সর্বশেষ নিউজ

বিকাশ মার্চেন্ট একাউন্ট কি? বিকাশে পার্সোনাল রিটেইল বা মার্চেন্ট একাউন্টে লেনদেনের সুবিধা

বিকাশে পার্সোনাল রিটেইল বা মার্চেন্ট একাউন্টে লেনদেনের সুবিধা 

 

 

১। মার্চেন্ট একাউন্ট কি?

মার্চেন্ট একাউন্ট খোলার জন্য আশেপাশের বিকাশ হেল্পলাইন সেন্টার থেকে মার্চেন্ট একাউন্ট খোলাটা সবচেয়ে নিরাপদ, নিজেও খোলা যায় ।

 

২। বিকাস মার্চেন্ট করতে কি কি লাগে 

১. এন আইডি

২. এন আইডি নমেনি।আব্বু আম্মু বা যে কার Nid card.

৩. ফ্রেস সিম/যেটাতে কোন বিকাস খোলা নাই

৪. সিম মালিকানা *১৬০০১# Dial করে nid লাস্ট ৪ ডিজিট দিবেন একটা sms আসবে

 

৩। মার্চেন্ট একাউন্ট এর সুবিধা কি

অনলাইনে বিজনেস করেন এবং পেজ খোলা আছে তাদের জন্য এই একাউন্ট খোলার অনেক সুবিধা।

কাস্টমার সেন্ড মানির পরিবর্তে পেমেন্ট করবে এবং বিকাশ চার্য ও কাটবেনা আপনার একাউন্ট থেকে।

ক‍্যাশ আউট চার্য কাটবে কিন্তু পার্সোনাল একাউন্ট এর চেয়ে কম। বিভিন্ন সময় ক‍্যাশ আউট এ ফ্রি অফার ও দেয়া হয়। ম‍্যাসেজ এর মাধ্যমে জানতে পারবেন সেটা।

যে সিম দিয়ে পার্সোনাল একাউন্ট খোলা আছে সেটা দিয়ে হবেনা। নামে রেজিস্ট্রেশনকৃত সিম লাগবে।

 

৪। বিকাশের পার্সোনাল রিটেইল একাউন্ট বা মার্চেন্ট একাউন্ট সুবিধা হল 

 

সুবিধা

১. মোবাইল রিসার্চ করলে পাবেন ক্যাশব্যাক

২. মার্চেন্ট পেমেন্টের মাধ্যামে করতে পারবেন ফ্রি লেনদেন

৩. ৫০ টা বিদ্যুৎ বিল চার্জ ফ্রি দেওয়া যাবে + শুক্রবারে বিদ্যুৎ বিল দিলে পাবেন ক্যাশব্যাক

৪. আর অ্যাকাউন্ট খুললে প্রথম মাসে পাবেন ৫০ টাকা বোনাস

৫. বিকাশ পার্সোনাল রিটেইল বা মার্চেন্ট একাউন্ট এর লেনদেনের লিমিট ৩ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত

৬. প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত কোনো চার্জ ছাড়াই ক্যাশ আউট করতে পারবেন

৭. মার্চেন্ট পেমেন্টের মাধ্যামে করতে পারবেন ফ্রি লেনদেন

৮. ফ্রিতেই বিদ্যুৎ বিল দিতে পারবেন + শুক্রবারে বিদ্যুৎ বিল দিলে পাবেন ক্যাশব্যাক

৯. আর অ্যাকাউন্ট খুললে প্রথম মাসে পাবেন ৫০ টাকা বোনাস

১০. বিকাশ পার্সোনাল রিটেইল বা মার্চেন্ট একাউন্ট এর লেনদেনের লিমিট ৩ লক্ষ থেকে ১৫ লক্ষ পর্যন্ত

১১. প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত কোনো চার্জ ছাড়াই ক্যাশ আউট করতে পারবেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *