ব্যাংক সার্ভিস চার্জ । Bank Charges

সোনালী ব্যাংক চার্জ ২০২৩ । জমার উপর ভিত্তি করে ৬ মাস পর পর চার্জ কর্তন করা হয়

ছয় মাস অন্তর অন্তর প্রতিটি ব্যাংক গ্রাহকের একাউন্ট হতে চার্জ কর্তন করে থাকে – মাত্র ২৫ হাজার টাকার বেশি জমা থাকলে ২০০+২০০ = বছরে ৪০০ টাকা কর্তন – সোনালী ব্যাংক চার্জ ২০২৩

Sonali Bank Charges 2023 – Bangladesh Bank urges to cut or charge account by two time in a year. You are all charges by bank without no sms. Not Only sonali Bank, All bank charges two time in a year on the basis on deposit on Bank Balance.

১০ হাজার থেকে মাত্র ২ লক্ষ টাকা ব্যাংকে জমা থাকলে ছয়মাস পর পর হিসাব হতে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কর্তন করা যেতে পারে। যদিও ব্যাংক ডিপোজিটের উপর সর্বোচ্চ ২-৩% মুনাফা দিয়ে থাকে। আমরা যদি বেসরকারি ব্যাংক মিউচুয়াল ফান্ড-কে দেখি তবে দেখা যায় যে, ১.২৫% থেকে ২% সুদ প্রদান করা হয়।

আবগারি শুল্ক – প্রতি বছর ডিসেম্বর মাসে ব্যাংকগুলো জাতীয় রাজস্ব বোর্ডের হয়ে Excise Duty বা আবগারি শুল্ক কর্তন করে থাকেন। আবগারি শুল্ক রাষ্ট্রের আয়ের একটি উৎস। আবগারি শুভ (Excise Duty) বিষয়ক নির্দেশনা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নির্দেশনা মােতাবেক বাংলাদেশের সকল ব্যাংক তাদের গ্রাহক হতে আবগারি শুরু কাটতে বাধ্য। যা প্রতি বছরের ডিসেম্বর মাসে কর্তন করা হয়। আবগারি শুল্ক ১৫০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত কর্তন করা হয়ে থাকে। Excise Duty Rate 2022 । আবগারি শুল্ক কর্তনের হার ২০২৩

ব্যাংকে জমা টাকার উপর ৬ মাস অন্তর চার্জ করা হয় / All Bank charges for deposit after six months

দেশের সকল ব্যাংকের ক্ষেত্রে আপনার “সেভিংস একাউন্টে” টাকা জমার উপর ভিত্তি করে বছরে একবার সরকার কর্তৃক কর্তন করা হয়।

Caption: Excise duty will be charge by once if you deposit Above amount at once or one time only.

ব্যাংক চার্জ ২০২৩ । বাংলাদেশের সকল হিসাব হতে অন্যান্য যা কর্তন হয়

(১) স্থিতি নিশ্চিতকরণ সনদ ফি (Balance Confirmation Certificate Fee): ষান্মাসিক ও বাৎসরিক ভিত্তিতে অর্থাৎ বছরে দু’বার ব্যাংকের আমানত ও ঋণ হিসাবধারী প্রত্যেক গ্রাহককে হিসারের স্তিতি নিশ্চিতকরণ সনদ (হিসাব বিবরণীসহ) প্রদানের জন্য কোন চার্জ/ ফি আদায় করা যাবে না। তবে, গ্রাহককে দু’বারের বেশি এ সনদ (হিসাব বিবরণীসহ) গ্রহন করতে হলে সে ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ১০০ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে।

(২) স্বচ্ছতা সনদ (Solvency Certificate): স্বচ্ছলতা সনদ প্রদানের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ২০০ টাকা চার্জ / ফি আদায় করা যাবে।

(৩) চেক ফেরতের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০ টাকা চার্জ আদায় করা যাবে।

(৪) বিও সনদ (Benificiary Owner’s Certificate) : বিও একাউন্ট (Beneficiary Owner’s Account) খোলার ক্ষেত্রে বিও সনদ প্রদানের চার্জ সর্বোচ্চ ১০০ টাকা আদায় করা যাবে।

(৫) অর্থ প্রদান নির্দেশনা স্থগিতকরণ (Stop Payment Instrument): গ্রাহক কর্তৃক হিসাব/ চেকে প্রদত্ত অর্থ প্রদান নির্দেশনা (Payment Instrument) স্থগিতকরণ চার্জ প্রতিবার অনুরোধের সর্বোচ্চ ৫০ টাকা আদায় করা যাবে।

(৬) পে অর্ডার (PO) ইস্যুর ক্ষেত্রে অনধিক ১০০০ টাকা সর্বোচ্চ ২০ টাকা, ১০০১ হতে অনধিক ১০০,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০ টাকা এবং ১০০০০০ টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে। পে-অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০ টাকা চার্জ /ফি আদায় করা যাবে।

(৭) ডিমান্ড ড্রাফট (DD), টেলিগ্রাফিক ট্রান্সফার (TT), মেইল ট্রান্সফার (MT) প্রভূতি ইন্সুট্রুমেন্ট ইস্যুর ক্ষেত্রে অনধিক ১০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা, ১০০১ হতে অনধিক ১০০০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০ টাকা, ১০০০০১ টাকা হতে অনধিক ৫০০০০০ টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে। ইন্সট্রুমেন্টসমূহ বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে।

ব্যাংকে ৫ কোটি টাকা থাকলে আবগারি শুল্ক কত কাটবে?

বাৎসরিক আবগারি শুল্ক চার্জ – অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য বৃহস্পতিবার যে বাজেট সংসদে উপস্থাপন করেছেন, তাতে এই শুল্ক ১০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ৫ কোটি টাকার ব্যাংক আমানতে আবগারি শুল্ক হচ্ছে ৪০ হাজার টাকা। বছরের যে কোনো সময় কোনো ব্যাংক হিসাবে অর্থের পরিমাণ ৫ কোটি টাকা স্পর্শ করলেই এই আবগারি শুল্ক কেটে নেওয়া হয়।

https://bdservicerules.info/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%AB%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *