টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ২০২২ । টিন সার্টিফিকেট করতে কত টাকা লাগে
টিন সার্টিফিকেট তৈরী-অনলাইনে টিআইএন সার্টিফিকেট কি বাতিল করা যায়? -টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম ২০২২
আপনি চাইলেই সহজেই টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন না। কারণ এনবিআর থেকে সরাসরি টিআইএন বাতিল করার কোন নিয়ম রাখা হয়নি। তাছাড়া Income Tax Ordinance 1984 তে টিআইএন সার্টিফিকেট বাতিলের ব্যাপারেও কোন স্পষ্ঠ তথ্য নেই। তবে টিআইএন বাতিলের যথাযোগ্য কারণ দেখাতে পারলে সেটি নথিজাত করা রাখা হবে কিন্তু পুরোপুরি বাতিল করা হবে না। নথিজাত করলে রিটার্ণ দাখিল করতে হবে না।
টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর 75(1b) তে বলা হয়েছে, যদি কোন আয়বছরে বা তার পূর্বের বছরসহ পরপর ৩ বছরের মধ্যে ব্যক্তির করযোগ্য আয় থাকে, তবে তাকে কর রিটার্ন জমা দিতে হবে।অর্থাৎ পরপর ৩ বছরের মধ্যে আপনার কোন করযোগ্য আয় না থাকলে আপনাকে আয়কর রিটার্ণ দাখিল করতে হবে না।
Captions: TIN Registration web page
কিন্তু আপনার বার্ষিক করযোগ্য আয় (পুরুষ ৩ লক্ষ এবং মহিলা ৩.৫ লক্ষ টাকা) নেই এটা আপনি মুখে বললেই তো হচ্ছে না। আপনাকে প্রুফ হিসেবে উক্ত ৩ বছরের রিটার্ণ জমা দিতে হবে। এক্ষেত্রে যেহেতু আপনার আয় নেই আপনি শুন্য রিটার্ন জমা দিবেন। তারপর থেকে অর্থাৎ ৪র্থ বছর আপনাকে আর আয়কর রিটার্ণ জমা দিতে হবে না। সেইক্ষেত্রে আপনি চাইলে ৪র্থ বছরের পর আপনার ট্যাক্স সার্কেল উপ-কর কমিশনারের নিকট TIN Certificate বাতিলের জন্য আবেদন করতে পারবেন।
টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনাকে কিছু শর্ত পালন করতে হবে। যদি এসব শর্ত পূরণ হয় তবেই আপনি টিন সার্টিফিকেট বাতিল করার আবেদন পারবেন। যদিও টিন সার্টিফিকেট বাতিল সাধারণত হয় না। ক্ষেত্রবিশেষে এটি বাতিল করা গেলেও কিছু শর্ত রয়েছে।
টিন সার্টিফিকেট বাতিল করার শর্তাবলী ২০২২
- করদাতা মারা গেলে এবং টিন চালু রাখার মত কোন কার্যক্রম না থাকলে। এক্ষেত্রে তার ওয়ারিশ কর্তৃক আবেদন করতে হবে। এক্ষেত্রে টিন রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বন্ধ করা হবে।
- নন রেসিডেন্ট বিদেশী নাগরিক যার বাংলাদেশে কোন স্থায়ী ভিত্তি নেই।
- বিশেষ কোন কারণে TIN Certificate গ্রহণ করলেও বর্তমানে ও ভবিষ্যতে করদাতার আয় শুন্য হলে বা করযোগ্য কোন আয় না থাকলে।
কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেট বাতিল করবেন
টিন সার্টিফিকেট বাতিল করার জন্য প্রথমে আপনাকে পর পর ৩ বছর শুন্য আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এরপর আপনার Taxes Circle এর উপ-কর কমিশনার বরাবর TIN Registration বাতিলের জন্য উপযুক্ত কারণসহ লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনের সাথে অবশ্য আপনার পূর্বের দাখিল করা রিটার্নের রিসিট, জাতীয় পরিচয় পত্রের কপি জমা দিন। উপ-কর কমিশনার আপনার আবেদন যথোপযুক্ত মনে করলে টিন সার্টিফিকেট বাতিল করবেন। টিন সার্টিফিকেট বাতিল করার জন্য ২টি কারণ থাকতে পারে, ১) করদাতা মারা গেলে, ২) করযোগ্য আয় না থাকলে। এক্ষেত্রে কিভাবে টিন সার্টিফিকেট বন্ধ করার নিয়ম নিচে ব্যাখ্যা করা হলো।
করদাতা মারা গেলে টিআইএন বাতিলের আবেদন করা যায় কি?
