দ্রুত চুল লম্বা, ঘন ও বাউন্সি করার ঘরোয়া উপায় ২০২৩

দ্রুত চুল লম্বা, ঘন ও বাউন্সি করার ঘরোয়া উপায় ২০২৩।

ঘন, লম্বা ও বাউন্সি চুল সবাই পছন্দ করে। প্রত্যেক নারীর  ইচ্ছা থাকে একটু লম্বা, ঘন ও বাউন্সি এবং সিল্কি চুলের। কিন্তু আমাদের সবার চুল লম্বা ,ঘন ,বাউন্সি নয়। সবার চুলের গঠন ও এক নয়। আপনারা ঘরে বসেই ঘরোয়া উপকরণ দিয়ে নিজের চুল সহজে লম্বা, ঘন ও বাউন্সি করে নিতে পারেন। জেনে নিন কিভাবে চুলের যত্ন নিবেন এবং চুলকে ঘন লম্বা ও বাউন্সি করবেন।

১)ডিম:-

চুল ঘন করার পাশাপাশি আপনি যদি চুল লম্বা করতে চান তাহলে চুলের প্যাক হিসেবে ব্যবহার করুন ডিম। ডিমের এই প্যাক প্রোটিন ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে ও চুল করে শক্ত। চুলের ঘনত্ব ও দৈর্ঘ্য অনুযায়ী একটি বা দুটি ডিম ভেঙে ফেটে নিয়ে চুলে লাগান।ডিমের গন্ধ বেশি খারাপ লাগলে, সাথে কোন একটা সুগন্ধি তেল মেশাতে পারেন। পুরো চুলে ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ভালোভাবে শ্যাম্পু করুন।সপ্তাহে ২ বার করলে মাস খানেকের মধ্যেই চুলে লক্ষণীয় পরিবর্তন আসবে।

২)মেথি:-

চুলের যত্নে মেথির ব্যবহার অনেক পুরনো। রান্না ঘরেই পেয়ে যাবেন চুলের যত্নের এই অসাধারণ উপকরণ। মেথি একরাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভালোভাবে বেটে নিয়ে চুলের গোঁড়ায় লাগিয়ে রাখুন এক ঘণ্টার মত। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।চুল ঘন তো করবে পাশাপাশি চুল হবে নরম ও শাইনি। সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করলেই এক মাসেই ফল পাবেন।

৩)আমলকী:-

চুলের যত্নে আমলকির ব্যবহার বহুবিধ। টি চুলের গোঁড়া শক্ত করে, চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি বাড়ে, চুল সাদা হওয়া থেকে রক্ষা করে, চুলের স্বাভাবিক রঙ ঠিক রাখে, চুলকে উজ্জ্বল করে।বাজার থেকে আমলা তেল না কিনে নিজেই ঘরে আমলা তেল তৈরি করে চুলে লাগান।এছাড়াও বাজারে আমলকীর গুঁড়া পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন।চুলের প্যাকের সাথে।তবে আমলা তেল নিয়মিত ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।

৪)জবা ফুল:-

জবা ফুল চুল ঘন করার পাশাপাশি চুল অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া রোধ করে।জবা ফুলের পেস্ট তৈরি করে নারকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোঁড়ায় লাগিয়ে রাখুন। বিশ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *