এনআইডি সংশোধন ফি ২০২২ । অনলাইনে জেনে নিন জাতীয় পরিচয়পত্র সংশোধনীর জন‍্য নির্ধারিত ফি কত?

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি ১১৫ টাকা। ভোটার আইডি কার্ডসংশোধন ফি বিকাশ, রকেট, ওকে ওয়ালেট ও টি ক্যাশ-এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যায়।

ব্যাংক চালানের মাধ্যমে আইডি কার্ড সংশোধন ফি পরিশোধ করতে হয় না – জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম– NID Correction Fee 2022

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি ২০২২ –হারানো বা নষ্ট হওয়ার কারণে নূতন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি-জাতীয় পরিচয়পত্র নম্বর বা ভোটার নম্বর উল্লেখ করে যে কোন থানায় জিডি করতে হবে এবং জিডির মূল কপি সংযুক্ত করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। প্রথমবার আবেদনের ক্ষেত্রে ২০০-৩০০ টাকা ফি গুনতে হবে। নির্ধারিত ফি পরিশোধের ৩০ মিনিট পর থেকে তথ্য সম্পাদন শুরু করা যাবে। NID Correction and Re-issue Fee Calculator 2022 । জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধণ ও রিইস্যু ফি হিসাব করুন

আমাদের জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন রকমের ভুল পরিলক্ষিত হয়। এসব ভুল সংশোধন করা খুবই জরুরী। তাই কাল বিলম্ব না করে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে ফেলুন। জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে। তবে ভিন্ন ভিন্ন সংশোধনীর জন‍্য আপনাকে ভিন্ন ভিন্ন ফি প্রদান করতে হবে। আসুন অনলাইন থেকে জেনে নেই কোন সংশোধনীর জন‍্য কত টাকা ফি প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২ । আগামী জানুয়ারি মাসে বিনা ফিতে

“জাতীয় পরিচয়পত্র সংশোধনীর জন‍্য কত টাকা ফি” প্রদান করতে হবে তা জানতে প্রথমেই আপনাকে Google এ যেতে হবে। Google এ আপনি NID Fee লিখে সার্চ দিলে আপনি নির্বাচন কমিশনের Web Site টি পাবেন। ঐ Web Site টিতে গেলে দেখবেন একদম উপরে দেখতে পারছেন :

  • হোম,
  • ফিস,
  • ভোটার তথ‍্য ও
  • ডাউনলোড

আপনি যেহেতু ফিস দেখবেন তাহলে ফিস এ ক্লিক করুন। এবার আপনি ফি হিসাব করুন লেখাটি দেখতে পাবেন।

NID Correction Fees 2022 / এনআইডি’র সংশোধন ফি ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

শুধু নাম সংশোধন এক রকম ফি এবং অন্যান্য তথ্য সহ সংশোধন আরও অধিক ফি পরিশোধ করতে হবে।

কার্ডের তথ্য পরিবর্তন অথবা সংশোধন অথবা কার্ড রিইস্যু ফি হিসাব করুন

কার্ডের তথ্য পরিবর্তন অথবা সংশোধন অথবা কার্ড রিইস্যু ফি হিসাব করুন

এনআইডি’র কি কি অনলাইনে সংশোধন করা যায়? এখানে আপনাকে প্রথমে আপনার NID নাম্বারটি দিতে হবে। এখন দেখেন নিচে দুটি অপসন রয়েছে।

  • আবেদনের ধরন- বিতরণের ধরন
  • আপনি আবেদনের ধরনে ক্লিক করলে পাবেন
  • জাতীয় পরিচয়পত্র সংশোধন
  • অন‍্যান‍্য তথ্য সংশোধন
  • জাতীয় পরিচয়পত্র সংশোধন ও অন‍্যান‍্য তথ্য সংশোধন
  • রিইস‍্যু
  • আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন সিলেক্ট করুন
  • এবার বিতরণের ধরনে ক্লিক করলে আপনি পাবেন
  • সাধারণ
  • সাধারণ স্মার্ট কার্ড
  • আপনি সাধারণ সিলেক্ট করুন।
  • এর নিচে দেখবেন একটি ক‍্যাপছা রয়েছে। ক‍্যাপছাটি লিখে দিন। এবার হিসাব করুন এ ক্লিক করলেই আপনি জানতে পারবেন জাতীয় সংশোধন ফি কত। কেননা স্কিনে উপরে দেখেন লেখা আছে জাতীয় পরিচয়পত্র সংশোধনীর সাধারণ ডেলেভারী ফি 230 টাকা।
  • অন‍্যান‍্য তথ‍্য সংশোধন করতে আপনার লাগবে 115 টাকা।
  • আপনি যদি জাতীয় ও অন‍্যান‍্য তথ্য সংশোধন করতে চান তাহলে আপনার লাগবে 345 টাকা।

বিকাশে কি এনআইডি সংশোধন ফি পরিশোধ করা যায়?

হ্যাঁ যাবে–এভাবে খুব সহজেই আপনি অনলাইন থেকে জানতে পারেন কোন সংশোধনীর জন‍্য কত টাকা ফি প্রদান করতে হয়। আর মনে রাখবেন এই ফি কিন্তু আপনি বিকাশ, নগদ ও রকেটের মাধ‍্যমেই পরিশোধ করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২

admin

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest