শুধুমাত্র কন্যা সন্তান থাকলে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের নিয়ম ২০২৩। মুসলিম আইনে সম্পত্তির বন্টন পদ্ধতি দেখে নিন
ছেলে সন্তান না থাকলে শুধুমাত্র কন্যা সন্তান থাকলে মৃত ব্যাক্তির সম্পত্তি বন্টনের নিয়ম
আমাদের সমাজে বর্তমানে সম্পত্তি নিয়ে নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে। যেমনঃ কোন ব্যক্তি যদি মারা যায় তবে তার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে। আর যদি মৃত ব্যক্তির ছেলে সন্তান না থাকে তবে সম্পত্তি বন্টন নিয়ে নানাবিধ মন্তব্য রয়েছে। আবার অনেকের ধারণা রয়েছে বাবা – মায়ের সম্পত্তি ভিন্ন ভিন্নভাবে বন্টন করতে হবে। আসলে বিষয়টি এমন নয়। মৃত মায়ের সম্পত্তি ও মৃত বাবার সম্পত্তি বন্টন প্রক্রিয়া একই রকম হবে। মায়ের সম্পত্তি মেয়েরা বেশী পাবেনা। বাবার সম্পত্তির মতই মায়ের সম্পত্তিও বন্টন হবে একইভাবে। তাই আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো।
আলোচ্য সূচিঃ
- ছেলে সন্তান নাই শুধুমাত্র কন্যা সন্তান থাকলে সম্পত্তি কিভাবে বন্টন হবে
- ছেলে সন্তান বা মেয়ে সন্তান উভয়ই না থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম
- আসাবাগণ কি পরিমাণ সম্পত্তি পাবে। (নিকটতর পুরুষ আত্মীয়গণ (আসাবাগণ) পাবে।)
- শুধুমাত্র স্ত্রী থাকলে সে কতটুকু সম্পত্তি পাবেন
- একাধিক কন্যা সন্তান থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম
একজন ব্যক্তি যখন মারা যায়, তার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিশগণের মধ্যে বন্টন করা হয়ে থাকে। আমরা আগে জেনে নেই কোন সম্পত্তির ওয়ারিশগণ কারা। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি কারা ভোগ করবে। মূলত ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ হয় ৪ শ্রেণীর মানুষ। যেমনঃ
- ছেলে সন্তান,
- কন্যা সন্তান,
- স্ত্রীগণ,
- আসাবাগণ
আপনি যদি কোন সম্পত্তির মালিক হোন তবে আপনি জীবিত থাকা অবস্থায় সে সম্পত্তির কোন ওয়ারিশগণ মালিক হতে পারবেনা। কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনার রেখে যাওয়া সম্পত্তির মালিক হবে ওয়ারিশগণেরা। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী আপনার সম্পত্তি ওয়ারিশগণের মধ্যে বন্টন করা হবে। এবার আমরা আলোচনা করবো ওয়ারিশগণ কিভাবে ও কতটুকু সম্পত্তি পাবে।
১। মৃত ব্যক্তির ছেলে সন্তান নাই শুধুমাত্র একজন কন্যা সন্তান ও স্ত্রী থাকলে তার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন হবেঃ
কোন ব্যক্তি মারা যাওয়ার সময় যদি কোন ছেলে সন্তান না রেখে যায় শুধুমাত্র একজন কন্যা সন্তান ও স্ত্রী রেখে যায় তবে তার সম্পত্তি তিনভাগে ভাগ করা হবে।
- কন্যা সন্তান পাবে মোট সম্পত্তির অর্ধেক বা (১/২) অংশ
- স্ত্রী পাবে মোট সম্পত্তির (১/৮) অংশ
- বাকী সম্পত্তি অবশিষ্টভোগী বা আসাবা হিসেবে মৃত ব্যক্তির পিতা বা ভাই বা বোনেরা যারা জীবিত আছে তারা পাবে।
২। একাধীক কন্যা সন্তান ও একজন স্ত্রী রেখে গেলে সম্পত্তি বন্টনের নিয়মঃ
কোন ব্যক্তি মারা যাওয়ার সময় যদি একাধিক কন্যা সন্তান ও একজন স্ত্রী রেখে যায় তবে তার সম্পত্তিও তিনভাগে ভাগ করা হবে।
- একাধিক কন্যা সন্তান থাকলে মোট সম্পত্তির (২/৩) অংশ পাবে যা কন্যাদের মধ্যে সমানহারে বন্টন করতে হবে।
- স্ত্রী পাবে মোট সম্পত্তির (১/৮) অংশ
- বাকী সম্পত্তি অবশিষ্টভোগী বা আসাবা হিসেবে মৃত ব্যক্তির পিতা বা ভাই বা বোনেরা যারা জীবিত আছে তারা পাবে।
৩। ছেলে বা মেয়ে কোন সন্তান না থাকলে শুধুমাত্র স্ত্রীকে রেখে গেলে সম্পত্তি বন্টনের নিয়ম
যদি কোন ব্যক্তি মারা যাওয়ার সময় তার ছেলে বা মেয়ে কোন সন্তান না থাকে, শুধুমাত্র স্ত্রী থাকে এক্ষেত্রে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি দুইভাগে ভাগ হবে।
- তার স্ত্রী পাবে (১/৪) অংশ
- বাকী সম্পত্তি অবশিষ্টভোগী বা আসাবা হিসেবে মৃত ব্যক্তির পিতা বা ভাই বা বোনেরা যারা জীবিত আছে তারা পাবে।
একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন
কোন ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে এবং সে যদি মারা গিয়ে থাকে তবে সেক্ষেত্রেও উপরে উল্লেখিত নিয়মেই সম্পত্তি বন্টন হবে। একজন স্ত্রী যতটুকু সম্পত্তি পেত একাধিক স্ত্রী থাকলেও ঐ একই পরিমাণ সম্পত্তিই পাবে এবং তাদের মধ্যে শুধু সমহারে সম্পত্তি বন্টন করতে হবে।
আজকের আলোচনায় আমরা জানতে পারলাম কোন ব্যক্তি মারা যাওয়ার পর ছেলে সন্তান না থাকলে শুধুমাত্র যদি কন্যা সন্তান থাকে তবে তার তার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টন করা হবে। কে কতটুকু সম্পত্তি পাবে। আশা করি আলোচনা থেকে হয়তো আমরা নতুন কিছু শিখতে পারলাম। যা আমাদের কাজে লাগবে।