সর্বশেষ নিউজ

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের উৎপত্তি ও ইতিহাস এবং আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের উৎপত্তি ও ইতিহাস

 

 

 

১। আর্জেন্টিনা জাতীয় ফুটবল কিছু অজানা ইতিহাস 

১. আর্জেন্টিনা কোপা আমেরিকা ফাইনালিস্ট ২৭ বার (সর্বোচ্চ)

২. চ্যাম্পিয়ন ১৪ বার,রানার্সআপ ১৩ বার(সর্বোচ্চ)।। বর্তমানে কোপা আমেরিকার রানার্স আপএবং অলিম্পিক সিলভার মেডেল বিজয়ী দল।

৩. আর্জেন্টিনা ফিফা কনফেডারেশন কাপ ফাইনালিস্ট ৩ বার,চ্যাম্পিয়ন ১ বার,রানার্সআপ ২ বার।

৪. আর্জেন্টিনা অলিম্পিক টূর্ণামেন্ট ফাইনালিস্ট ৪বার,২ বারের অলিম্পিক স্বর্ণ বিজয়ী দল,২ বারের অলিম্পিক সিলভার মেডেল বিজয়ী দল।

৫. আর্জেন্টিনা প্যান আমেরিকান ফুটবল কমপিটিশানের ৬ বারের স্বর্ণ বিজয়ী দল,২ বারের সিলভার মেডেল এবং ৩ বারের ব্রোঞ্জ মেডেল বিজয়ী দল

 

২। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাফল্য কি কি?

১. আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ৩ বার

২. ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপ জয়লাভ করেছে।

৩. কোপা আমেরিকােও আর্জেন্টিনা অন্যতম সফল দল, যেখানে তারা ১৫টি (১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১) শিরোপা জয়লাভ করেছে

 

৩। প্রথম দুইটি দল ফিফা স্বীকৃত পান

১.ফুটবল ইতিহাসে প্রথম দুইটি দল(আর্জেন্টিনা,ফ্রান্স) ফিফা স্বীকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি টাইটেলের (বিশ্বকাপ,কনফেড রেশন কাপ,অলিম্পিক টূর্ণামেন্ট) পাশে নিজেদের নাম লেখাতে পেরেছে।

২. আর্জেন্টিনা ১৯০১ সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে উরুগুয়ের বিপক্ষে,আর্জেন্টিনা ৩-২গোলে ম্যাচ জয়ী হয়।ব্রাজিল প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলে ১৯১৪ সালে আর্জেন্টিনারবিপক্ষে,ব্রাজিল ০-৩ গোলে ম্যাচ পরাজিত হয়।

৩. আর্জেন্টিনা সর্বমোট ১৬ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। ৩ বার টূর্ণামেন্ট বর্জন করেছে এবং১ বার কোয়ালিফাই করতে পারে নি।। ব্রাজিল ২০ বারই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।

৪. আর্জেন্টিনা পাসিং-সৃষ্টিশীল ফুটবলের জন্য বিখ্যাত।

৫. রেকিং দিক দিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ পজিশন নাম্বার ১ এবং সর্বনিম্ন ১৮।।

৬. আর্জেন্টিনাই ফিফা স্বীকৃত সব আন্তর্জাতিক ট্রফি জেতা প্রথম লাতিন ফুটবল টিম। কিছুদিন আগে অলিম্পিক পেয়ে ব্রাজিল এ রেকর্ড স্পর্শ করতে পেরেছে।

৭. ফিফা কর্তৃক নিয়ন্ত্রিত মেজর ৪ টূর্ণামেন্ট-

বিশ্বকাপ,কানফেডারেশন কাপ,অলিম্পিকচ্যা

ম্পিয়নশীপ,মহাদেশীয় কাপ (কোপা আমেরিকা) সব মিলিয়ে আর্জেন্টিনার টোটাল ট্রফি অর্জন ১৯ টা।

বিশ্বকাপ ২ টা,কোপা ১৪ টা,অলিম্পিক ২টা,কনফেডারেশন ১ টা। ফিফা কর্তৃক নিয়ন্ত্রিত মেজর ৪ টূর্নামেন্টে ব্রাজিলের সর্বমোট ট্রফি অর্জন ১৮ টা। বিশ্বকাপ ৫ টা,কোপা ৮টা,অলিম্পিক ১ টা,কনফেডারেশন ৪ টা।

৭. ১৯৩৪-১৯৭৪ একটানা ৪০ বছর আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ থেকে দুরে ছিল।ওই ৪০ বছরের মধ্যে একটানা প্রায় ২০ বছর আর্জেন্টিনা ৩ টা বিশ্বকাপ প্রত্যাহার করে।

৮. জনপ্রিয় প্যান আমেরিকা গেমস এ

আর্জেন্টিনার অর্জন সর্বোচ্চ ৬ বার শিরোপা।

এটিহলো মেজর ৪ টূর্ণামেন্টের পরে আমেরিকাতে সবচেয়ে

 

৪. জনপ্রিয় টূর্ণামেন্টের ইতিহাস

১. আর্জেন্টিনা এই পর্যন্ত অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ

টূর্ণামেন্ট জিতেছে ৬ বার।ব্রাজিল অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে ৫ বার।

৩. সর্বকালের সেরা ফুটবলার একাদশে ৩ জন আর্জেন্টাইন রয়েছে,তারা হলেন- ডি স্টেফানো,ম্যারাডোনা এবং লিওনেল মেসি,সর্বকালের সেরা ফুটবলার

৪. ইউরোপে ফুটবলার রপ্তানির দিক থেকেযেকোনো দেশের চেয়েই এগিয়ে আছে আর্জেন্টিনা

 

৫. আর্জেন্টিনা সবচেয়ে বড় হারের ইতিহাস

স্লোভাকিয়া ৬-১ আর্জেন্টিনা

ব্রাজিল ৬-২ আর্জেন্টিনা

কলম্বিয়া ৫-০ আর্জেন্টিনা

বলিভিয়া ৬-১ আর্জেন্টিনা

নাইজেরিয়া ৪-০ আর্জেন্টিনা

স্পেন ৬-১ আর্জেন্টিনা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *