নতুন ডিক্রি জারি করলেন পুতিন
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার নতুন করে একটি ডিক্রি জারি করেন। সে জারিকৃত ডিক্রিতে জানানো হয়েছে, রাশিয়ার যে সকল নারী ১০ অথবা তার থেকে বেশি সন্তান জন্ম দেবেন তাদের প্রত্যেককে ‘মাদার হিরোইন’ পুরস্কারের মাধ্যমে অলঙ্কৃত করা হবে।
রাশিয়ার লোকসংখ্যা বাড়ানোর চেষ্টা
রাশিয়ায় লোকসংখ্যা বাড়ানোর চেষ্টার অংশ হিসেবে এমন বিতিক্রমি ডিক্রি জারি করেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুনরায় সক্রিয় করলেন প্রেসিডেন্ট পুতিন।
যদিও মাদার হিরোইন পুরস্কারের প্রবর্তক ছিলেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেসকল নারী ১০ অথবা তার থেকে বেশি সন্তান জন্ম দেবেন তাদেকে উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি। ঐ সময়ে তখনকার সোভিয়েত ইউনিয়নের লোকসংখ্যা কমে গিয়েছিল। সেটিই পুনরায় সক্রিয় করলেন প্রেসিডেন্ট পুতিন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পরে এই পুরস্কারের প্রচলন বাতিল হয়ে যায়।
দশ লাখ রুবল দেওয়ার ঘোষণা
পুরস্কার হিসেবে সে সকল মায়েদের ১০ লাখ রুবল দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। ডলারের হিসেবে যা দারায় ১৬ হাজার ৫০০ ডলারে। তবে এই উপহার পেতে হলে ১০ সন্তানের প্রত্যেককে জীবিত থাকতে হবে।
সর্বশেষ তথ্য অনুসারে, জানুয়ারী হতে মার্চ মাস নাগাদ রাশিয়ার লোকসংখ্যা প্রতি মাসে গড়ে ৮৬ হাজার করে হ্রাস পেয়েছে।
সূত্রঃ সিএনএন