কাতারের টুরিস্ট ভিসার আবেদন এবং সরকারি ভাবে যেতে খরচ কত?

কাতার টুরিস্ট ভিসা আবেদনের জন্য যা যা লাগে 

 

 

 

কাতার টুরিস্ট ভিসা আবেদনে

 

কাতার টুরিস্ট ভিসা বা কাতার ভ্রমণ ভিসা আবেদনের প্রথম ধাপ হচ্ছে আবেদন জমা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করা। তো চলুন দেখে নেই কি কি কাগজপত্র লাগে কাতার ভিসা পেতে।

১/কাতার ভিসা আবেদনের ফরম
২/পাসপোর্ট
৩/২ কপি পাসপোর্ট সাইজের ছবি (৩.৫ সে.মি. ৪.৫ সে.মি. মাপের)
৪/ব্যাংক স্টেটমেন্ট
ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকা ভাল তবে আবশ্যক না)
৫/পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট আইডি ইত্যাদি)
৬/ভিসা রিকুয়েস্ট লেটার
৭/এয়ার টিকেট বুকিং
৮/হোটেল বুকিং
৯/ট্রাভেল আইটেনারি বা ভ্রমণ পরিকল্পনা
১০/পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)
১১/জাতীয় পরিচয়পত্রের কপি
১২/সর্বশেষ থাই ভিসা কপি (যদি থাকে)
১৩/ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
১৪/১৮ বছরের নিচে হলে অভিভাবকের সম্মতিপত্র

 

২. কাতারের টুরিস্ট ভিসা সরকারি ভাবে খরচ কত?

কাতার টুরিস্ট ভিসা মাত্র ১৭০০০ টাকা। কিন্ত কাতার টুরিস্ট ভিসা সরকারি ভাবে খরচে কাতারের এর বিমান ভাড়া যাওয়া ও আসা কাতারের ভাবে খরচে সর্বনিম্ন ১৪-১৬ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০-৫৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সরকারি ভাবে অতি কম খরচে ও কম মূল্যে টিকেট পেতে প্রায় ২ মাস আগেই টিকেট কেটে রাখতে হবে

 

কাতারের প্রাণবন্ত সংস্কৃতিতে ভ্রমণ যাত্রাসূচী

ভ্রমণ যাত্রাসূচী

১. ৩দিন ২রাত ৪৫,৯০০টাকা

২. ৪রাত ৫দিন ৫০০০০টাকা

 

ভ্রমণ জন্য কি কি অন্তর্ভুক্ত থাকবে

1. এয়ার টিকেট
2. হোটেল
3. বুফে ব্রেকফাস্ট
4. পিক অ্যান্ড ড্রপ
5. সমস্ত পরিবহন
6. সিটি ট্যুর
7. 24 ঘন্টা ট্যুর গাইড
8. ফ্রি ভিসা গাইড

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *