জাতীয় পরিচয়পত্র

ভোটার আইডি কার্ডের ছবি । জাতীয় পরিচয়পত্রে ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম ২০২২

জাতীয় পরিচয়পত্রের ছবিতে আপনাকে চেনাই যাচ্ছে না? – এনআইডি’র ছবির মান খুব খারাপ? –
Nid ছবি পরিবর্তন নিয়ম ২০২২

ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন পদ্ধতি ২০২২ – ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ২ নং সংশোধনী ফরম পূরণ করে আবেদন দাখিল করতে হবে। ভোটার আইডি কার্ড সংশোধন ফরম অফিস থেকে সরবরাহ করা হয়। আবেদন দাখিল করার পূর্বে ভোটার আইডি কার্ড সংশোধন ফি হিসাব করে বিকাশ/রকেট এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

জাতীয় পরিচয়পত্রে প্রায় সকলেরই যে ছবি দেয়া আছে তা খুবই অস্পষ্ট। কারো কারো ছবিতো চেনাই যায়না। আবার অনেকের স্বাক্ষর সাদামাটা যা পরিবর্তন করতে চান। NID তে ছবি ও স্বাক্ষর আপনি পরিবর্তন করতে পারবেন। তবে ছবি ও স্বাক্ষর পরিবর্তন কিন্তু অনলাইনে করা যাবেনা। এটি আপনাকে ম‍্যানুয়ালি করতে হবে। NID বা জাতীয় পরিচয়পত্রে স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম ২০২২

স্বাক্ষর বা ছবি পরিবর্তনে করণীয়? জাতীয় পরিচয়পত্রে ছবি/স্বাক্ষর পরিবর্তন করতে প্রথমে অনলাইন থেকে বা নির্বাচন অফিস থেকে ফরম-2 সংগ্রহ করতে হবে। এবার ফরম-2 এ সকল তথ‍্য সঠিকভাবে পূরণ করতে হবে। ফরম পূরণ করা হয়ে গেলে ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। সাথে 230 টাকা ফি প্রদানের রিসিট যুক্ত করে নির্বাচন অফিসে জমা দিতে হবে। নির্বাচন অফিসে আপনার আবেদন জমা হলে তারা তারা যাচাই বাছাই করে ছবি তোলার জন‍্য আপনাকে ডাকবে। আপনি নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে ছবি তুলে আসবেন।  NID Card Download by Form Number । নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়েই দেখুন।

জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর বা ছবি পরিবর্তন করার নিয়ম ২০২২ / ছবি বা স্বাক্ষর আপনাকে গিয়েই দিতে হবে ঘরে বসে সম্ভব না।

ভোটার আইডি কার্ডের ছবি এতটাই খারাপ হয়েছে যে তা বলার ভাষা রাখে না। তবে ভোটার আইডি কার্ডের ছবি যতই অসুন্দর হওক না কেন, তাতে কিন্তু কোন কাজ আটকে থাকে না।

ভোটার আইডি কার্ডের ছবি, Nid ছবি পরিবর্তন, ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন, ভোটার আইডি কার্ডের ছবি তোলার নিয়ম, আইডি কার্ডের ঠিকানা সংশোধন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিশেষ সুযোগ, স্মার্ট কার্ড সংশোধন করার নিয়ম ২০২২, জাতীয় পরিচয়পত্র নম্বর ফর্ম নম্বর জন্মতারিখ ভুল দিয়েছেন,

সময়ের সাথে সাথে আপনি এবং আপনার স্বাক্ষর পরিবর্তন হয়েছে তাই এটি পরিবর্তন করে নিন

জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবো ও কি কি কাগজপত্র লাগবে:

  • আপনি যে এলাকার ভোটার সেই এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন ফরম-2 সংগ্রহ করতে হবে। ফরম ডাউনলোড
  • আপনাকে সরাসরি উপস্থিত হয়ে ছবি তুলতে হবে।
  • ছবি/স্বাক্ষর পরিবর্তনের জন‍্য 230 টাকা ফি লাগবে। যা বিকাশের মাধ্যমেও দেয়া যায়।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  •  ছবি/স্বাক্ষর প্রমাণের জন‍্য পাসপোর্টের ফটোকপি / ড্রাইভিং লাইসেন্স / ব‍্যাংকের কাগজপত্র ইত্যাদি।

ভোটার হালনাগাদ কালে কি ছবি বা স্বাক্ষর পবিরর্তন করা যাচ্ছে?

হ্যাঁ যাচ্ছে। এখন নির্বাচন কমিশন অফিস আপনার ছবি ও স্বাক্ষর পরিবর্তনের কাজ শেষ হলে আপনাকে আবার ডাকবে। আপনার পরিবর্তিত জাতীয় পরিচয়পত্র আনার জন‍্য। নির্দিষ্ট সময়ে গিয়ে নিয়ে আসুন আপনার নতুন পরিবর্তিত জাতীয় পরিচয়পত্রটি। ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার নিয়ম ২০২২

বি:দ্র: দালাল ধরে কাজ করতে যাবেন না। নিজের কাজ নিজেই করুন। যে কাজগুলো অনলাইনে করা যায় সেটি অনলাইনেই করুন।

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

One thought on “ভোটার আইডি কার্ডের ছবি । জাতীয় পরিচয়পত্রে ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *