ব্যাংক ফি/চার্জ/কমিশন গ্রহনের নির্দেশনা ২০২৩ । চার্জ বা ফি পরিবর্তনে গ্রাহককে এক মাস পূর্বে নোটিশ প্রদান করতে হবে
নতুন নির্দেশনা আসলেই গ্রাহকের উপর ফি, চার্জ ও কমিশন চাপিয়ে দেয়া যাবে না – ১ মাস আগেই জানাতে হবে – ব্যাংক ফি/চার্জ/কমিশন গ্রহনের নির্দেশনা ২০২৩
গ্রাহক যদি চান পূর্বের শর্তেই সম্পূর্ণ দায় পরিশোধ করতে পারেন– আর্থিক প্রতিষ্ঠানের ঋণ/লিজ/বিনিয়োগের সুদ/মুনাফার হার পরিবর্তনে গ্রাহককে নোটিশ প্রদান এবং বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে আরোপিত ফি/চার্জ/কমিশন এর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। সার্কুলারের ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী ঋণচুক্তির শর্তানুসারে সুদ/মুনাফার হার পুনঃনির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিলে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ/লিজের সুদ বা মুনাফার হার বৃদ্ধির যৌক্তিকতা উল্লেখপূর্বক গ্রাহককে এক মাস পূর্বে নোটিশ প্রদান এবং তা সংশ্লিষ্ট গ্রাহক কর্তৃক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।
এরূপ সুদ বা মুনাফার হার বৃদ্ধির ফলে যদি কোন গ্রাহক সুদ বা মুনাফা বৃদ্ধির তারিখ হতে এক মাসের মধ্যে কোন ঋণ বা বিনিয়োগের অর্থ পরিশোধের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটাতে চান তবে কোন মেয়াদপূর্তি পূর্ব পরিশোধ ফি আদায় করা যাবে না মর্মেও নির্দেশনা রয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় আর্থিক প্রতিষ্ঠান ডিএফআইএম সার্কুলার লেটার নং-০১/২০১৮ এর বিধান অনুযায়ী সুদ/মুনাফার হার পুনঃনির্ধারণের ক্ষেত্রে গ্রাহকের নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করছে না। তাছাড়া প্রায়শই পরিলক্ষিত হচ্ছে যে, ঋণচুক্তির তফসিল মোতাবেক সর্বশেষ কিস্তি পরিশোধের পর গ্রাহক জানতে পারছেন তাঁর ঋণটি সম্পূর্ণ পরিশোধ/সমন্বয় হয়নি।
নতুন আইন প্রয়োগের ক্ষেত্রে গ্রাহককে জানাতে হবে / আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আরোপিত ফি/চার্জ/কমিশন বিধি পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের নতুন চার্জ ফি ও কমিশন গ্রাহকের উপর চাপিয়ে দেওয়া পূর্বে অবহিত করতে হবে
Caption: Bangladesh Bank New Circulars 2023
বাংলাদেশ ব্যাংক সার্কুলার সংশোধনী । ডিএফআইএম সার্কুলার নং-০১/২০১৮ এর ৪ নং নির্দেশনাটি নিম্নরূপে প্রতিস্থাপন করা হয়েছে
- (ক) গ্রাহক কর্তৃক মেয়াদপূর্তির পূর্বে ঋণ/লিজ/বিনিয়োগের অর্থ পরিশোধের ক্ষেত্রে ঋণ/লিজ/বিনিয়োগের বকেয়া স্থিতির উপর সর্বোচ্চ ১% হারে মেয়াদপূর্তি পূর্ব পরিশোধ ফি (Early Settlement Fee) আদায় করা যাবে। তবে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (CMS) উদ্যোগ খাতে প্রদত্ত ঋণ মেয়াদপূর্তি পূর্ব সমন্বয়ের ক্ষেত্রে এরূপ ফি আদায় করা যাবে না ।