টিন সার্টিফিকেট ধারী কোন করদাতা মারা গেলে এবং ভবিষ্যতে উক্ত টিন সার্টিফিকেট কোন প্রতিষ্ঠান বা ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহার না করা হলে, টিন রেজিস্ট্রেশন বাতিল করা যাবে। আর যদি করদার প্রতিষ্ঠিত কোন ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য টিন সনদ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তার ওয়ারিশ/প্রতিনিধি/ দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রতিবছর আয়কর রিটার্ণ দাখিল ও আয়কর (যদি প্রযোজ্য) পরিশোধ করবেন। # Income Tax Ordinance 1984 Section 75 মৃত ব্যক্তির টিআইএন এর কোন প্রয়োজনীয়তা না থাকলে, উত্তরাধিকারীরা উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলের জন্য আবেদন করবেন। উপকর কমিশনার Inspection বা Hearing এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।
করদাতা মারা গেলে, টিন সার্টিফিকেট বাতিল করার জন্য যা যা প্রয়োজন হবে
- ওয়ারিশ কর্তৃক লিখিত আবেদন
- টিন সার্টিফিকেটের কপি
- পূববর্তী আয়কর রিটার্নের রিসিট/প্রত্যয়ন কপি
- করদাতার মৃত্যু সনদের কপি
- করদাতার জাতীয় পরিচয় পত্রের কপি
- করযোগ্য আয় না থাকলে
- করযোগ্য আয় না থাকলেও প্রতিবছর আয়কর রিটার্ণ জমা দেয়া অনেকের জন্য একটি ঝামেলাপূর্ণ কাজ। তাই
- আমরা অনেকেই চাই টিন সার্টিফিকেট বন্ধ করতে। কিন্তু প্রকৃতপক্ষে এটি বন্ধ করার প্রয়োজন নেই।
করযোগ্য আয় না থাকলে টিন সার্টিফিকেট বাতিল করার জন্য অবশ্যই আপনাকে পরপর ধারাবাহিকভাবে ৩ বছর শুন্য রিটার্ন দাখিল করতে হবে। তারপর আপনি আপনার TIN Certificate এ উল্লেখিত Taxes Circle এর উপ-কর কমিশনার বরাবর লিখিত আবেদন করতে হবে।
করযোগ্য আয় না থাকলে, টিন সার্টিফিকেট বাতিল করার জন্য প্রয়োজন হবে
- লিখিত আবেদন
- টিন সার্টিফিকেটের কপি
- পূববর্তী আয়কর রিটার্নের রিসিট/প্রত্যয়ন কপি
- করদাতার জাতীয় পরিচয় পত্রের কপি
এই সকল কাগজপত্র নিয়ে আপনাকে উপকর বিভাগের অধীনে জমা দিতে হবে।সেখানে আপনাকে একটি ফর্ম দিবে।আপনার কাগজের তথ্যের উপর ভিত্তি করে আপনি ফরম পূরণ করে জমা দিবেন। কার্যদিবসের মধ্যেই টিন সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার চূড়ান্ত কপি আপনাকে দিয়ে দেওয়া হবে।অথবা আপনি নিজে গিয়ে জেনে নিতে পারেন আপনার আবেদন গ্রহণযোগ্য হয়েছে কিনা।আর বাতিল হয়েছে কিনা। উপরোক্ত নিয়ম মেনে আপনি খুব সহজে টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন।
কিছু প্রশ্নের উত্তর: টিআইএন সার্টিফিকেট থাকলেই আয়কর দিতে হবে এমন নয়। তবে রিটার্ণ দাখিল করতে হবে। টিআইএন খুলতে কোন ফি পরিশোধ করতে হয় এবং কোন টাকাও লাগে না। টিআইএন অনলাইনে যাচাই করা যায়। টিআইএন এখন সকল কাজেই লাগে।