganization as a subsidiary of Alphabet and the expansion of Google’s product offerings into new areas such as artificial intelligence and virtual reality. Under Pichai’s leadership, Google has also faced criticism for issues such as privacy concerns, censorship, and employee protests over company policies. However, Pichai has emphasized Google’s commitment to being a responsible corporate citizen and addressing these issues through transparency and dialogue. Overall, Sundar Pichai is widely recognized as one of the most influential figures in the technology industry today.