ব্যাংকিং নিউজ

বাংলাদেশ ব্যাংকের ঈদের ছুটি ২০২৩ । ঈদের পর ব্যাংক কবে খুলবে?

বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংক চালু ও বন্ধ থাকে – বাংলাদেশ ব্যাংকের ঈদের ছুটি ২০২৩

ঈদের বন্ধ কবে থেকে শুরু হবে? – পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং ঈদ পরবর্তী অফিস সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে । উপর্যুক্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর বিধি-৪ শাখা’র ১১/০৪/২০২৩ তারিখের প্রজ্ঞাপন নং-০৫.00.0000.173.08.০০৬.২৩-৬১ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী সরকার আগামী ২০ এপ্রিল ২০২৩ তারিখ, বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় আগামী ২০ এপ্রিল ২০২৩ তারিখসহ ২১, ২২ ও ২৩ এপ্রিল ২০২৩ তারিখ (মোট ০৪ দিন) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ব্যাংক খুলবে কবে? ঈদ-উল-ফিতর পরবর্তী সময়ে সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত সময়সূচি মোতাবেক আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক আগামী ২৪ এপ্রিল ২০২৩ তারিখ হতে চলমান থাকবে পূর্বের সময়সূচি মোতাবেক ব্যাংক ১০ টা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে, ৫ টা পর্যন্ত লেনদেন না হলেও অফিস কার্যক্রম চালু থাকবে।

ব্যাংক বন্ধের তালিকা ২০২৩ / ২০ তারিখ হতে ২৩ তারিখ পর্যন্ত মোট ৪ দিন বন্ধ থাকবে

বাংলাদেশ ব্যাংকও আগামী ২৪/০৪/২০২৩ তারিখ হতে ব্যাংক লেনদেন শুরু করবে।

Caption: Source of information

বাংলাদেশ ব্যাংক ছুটির তালিকা ২০২৩ । ব্যাংক যে সমস্ত দিন বন্ধ থাকবে

  1. ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস
  2. ৮ মার্চ শবে বরাত
  3. ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস
  4. ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস
  5. ১৪ এপ্রিল বাংলা নববর্ষ
  6. ১৯ এপ্রিল শবে কদর
  7. ২১ এপ্রিল জুমাতুল বিদা
  8. ২০-২৩ এপ্রিল ঈদুল ফিতর
  9. ১ মে মহান মে দিবস
  10. ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
  11. ২৮-৩০ জুন ঈদুল আজহা
  12. ১ জুলাই ব্যাংক হলিডে
  13. ২৯ জুলাই আশুরা
  14. ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
  15. ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী
  16. ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.)
  17. ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী)
  18. ১৬ ডিসেম্বর বিজয় দিবস
  19. ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং
  20. ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

বাংলাদেশে এটিএম বুথ কি সব সময় খোলা থাকে?

বাংলাদেশে এটিএম বুথ সব সময় খোলা থাকে না। এটিএম বুথ খোলা থাকা সময় ব্যবহারকারীদের সুবিধার্থে বিভিন্ন সময়সূচী অনুযায়ী বিভিন্ন ব্যাংক দ্বারা নির্ধারিত হয়। অনেক ব্যাংক একটি পরিষেবা হিসাবে অবস্থানগুলি সকাল 9 টা থেকে রাত 10 টা পর্যন্ত খোলা রাখে। অন্য ব্যাংক পূর্বাহ্ণ 2 টা থেকে রাত 9 টা পর্যন্ত খোলা রাখে। তবে, কিছু ব্যাংক সকাল 10 টা থেকে রাত 6 টা পর্যন্ত খোলা রাখে। সাধারণত এটিএম বুথ খোলা থাকা সময়সূচী ব্যাংকের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে উল্লেখ করা থাকে। এছাড়াও, এটিএম বুথে বিভিন্ন সময়ে টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে সেই সময়সূচীতে এটিএম বুথ খোলা না থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *