সোনালী এজেন্ট ব্যাংকিং ২০২৩ । মাত্র ৫০০ টাকায় সঞ্চয়ী হিসাব খোলা যাবে
সোনালী ব্যাংক ব্যাংকিং সেবা হাতের কাছে নিতে সোনালী এজেন্ট ব্যাংকিং চালু করেছে সারা দেশেই – ১২০০শ প্লাস ব্যাংক ব্রাঞ্চের পাশাপাশি কাজ করবে সোনালী এজেন্ট ব্যাংকিং- সোনালী এজেন্ট ব্যাংকিং ২০২৩
সোনালী এজেন্ট ব্যাংকিং একটি মডেল যা একটি সংস্থা বা ব্যক্তি দ্বারা নির্ধারিত হিসাবে একটি সেবা প্রদান করে। এই সেবা দেশের প্রায় সকল এলাকায় উন্নয়নশীল হতে সহায়তা করে। একটি সোনালী এজেন্ট ব্যাংক অনুমোদিত একটি স্থান যা একটি কোম্পানি দ্বারা পরিচালিত হয় এবং জনগণের সেবার জন্য অন্যতম ব্যবহার করা হয়।
এজেন্টের মাধ্যমেই কি হিসাব খোলা যাবে? – হিসাব খুলতে আগ্রহী গ্রাহককে তার জাতীয় পরিচয়পত্র, ০২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, মোবাইল ফোন, নমিনীর জাতীয় পরিচয় পত্র ও নমিনীর এক কপি ছবি নিয়ে স্ব-শরীরে আউটলেটে আসতে হবে ।হিসাব খোলার সময় কমপক্ষে সঞ্চয়ী হিসাবঃ ৫০০/- (পাঁচশত) টাকা, চলিতি হিসাবঃ ১০০০ (এক হাজার) টাকা চলতি হিসাব প্রতিষ্ঠানঃ ৫০০০ (পাঁচ হাজার) টাকা স্কিম হিসাবঃ ০১ (এক) কিস্তি সম পরিমাণ টাকা জমা করতে হবে।
সোনালী এজেন্ট ব্যাংক আউটলেট থেকে গোপন নাম্বার (পিন) ভিত্তিক রেমিট্যান্স/প্রবাসীদের পাঠানো টাকা উত্তোলন করা যায়। স্কুল ব্যাংকিং (ছাত্র/ছাত্রীদের) হিসাব খোলা এবং পরিচালনা করা যায়। সরকারী কর্মকর্তা/কর্মচারীদের EFT এর মাধ্যমে বেতন জমা ও উত্তোলন করা যায়। যে কোন ব্যাংকের চেয়ে স্বল্প খরচে অন্য হিসাবে টাকা পাঠানো বা স্থানান্তর করা যায় ।
নিজে গিয়ে ব্যাংক হিসাব খুলতে হবে/ মোবাইল ব্যাংকিং এর মত ব্যাংকিং সেবা এখন হাতের কাছেই
সম্পদ বিনিময় এবং পরিবহন সেবাগুলি শাখার বাইরে সরবরাহ করা হয় এবং মূলত স্থানীয় ব্যবসায়িক ব্যবসায় এবং কৃষিজমি প্রকল্পের জন্য ব্যবহৃত হয়। সোনালী এজেন্ট ব্যাংক কর্তৃপক্ষ হিসাবে কাজ করে এবং ব্যবসা করে আয় উপার্জন করে।
Caption: Source of Information
সোনালী এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ২০২৩ । এজেন্ট আউটলেটের সুবিধা সমূহ দেখে নিন
- যে কোন এজেন্ট আউটলেটে খোলা সোনালী এজেন্ট ব্যাংকিং হিসাব (সঞ্চয়ী ও চলতি হিসাব) থেকে টাকা উত্তোলণ করা যায়।
- সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখায় হিসাব এবং যেকোন সোনালী এজেন্ট ব্যাংকিং হিসাব (সঞ্চয়ী) ও চলতি হিসাব ও বিভিন্ন স্কিম হিসাব/ডিপিএস এ টাকা জমা ও স্থানান্তর করা যায়।
- সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখার পরিচালিত ঋণ হিসাব কিস্তির টাকা জমা দেয়া যায় ।
- সোনালী সেবা, সেনালী ই-সেবা ইত্যাদির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ফি/চার্জ ইত্যাদি জমা দেয়া যায়।
- বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ করা যায় যথাঃ বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, ওয়াসা বিল ইত্যাদি ।
- সোনালী এজেন্ট ব্যাংকিং সঞ্চয়ী ও চলতি এবং এসএনডি হিসাবের জমাকৃত চেক, পেমেন্ট অর্ডার ও ডিমান্ডড্রাফট তত্ত্বাবধান শাখা কর্তৃক যথা নিয়মে পরিশোধ করা যায়।
- সোনালী এজেন্ট ব্যাংকিং সঞ্চয়ী, চলতি এসএনডি হিসাবের বিপরীতে সংশ্লিষ্ট শাখা কর্তৃক শুধুমাত্র চেকদ্বারা লেনদেনে আগ্রহী সোনালী এজেন্ট ব্যাংকিং হিসাবধারীদের অনুকূলে ব্যাংকের প্রচলিত নিয়মে চেক বই ইস্যু বা প্রদান করা হয় ।
- BEFTN Outward Transcation করতে আগ্রহী এজেন্ট ব্যাংকিং হিসাবধারীগণ নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে তার হিসাব থেকে অন্য ব্যাংকের হিসাবে তহবিল স্থানান্তর করতে পারবেন ।
- সোনালী ব্যাংক লিমিটেড এর জনপ্রিয় মোবাইল অ্যাপ সোনালী-ই ওয়ালেট ব্যবহার করে সোনালী এজেন্ট ব্যাংকিং হিসাব পরিচালনা করা যাবে ।
এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে কি কি ফি পরিশোধ করা যায়?
শিক্ষা সংক্রান্ত ফি পরিশোধ করা যায় । ট্রাভেল ট্যাক্স, ইনকামট্যাক্স, ভ্যাট, অনলাইন কাস্টমবন্ড, পুলিশ ক্লিয়ারেন্স ফি, পাসপোর্ট, ভিসা ফি ইত্যাদি পরিশোধ করা যায় । BHBFC এর ঋণের কিস্তি পরিশোধ করা যায় ।
Ami ki Visa card India us korte parbo
না। কার্ড ব্যাংক হতেই সংগ্রহ করতে হবে।