- (খ) গ্রাহকের সাথে সম্পাদিত ঋণচুক্তির আওতায় সুদ/মুনাফার হার ডিএফআইএম সার্কুলার নং-০৬/২০২২ এর মাধ্যমে নির্ধারিত সীমার মধ্যে পুনঃনির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিলে ঋণ/লিজ/বিনিয়োগের সুদ বা মুনাফার হার পরিবর্তনের যৌক্তিকতা উল্লেখপূর্বক ন্যূনতম এক মাস পূর্বে ঋণের নথিতে সংরক্ষিত সর্বশেষ হালনাগাদ যোগাযোগের ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে গ্রাহককে নোটিশ প্রদান করতে হবে এবং গ্রাহকের নোটিশ প্রাপ্তির প্রমাণক সংশ্লিষ্ট ঋণ নথিতে সংরক্ষণ করতে হবে।
- (গ) ঋণচুক্তির আওতায় সুদ/মুনাফার হার হ্রাস/বৃদ্ধির কারণে প্রদেয় সংকুচিত/অতিরিক্ত অর্থ পরবর্তী কিস্তিসমূহের সাথে সমহারে সমন্বয় করতে হবে এবং গ্রাহককে নতুন পরিশোধসূচী প্রদান করতে হবে।
- (ঘ) সুদ বা মুনাফার হার হ্রাস/বৃদ্ধির কারণে যদি কোন গ্রাহক সুদ বা মুনাফার হার পুনঃনির্ধারণের তারিখ হতে ০১ (এক) মাসের মধ্যে কোন ঋণ/লিজ/বিনিয়োগের অর্থ সম্পূর্ণ পরিশোধের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটাতে চান সেক্ষেত্রে কোন মেয়াদপূর্তি পূর্ব পরিশোধ ফি (Early Settlement Fee) আদায় করা যাবে না ৷
- (ঙ) ডিএফআইএম সার্কুলার নং-০১/২০১৮ এ বর্ণিত অন্যান্য নির্দেশনাসমূহ অপরিবর্তিত থাকবে।আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।
ঋণ গ্রহণের পূর্বের ফি অনুসরণ করতে হবে?
প্রতিষ্ঠান কর্তৃক সুদ/মুনাফার হার পরিবর্তনের কারণে গ্রাহককে অতিরিক্ত কিস্তি/ঋণের দায় পরিশোধ করতে হবে। এতে গ্রাহক বিভ্রান্ত হচ্ছেন এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে এরূপ অভিযোগ নিষ্পত্তিতে ব্যর্থ হয়ে বাংলাদেশ ব্যাংকের দারস্থ হচ্ছেন, যা অনভিপ্রেত। এছাড়াও বিদ্যমান মেয়াদপূর্তি পূর্ব পরিশোধ ফি (Early Settlement Fee) এর হার যৌক্তিকীকরণের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়েছে।
আমার ভোটার কার্ড জন্মস্থান বগুড়াতে কিন্তু আমি কর্ম এবং চাকরি ব্যবসার সকল সূত্রে পরিবারসহ সাক্ষী হয়ে থাকে এই কারণে আমাকে কোন প্রতিষ্ঠান বা ব্যাংক লোন দিচ্ছে না এটা কি কোন যৌক্তিকতা কারণ হতে পারে আমি সহজে কিভাবে কোন প্রতিষ্ঠান থেকে লোন পেতে পারি মাত্র 50 হাজার থেকে 1 লক্ষ টাকা
এ অল্প টাকা লোন আপনি আপনার স্যালারি স্টেটমেন্ট দেখিয়ে যে ব্যাংকে বেতন ঢোকে সেখান থেকে পেতে পারেন। এতে আপনি ভোটার যেখানেরই হউন না কেন তাতে কোন সমস্যা হওয়ার কথা নয়।
আমরা প্রবাসী কি দীর্ঘ মেয়াদি লোন তুলতে পারব?
আমরা কীভাবে তুলব
পারবেন। ব্যাংকে যোগাযোগ করুন। ভাল হয় প্রবাসী কল্যাণ ব্যাংক হতে লোন নেয়া। আপনার পরিবার বা স্ত্রী গেলেই হবে।