ফেসবুক এর নতুন আপডেট- Blue Badge এর জন্য গুণতে হবে নগদ অর্থ

Meta এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সাম্প্রতিক ফেসবুক এ Blue Badge ব্যবহার এর জন্য মাসিক চার্জ ঘোষণা করছেন।টেক দুনিয়ায় বিষয়টি চলছে নানা আলোচনা এবং সমালোচনা। এই Blue Badge কি? কীভাবে আপনার ফেসবুক আইডি কিংবা পেইজে Blue badge ব্যবহার করবেন এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই আলোচনায়।

Blue Badge কেনো ব্যবহার করা হয় ?

অনেকেই হয়তোবা জানেন না ফেসবুক ভেরিফাই blue badge কি? উদাহরণ হিসেবে মনে করুণ আপনি ফেসবুক থেকে কোন একটি পণ্য ক্রয় করবেন এর জন্য আপনি Daraz এর ফেসবুক পেইজ খুজেছেন। তাদের থেকে আপনি একটি প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছেন এবং ফেসবুকে তাদের কোম্পানি লিখে সার্চ করার পর অনেকগুলি ফেসবুক পেজ আপনার সামনে চলে আসবে এখান থেকে কিভাবে আপনি বাছাই করবেন যে কোনটি অরিজিনাল Daraz কোম্পানি ফেসবুক পেজ ? এখান থেকে বাছাই করার জন্য আপনি বেছে নিবেন যে পেজের নামের শেষে Blue Badge রয়েছে সেটি হলো অরজিনাল দারাজ এর ফেসবুক পেইজ এবং সেখান থেকে আপনি যে কোন প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। এখান থেকে যদি আপনি প্রোডাক্ট ক্রয় করেন তাহলে আপনার কোন সন্দেহ থাকবে না। এরকম ভাবে কোন কিছু ভেরিফাইড করার জন্য Blue Badge  নিয়ে থাকে এবং সেলিব্রিটিরাও তাদেরকে সহজে চেনার জন্য এটি ব্যবহার করে। আপনি লক্ষ্য করে দেখবেন অনেক সেলিব্রেটি তাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির ক্ষেত্রে Blue Badge দেখা যায়। যেন অফিসিয়াল এবং অরজিনাল পেইজ কিংবা আইডি মানুষ খুব সহজেই বুঝতে পারে।

কীভাবে এপ্লাই করবেন blue badge এর জন্য ? 

বর্তমানে সে সকল একাউন্টে Blue badge ব্যবহার করা হচ্ছে এর জন্য ফেসবুক এর কিছু শর্ত পূরণ করে Badge এর জন্য ফেসবুক এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে এপ্লাই করতে হয়েছে এবং তারা সম্পূর্ণ বিনামূল্যে তা ব্যবহার করতে পারছে। কিন্তু সাম্প্রতিক মার্ক জাকারবার্গ এনাউন্সমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিয়েছে এখন থেকে যদি কেও তার ফেসবুক আইডি অথবা পেইজে Blue badge ব্যবহার করতে চায় তাহলে এইক্ষেত্রে প্রতি মাসে তাকে গুনতে হবে টাকা। অর্থাৎ এখন থেকে আর কেও বিনামূল্যে তার ফেসবুক একাউন্ট অথবা পেইজে Blue Badge ব্যবহার করতে পারবে না। আপনি যদি blue badge ব্যবহার করতে চান তাহলে ওয়েব এর ক্ষেএে ১১.৯৯$ এবং iOS এর ক্ষেএে ১৪.৯৯$ করে প্রতি মাসে আপনাকে ফেসবুক কে প্রদান করতে হবে। এর বিনিময়ে আপনি পাবেন ফেসবুক থেকে আপনার একাউন্ট এর বাড়তি নিরাপত্তা। নতুন নিয়মে আপনিও খুব সহজে আপনার আইডি কিংবা পেইজে Blue Badge যুক্ত করতে পারবেন। এর জন্য নিদিষ্ট ফলোয়ার থাকার কোন দরকার হবে না। এতো দিন Blue badge শুধু সেলিব্রিটি রাই ব্যবহার করতে পারলেও এখন সেটা সবার জন্যই উন্মুক্ত করে দেওয়া হবে।
ফেসবুক এর এই নতুন নিয়ম সকল দেশের জন্য এখনও চালু হয় নেই। মার্ক জাকারবার্গ এর ঘোষণা অনুযায়ী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এই নিয়ম চালু করা হয়েছে। খুব তাড়াতাড়ি অন্য সকল দেশেও নতুন নিয়ম টি বাস্তবায়ন করা হবে।

ব্লু ব্যাচ কি সেটি জানেন তো? ফেসবুক ব্লু ব্যাচ হলো একটি প্রতিষ্ঠানের উপস্থিতি চিহ্ন বা লোগো। এটি ফেসবুকের একটি স্বচ্ছ রূপান্তর প্রকল্পের অংশ হিসাবে প্রদর্শিত হয়। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ফেসবুকের ব্যবহারকারীদের নিরাপদ এবং স্বচ্ছ একটি অভিজ্ঞতা প্রদান করা।

ফেসবুক ব্লু ব্যাচ নথিভুক্ত কিছু সুরক্ষা পদক্ষেপ যেমন ফেসবুক পেজ এর সত্যায়িত নাম এবং ঠিকানা নির্ধারণ করা, পেজ থেকে যাওয়া যাবতীয় তথ্য সত্যতা পরীক্ষা করা, সত্যতা যাচাইয়ের জন্য উচ্চমানের তথ্য সংগ্রহ করা এবং ব্যবহারকারীদের জন্য একটি সুরক্ষিত অভিজ্ঞতা প্রদান করা। ফেসবুক ব্লু ব্যাচ ব্যবহারকারীদের পেজের সাথে সম্পর্কিত তথ্য সঠিক এবং বিশ্বস্ত হলে ব্যবহারকারীদের একটি নিরাপদ এবং সুরক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *