জিহ্বা দিয়ে কয়টি পাপ সংঘটিত হয়?কোন কারণে জিহ্বা সংযত রাখা প্রয়োজন কুরআন ও হাদিসের আলোকে
কোন কারণে জিহ্বা সংযত রাখা প্রয়োজন কুরআনের ও হাদিসের আলোকে
যে কারণে জিহ্বা সংযত রাখা প্রয়োজন
রাসূলুল্লাহ (সঃ) বলেছেন প্রকৃত মুসলিম সেই ব্যক্তি,যার জিহবা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে ,বুখারী হাদীস- ৯, হাদিসের মান-সহীহ হাদিস
জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়
১) কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা।
২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা।
৩) অশ্লীল ও খারাপ কথা বলা।
৪) কাউকে গালি দেয়া।
৫) কারও নিন্দা করা।
৬) অপবাদ দেয়া।
৭) চোগলখুরী করা।
৮) বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া।
৯) মোনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা।
১০) বেহুদা ও অতিরিক্ত কথা বলা।
১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা।
১২) কারও গীবত করা।
১৩) খারাপ উপনামে ডাকা।
১৪) কাউকে অভিশাপ দেয়া।
১৫) কাউকে সামনা-সামনি বা সম্মুখে প্রশংসা করা।
১৬) মিথ্যা স্বপ্ন বলা।
১৭) অনর্থক চিৎকার বা চেঁচামিচি করা।
১৮) জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া।
১৯) জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো।