অনেকদিন ধরে টিআইএন খুলেছেন? – আপনি হয়তো প্রাইভেট জব করেন। TIN খুলেছি ২০১৬ বা ১৭ সালে। রিটার্ন কখনই জমা দেইনি। ২ টা ব্যাংক একাউন্ট, শেয়ার মার্কেটের বিও একাউন্ট, মিলনিয়ার স্কীমের ডিপিএস ও জীবন বীমায় ২০১৫ সাল থেকে TIN ব্যবহার করছেন। এবার আপনি ফার্স্ট রিটার্ন জমা দিতে আগ্রহী হয়েছেন। তাহলে কিন্তু রিটার্ণ জমা দিতে পারেন।

প্রশ্ন হচ্ছে ২০২১-২২ অর্থবছরের আয়, ব্যয় ও ইনভেস্টমেন্ট এর হিসাব দিলেই হবে নাকি ২০১৫ সাল থেকে সব হিসাব দিতে হবে? হ্যাঁ রিটার্ণ জমা দেওয়ার সময় সব হিসাব আপনাকে দিতে হবে। আপনি কোন কিছু লুকাবেন না সমস্ত হিসাবপত্রই উল্লেখ করতে হবে। যা সম্পদ আছে আপনার সবই তুলে ধরবেন।

আয়কর জমা দেয়ার ক্ষেত্রে পূর্বে রির্টান সাবমিট না করার কারণে যে জরিমানা ছিল এই বার রির্টান সাবমিট করলে সরকার তা মওকুফ করে দিবে, আপনি এই বছরে আপনার পূর্বের সকল সম্পত্তি এবং দায় আপনার রির্টান ফাইলে দেখাতে পারবেন। এই ক্ষেত্রে কোন একজন আয়কর বিশেষজ্ঞের সহায়তা নিলে আপনার জন্য ভাল হবে।

প্রথমে আপনি আয়কর হিসাব করবেন / আয়কর নির্ণয় করতে হবে

আয়কর নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাধান্য পাবে সে বিষয়গুলো ভাল করে স্টাডি করবেন

আয়কর নির্ণয় করতে হবে

প্রদেয় আয়কর হিসাব ২০২২

নিম্নোক্ত ক্ষেত্রে আয়কর নিবন্ধন প্রয়োজন । রিটার্ণ জমার প্রমানক লাগবে

  • আমদানীর উদ্দেশ্যে ঋণপত্র খোলার সময়;
  • আমদানী রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আবেদননের সময়;
  • করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়;
  • চুক্তি কার্যকর, পণ্য সরবরাহ বা সেবা প্রদানের লক্ষ্যে দরপত্র দাখিলের সময়;
  • কোম্পানী আইন, ১৯৯৪-এর আওতায় নিবন্ধনকৃত কোন ক্লাবের সদস্য হবার জন্য আবেদন দাখিল করার সময়;
  • সাধারণ বীমার সার্ভেয়ার হিসেবে তালিকাভূক্তি বা লাইসেন্স প্রাপ্তি বা নবায়নের সময়;
  • কোন সিটি কর্পোরেশন বা জেলা সদরের কোন পৌরসভা এলাকায় অবস্থিত ভূমি, ভবন বা এপার্টমেন্টর চুক্তি মূল্য যদি এক লক্ষ টাকার উর্ধ্বে হয়, সেই ক্ষেত্রে ঐ ভূমি, ভবন বা ফ্লাট ক্রয়ের রেজিস্ট্রেশনের সময়।
  • সিটি কর্পোরেশন এলাকার মধ্যে অবস্থিত কোন ভূমি, ভবন বা কোন এপার্টমেন্টর ক্রেতা বাংলাদেশের অনিবাসী বাংলাদেশী হইলে তার ক্রয়ের রেজিষ্ট্রেশনের সময় (f) এর বিধান কার্যকর হইবে না;
  • কার, জিপ বা মাইক্রোবাসের মালিকানা পরিবর্তন কিংবা ফিটনেস রেজিষ্ট্রেশন নবায়নের সময়;
  • কোন বানিজ্যিক ব্যাংক বা লিজিং কোম্পানী কর্তৃক কোন ব্যক্তিকে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ঋণ বরাদ্দ দানকালে;
    ক্রেডিট কার্ড ইস্যুর সময়;
  • ডাক্তার, চার্টার্ড একাউনন্ট্যান্ট, কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনন্ট্যান্ট, আইনজীবি বা আয়কর পেশাজীবির পেশাদারী লাইসেন্স অনুমোদনের সময়;
  • কোন কোম্পানীর ডাইরেক্টর বা কোন কোম্পানীর স্পসর শেয়ার হোল্ডার হওয়ার সময়;
  • বাংলাদেশের নাগরিক নয় এমন অনিবাসীর ক্ষেত্রে (k) এর বিধান কার্যকর হইবে না;
  • মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪ এর আওতায় নিকাহ রেজিষ্ট্রোরের লাইসেন্স প্রদানের সময়। তবে শর্ত থাকে যে, যে ব্যক্তি ইতোমধ্যে নিকাহ রেজিষ্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তার ক্ষেত্রে অত্র বিধান কার্যকর হওয়ার
  • তিন মাসের মধ্যে টি, আই.এন সনদ সংগ্রহ করিতে হইবে;
  • কোন বানিজ্য সংস্থার মেম্বারশিপ নবায়নে বা মেম্বারশিপ আবেদনকালে;
    গৃহসম্পত্তি নির্মাণের নিমিত্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ), খুলনা ডেভেলপমেন্ট অথরিটি (কেডিও) এবং রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি(আরডিএ) হতে অনুমোদন পাওয়ার উদ্দেশ্যে প্লান জমা প্রদানের সময়;
  • ড্রাগ লাইসেন্স ইস্যু করণের সময়;
  • সিটি কর্পোরেশন, পৌর সভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিতে গ্যাস সংযোগের আবেদনের সময়;
  • সিটি কর্পোরেশন, পৌর সভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মধ্যে বানিজ্যিক ভিত্তিত বিদ্যুৎ সংযোগের আবেদনের সময়;
  • ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইমমোভারস, লরী ইত্যাদি রেজিষ্ট্রেসনে, মালিকানা পরিবর্তন, ফিটনেস নবায়নের সময় এবং প্লেইং ফর হায়ারের সময়;  আয়কর নিবন্ধন কি? আয়করের জন্য নিবন্ধন প্রয়োজন কেন?

এতদিন রিটার্ণ জমা দেইনি তার জন্য অডিট আপত্তি উত্থাপিত হবে কি?

৩০শে জুন ২০২২ তারিখে প্রতিটি ইনভেস্টমেন্ট এর ব্যালেন্স দিয়ে রিটার্ন তৈরি করবেন। ২০২১-২০২২ অর্থ বছরে যে আয় হয়েছে তা দেখাবেন। আয় থেকে পারিবারিক খরচ বাদ দিয়ে যে ব্যালেন্স থাকবে তার থেকে ইনভেস্টমেন্ট বাদ দিয়ে অন্যান্য প্রাপ্তি এর ঘরে লিখবেন। এই ব্যালেন্স যদি অস্বাভাবিক বেশি হয় তবে বৎসর অনুযায়ী ডকুমেন্ট সহ ব্যাখ্যা দিতে হবে। মনে রাখবেন বিগত বৎসর সমুহে যদি কর যোগ্য আয় থেকে থাকে তাহলে রিটার্ন জমা না দেয়ার জন্য ডিসিটি নোটিস করতে পারে। অডিট আপত্তিও উত্থাপিত হতে পারে।