সর্বশেষ নিউজ

এবার ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞা পাকিস্তানে।

এবার ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞা পাকিস্তানে।

দেশজুড়ে অভাবে হাহাকার। বিভিন্ন দেশের কাছে  ঋণের জন্য  ঘুরেছে সরকার। যেহেতু অভাবের দিশেহারা পাকিস্তান সরকার, তাই বিদ্যুৎ খরচ কমানোর জন্য বিভিন্ন ফ্যান উৎপাদন  ও ব্যবহার নিষিদ্ধ করেছে।বুধবার শক্তি সংরক্ষণ  পরিকল্পনার আওতায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রণালয়ের সুপারিশ এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল সরকার।

আগামী ১  জুন থেকে এটি কার্যকর করা হবে। দেউলিয়া অর্থনীতি উদ্ধার করতে  এর আগেও নানা  বিতর্কিত পদক্ষেপ নিয়েছে অভাবে দিশেহারা দেশটির প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্তের বিষয়ে সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ জারি করা হবে। ন্যাশনাল এনার্জি এফিসিয়েন্সি এন্ড কনজারভেশন অথরিটি  কে ৮০ওয়াটের কম শক্তির ফ্যানের উৎপাদন নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের স্ট্যান্ডার্ডস এন্ড  কোয়ালিটি কন্ট্রোল অথরিটিকে ফ্যান উৎপাদনের জন্য জাতীয় মান সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে-৮০ ওয়াটের কম খরচ হয়  এমন ওয়ান স্টার ক্যাটাগরি ফ্যান তৈরি এবং বিক্রয়ের অনুমতি দেওয়া হবে। এসির ইনভার্টার সহ ফ্যানগুলো ওয়ান স্টার ক্যাটাগরি হতে হবে যেগুলো ৪৫-৫০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে। জনসাধারণের কাছে ফ্যানগুলো সাশ্রয় করতে, বক্তাদের কাছে কিস্তিতে বিক্রি করার জন্য একটি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া একটি বাড়িতে শুধু একটি ফ্যান বরাদ্দ করা হবে। ৯০ শতাংশ বা তার কম  দক্ষতার গৃহস্থালীর ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদন নিষিদ্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগ ৯০% বা তার কম দক্ষতার বৈদ্যুতিক  যন্ত্রপাতি গুলোর একটি তালিকা তৈরি করেছে।পাকিস্তান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।এজন্য খরচ বাঁচানোর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে  দেশটির সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *