এশিয়া কাপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হচ্ছে – আপনি “এশিয়া কাপ ২০২৩” লিখে যে কোন ব্রাউজারে সার্চ করলে বা গুগল করলেই এশিয়া কাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। গুগল স্নিপিট এ স্কোর বোর্ডে সব তথ্য দেখাবে। আগামীকাল কার কার খেলা ও এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে বিস্তারিত তথ্য দেখা যাবে।

২০২৩ এশিয়া কাপ, পৃষ্ঠপোষকতাজনিত কারণে যেটি দুবাই পোর্ট ওয়ার্ল্ড এশিয়া কাপ নামে পরিচিত, একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি পুরুষ এশিয়া কাপের পঞ্চদশ আসর হিসেবে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক হিসেবে খেলা হচ্ছে। মেইন্সজ এশিয়া কাপ ২০২৩ সিডিউল

গুগল সার্চ রেজাল্ট থেকে দেখা যাবে এশিয়া কাপ ২০২৩ খেলার খবর, লোকেশন ও পরিসংখ্যান। আপনি কিন্তু নিউজ লিংকগুলোতে গিয়েও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। গুগল মূলত আপনাকে সুসজ্জিত তথ্য দেখায় যেখানে এশিয়া কাপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য গুছানো থাকে।

Just google with ” Asia Cup 2023″ / কোন সাইট বা টিভিতে খোজ নিতে হতে না, গুগল করেই খেলার খবর রাখুন প্রতিনিয়ত

আপনি ‘Cricbuzz‘ লিখে গুগল করে। Cricbuzz.com: Cricket live scores | Live commentaryhttps://www.cricbuzz.com এই লিংকে প্রবেশ করে তাৎক্ষনিক স্কোর জানতে পারেন। আর আপনি যদি ক্রিকেট খেলার অন্ধ ভক্ত বা একনিষ্ঠ ভক্ত হয়ে থাকে তবে সাবস্ক্রাইভ করে লাইভ খেলা দেখুন মোবাইলেই। এশিয়া কাপ ২০২৩ । মোবাইলে ক্রিকেট লাইভ খেলা দেখার উপায় ২০২৩

এশিয়া কাপ ২০২২, সময়সূচি এশিয়া কাপ ২০২২ দল, এশিয়া কাপ ২০২২ বাংলাদেশের দল, এশিয়া কাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে, এশিয়া কাপ ২০২২ সিডিউল, এশিয়া কাপ ২০২২ লাইভ, এশিয়া কাপ ২০২২ live, এশিয়া কাপ ২০২২ পাকিস্তান দল,

Caption: Asia Cup 2022 Score board by google snippet

কে কে খেলছেন বাংলাদেশ দলের হয়ে?

  1. সাকিব আল হাসান
  2. এনামুল হক বিজয়
  3. মুশফিকুর রহিম
  4. মাহমুদউল্লাহ রিয়াদ
  5. আফিফ হোসাইন ধ্রুব
  6. মোসাদ্দেক হোসাইন সৈকত
  7. শেখ মাহাদী হাসান
  8. মোহাম্মদ সাইফউদ্দিন
  9. হাসান মাহমুদ
  10. মোস্তাফিজুর রহমান
  11. সাব্বির রহমান
  12. নাসুম আহমেদ
  13. এবাদত হোসেন
  14. মেহেদী হাসান মিরাজ
  15. পারভেজ ইমন
  16. নুরুল হাসান সোহান
  17. তাসকিন আহমেদ

Bangladesh VS Afganistan Score?

Bangladesh VS Afganistan Score asia Cup 2022  – বাংলাদেশ দল প্রথমে ব্যাট করতে নেমে ২৫ রানের মাথায় ৪ উইকেট হারায়। পরবর্তীতে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৭ রান তুলতে সক্ষম হয়। পরবর্তীতে আফগানিস্তান ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ স্কোর গড়ে। আফগানিস্তান অনায়েসেই বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয়।

https://bdtimes.net/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89/