জমির  CS, SA, RS, BS কি? CS, SA, RS, BS খতিয়ান কোনটা কত সালে সম্পর্ন হয়?

CS, SA, RS, BS খতিয়ান কোনটা কত সালে সম্পর্ন হয়

 

 

১) CS-Cadastral Survey (1888- 1940)

ক্যাডাস্ট্রাল সার্ভে বলতে প্রতিটি ভু-খন্ড পরিমাপ করে তার আয়তন অবস্থান এবং কি কাজে ব্যবহার হয় তার প্রকৃতিসহ স্থানীয় নকশা এবং প্রতিটি ভু -খন্ডের মালিক ও দখলকারের বিবরণসহ যে খতিয়ান প্রস্তুত করা হয়েছে তাকে সি এস বা Cadastral Survey (1888- 1940) খতিয়ান বলে।

২) SA -State Acquisition (1956-1963)

State Acquisition and tenancy act,1950 এর অধীনে জমিদারি প্রথা উচ্ছেদের পর উক্ত আইনের ১৭ ধারার বিধান মতে  ভুমির মালিকানা সরাসরি সরকারের প্রজার নামে  স্বীকৃতি প্রদান এবং জমিদারদের ক্ষতি প্রদানের লক্ষ্যে ১৯৫৬ থেকে ১৯৬৩ সালের মধ্যে যে ক্ষতিয়ান তৈরী করা হয় তাকে এস এ খতিয়ান বলে।

৩) RS. Revisional Survey  খতিয়ান (১৯৬৬-১৯৮০)

জমির মালিক এবং দখলদার হালনাগাদ করার মাধ্যমে এই জরিপ সম্পন্ন করা হয়।

State Acquisition and tenancy act,1950 এর ৭৯ ধারা মোতাবেক SA খতিয়ানের ভুল সংশোধন করে হালনাগাদ করে  মালিক ও দখলদারের তথ্য নিয়ে যে জরীপ সম্পন্ন করা হয় তাকে Revisional Survey  খতিয়ান বলে। এটি ১৯৬৬-৮০ এর মধ্যে সম্পন্ন করা হয়। কিছু কিছু এলাকায় সি এস এর পর থেকেই এর কার্যক্রম শুরু হয়।

৪) বিএস খতিয়ান

এই জরিপে প্রস্তুতকৃত নকশা (ম্যাপ) এবং খতিয়ান নির্ভূল হিসেবে গ্রহণীয়। বিএস জরিপ হলো মূলত বাংলাদেশ সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। ১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এই জরিপ কার্য পরিচালিত হয়।১৯৯৮ সাল হতে বর্তমানে চলমান জরিপকে বিএস খতিয়ান বলে।

৫) দিয়ারা জরিপ

দিয়ারা জরিপ হলো দরিয়া সম্পর্কিত জরিপ। জেগে উঠা নতুন ভূখন্ড (চর) জেলা প্রশাসকের চাহিদার ভিত্তিতে সিকস্তি পয়স্তির কারণে ভৌগলিক সীমারেখা ও স্বত্বের পরিবর্তন হলে নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় নতুন জরিপ করা হয়। এ সমস্ত জরিপে নকশা ও রেকর্ড প্রস্তুত করা হয়।

৬) সিটি জরিপ (সিটি সার্ভে)

সিটি জরিপ এর আর এক নাম ঢাকা মহানগর জরিপ। আর.এস. জরিপ এর পর বাংলাদেশ সরকার কর্তৃক অনুমতি ক্রমে এ জরিপ ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে সম্পন্ন করা হয়। এ যাবত কালে সর্বশেষ ও আধুনিক জরিপ এটি। এ জরিপের পর্চা কম্পিউটার প্রিন্টএ প্রকাশিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *