নগদ রিচার্জ ক্যাশব্যাক ২০২৩ । এয়ারটেল রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে
বিজয় দিবস উপলক্ষ্যে নগদ এবং এয়ারটেল রিচার্জে ক্যাশব্যাকের ব্যবস্থা করেছে-সর্বোচ্চ ৮০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয় যাবে – নগদ রিচার্জ ক্যাশব্যাক ২০২৩
নগদ রিচার্জ অফার ২০২২ –রিচার্জে ক্যাশব্যাক মানেইতো বেশি লাভ। আপনাদের লাভের কথা ভেবেই নগদ ও এয়ারটেল নিয়ে এসেছে মোবাইল রিচার্জে দারুণ ক্যাশব্যাক অফার। এখন নিজের বা প্রিয়জনের যেকোন এয়ারটেল প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বারে, নগদ-এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিচার্জে উপভোগ করুন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
প্রিপেইড এবং পোস্টপেইড উভয় প্যাকেজের জন্য অফার চলবে ২২ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত। তাই দেরি না করে সিডিউল অনুযায়ী রিচার্জ করুন আর ক্যাশব্যাক উপভোগ করুন। নিজের বা প্রিয়জনের যেকোন এয়ারটেল প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বারে, নগদ-এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিচার্জে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন উপরের টেবিল অনুযায়ী: –
আপনি এই ক্যাশব্যাকটি একাধিকবার উপভোগ করতে পারবেন, যদি অফার চলাকালে নগদ অ্যাপ অথবা *167# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে উপরের টেবিল অনুযায়ী এয়ারটেল প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বারে রিচার্জ করেন। আপনার যেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং উপরের টেবিল অনুযায়ী রিচার্জ করবেন, সেই নগদ একাউন্টে ক্যাশব্যাকটি পাবেন। আপনি এই ক্যাশব্যাকটি, অফারের সব শর্ত পূরণ করে একাধিকবার উপভোগ করতে পারবেন
আপনি এই অফারের শর্তগুলো অনুযায়ী বিবেচিত হলে রিচার্জ করার পর ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এই অফারটি ১৬ ডিসেম্বর, ২০২২ থেকে ২২ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলবে। এই অফারটি পেতে আপনার নগদ একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। এই অফারটির আওতাভুক্ত প্যাকেজ সম্পর্কিত সকল তথ্যের দায়ভার এয়ারটেল-এর উপর। নগদ শুধু ক্যাশব্যাক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ।
Recharge Airtel from your Nagod App / Use Your Nagod Service to get Cash Back offer
এই অফারের আওতাধীন সব শর্ত পূরণ করার পরেও, যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করায় অথবা অন্য কোনো অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে নগদ ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে, অফারের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে। তারপরেও যদি আপনি কোনো কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না
Caption: Nagod Website for Details
নগদ অ্যাপ বা বাটন মোবাইল থেকে ক্যাশব্যাক অফার উপভোগ করা যাবে।
- নগদ অ্যাপ(APP) অথবা *১৬৭# এর মাধ্যমে যে কোন এয়ারটেল (Airtel) নাম্বারে (প্রিপেইড এবং পোস্টপেইড) নির্দিষ্ট পরিমানের টাকা রিচার্জে থাকছে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
- এই ক্যাশব্যাকটি পাওয়া যাবে নগদ একাউন্ট -এর সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে। একজন নগদ গ্রাহক একাধিকবার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।
- ক্যাম্পেইনটি ১৬ই ডিসেম্বর, ২০২২ থেকে ২২শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলবে। নগদ-এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন নিচের প্যাকেজ গুলোতে-
- ৬৭ টাকা ইন্টারনেট প্যাকে (৩ জিবি+৩০মিনিট) ৩ দিন মেয়াদে সাথে ৩ টাকা ক্যাশব্যাক।
- ৮৯ টাকা ইন্টারনেট প্যাকে (১০ জিবি)৩ দিন মেয়াদে সাথে ৯ টাকা ক্যাশব্যাক।
- ১১৮ টাকা ভয়েস প্যাকে (১৯০ মিনিট +.৫৪পয়সা /মিনিট ) ১৫ দিন মেয়াদে সাথে ১০ টাকা ক্যাশব্যাক।
- ১৬৪টাকা ইন্টারনেট প্যাকে (২০ জিবি) ৭ দিন মেয়াদে সাথে ১০ টাকা ক্যাশব্যাক।
- ৩২৪টাকা ভয়েস প্যাকে (৫২৫মিনিট+৫১২এমবি+৩.৫জিবি) ৩০ দিন মেয়াদে সাথে ৩০ টাকা ক্যাশব্যাক।
- ৫৯৮ টাকা ইন্টারনেট প্যাকে (৬৮.৭৫ জিবি) ৩০ দিন মেয়াদে সাথে ১০০ টাকা ক্যাশব্যাক।
- ৬০৯ টাকা ভয়েস প্যাকে (১০০০ মিনিট + ১ জিবি+ ৫ জিবি বোনাস) ৩০ দিন মেয়াদে সাথে ৬০ টাকা ক্যাশব্যাক।
- ৬৪৮ টাকা ইন্টারনেট প্যাকে (৩৫ জিবি + ৮০০ মিনিট) ৩০ দিন মেয়াদে সাথে ৮০ টাকা ক্যাশব্যাক।
অফার উপভোগের শর্ত কি কি?
নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবে না। নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবে না। 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন। এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে। এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে