টিন সার্টিফিকেট কি? টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?

 টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে?

 

 

টিন সার্টিফিকেট কি এবং কি কাজে লাগে?

TIN Certificate এর পূর্ণ রূপ হলো Taxpayer Identification Number. এটি এমন এক ধরনের নাম্বার যার মাধ্যমে দেশের করদাতাদের শনাক্ত করা হয়। বাংলাদেশের প্রতিটা করদাতাকে এই নাম্বারটি দেয়া হয়। ১২ ডিজিটের এই নাম্বারটিকেই বাংলাদেশের করদাতাদের পরিচয়পত্র হিসেবে ধরা হয়। যেখানে প্রথম ৩ অক্ষর থাকে করদাতার অঞ্চের কোড, মাঝের তিন সংখ্যা করদাতার পদমর্যাদা এবং শেষের চার সংখ্যা করদাতার পরিচিতি চিহ্নিত করে।

 

 টিন সার্টিফিকেট করতে কি কি লাগে

  • যার নামে টিন সার্টিফিকেট করা হবে তার জাতীয় পরিচয় পত্র বা NID কার্ডের নাম্বার।
  •  আবেদনকারীর সঠিক নাম যা জাতীয় পরিচিয় পত্রে ছিলো
  • আবেদনকারীর পিতা – মাতার নাম
  • ঐচ্ছুক অবস্থায় থাকবে আবেদনকারীর স্বামী – স্ত্রীর নাম (অবশ্যই যদি থেকে থাকে তবেই)
  •  আবেদনকারীর বর্তমান ও স্থায়ী ঠিকানা

টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন লিংক

 

টিন সার্টিফিকেট থাকলেই কি কর দিতে হবে

না, টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে কর দিতে হবে না, শুধুমাত্র রিটার্ন জমা দিতে হবে। আপনার বাৎসরিক আয় পুরুষ ৩ লক্ষ টাকা এবং মহিলা ৩ লক্ষ ৫০ হাজারের বেশি আয় থাকলে এবং আয়ের উপর কর প্রযোজ্য হলেই আপনাকে আয়কর পরিশোধ করতে হবে।

 

২০২৩-২০২৪ বাজেটে

নতুন ২০২৩-২০২৪ বাজেটে, যে সকল করদাতার রিটার্ন দাখিলের আইনি বাধ্যবাধকতা রয়েছে তাদের আয়কর করমুক্ত সীমার মধ্যে থাকলেও নুন্যতম ২০০০ টাকা কর ধার্য করার প্রস্তাব করা হয়। ২০২৩-২০২৪ আয়বর্ষের আয়কর রিটার্ন ২০২৪ সালের জুলাই থেকে এই বাধ্যতামূলক ২০০০ টাকা কর পরিশোধ করতে হবে, চলতি ২০২৩ সালে নয়।

তাছাড়া, তৃতীয় লিঙ্গের করদাতা এবং ৬৫ বছর বা তার বেশি বয়সের পুরুষ ও মহিলার ক্ষেত্রে বছরে ৩,৫০,০০০ টাকার বেশি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪,৭৫,০০০ টাকার বেশি আয় হলে কর দিতে হবে।

এর সহজ উত্তর হচ্ছে, করযোগ্য আয় থাকলেই আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে এবং রিটার্নের হিসাবে যত টাকা কর আসে তত টাকাই কর দিতে হবে।

 

টিন সার্টিফিকেট ডাউনলোড লিংক 

https://secure.incometax.gov.bd/TINHome?fbclid=IwAR2F0kbeL0qWeMGgKm49XK3nEnmvahD7_KIGHilTx8NU5xMMdLUXo77gM0I

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *