কানাডা ভিসার আবেদন ২০২৩। কানাডা সরকারিভাবে যে কোন ভিসা পাওয়ার আবেদন এবং উপায়

কানাডার যে কোন ভিসার আবেদন  

সূচীপত্র

 

কানাডা সরকারিভাবে যেতে হলে  কি কি করতে হয়?

 

কানাডা সরকারিভাবে যেতে হলে IELTS করতে হবে এবং সর্বনিম্ন 6 Score থাকতে হবে। একাডেমিক এবং জেনারেল দুটার ক্ষেত্রে প্রযোজ্য।  ভ্রমনের জন্য কানাডার সরকারি ইলেকট্রিক ট্রাভেল অথোরাইজেশন সংগ্রহ করতে হয়। ওয়ার্ক ভিসার জন্য কোন নিয়োগকারী প্রতিষ্ঠানে আবেদন করে চাকরী নিতে হবে। এরপর কানাডার কর্মসংস্থান প্রকল্পে কানাডা ভিসা আবেদন ফরম পূরন করে আবেদন করতে হবে।

চাকরী খোঁজার জন্য কানাডার সরকারি ওয়েবসাইট www.jobbank.gc.ca 

 

কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ অনুসারে কানাডা যাওয়ার সেরা কয়েকটি উপায় গুলো হল

 

এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম

এটিতে আপনাকে একজন দক্ষ কর্মী হিসেবে নিয়োগ নিতে হবে। তার জন্য দক্ষতা, যোগ্যতা, বিচার-বিশ্লেষণ, মূল্যায়ন ও নির্বাচন করে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে অভিবাসী হওয়ার সুযোগ রয়েছে।

 

এই প্রোগ্রামে সরকারি তিনটি পলিসি রয়েছে

১. ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম (FSWP)

২. কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস (CEC)

 ৩. ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম (FSTP)।

 

ফ্যামিলি ক্লাস স্পনসরশীপ

 

কানাডায় পরিবারের কেউ স্থায়ী বাসিন্দা হলে আপনার জন্য সরকারিভাবে স্পনসর আবেদন করতে পারবেন।

 

LMIA ওয়ার্ক ভিসা

LIMA কানাডার বিভিন্ন চাকরির অফার নিয়ে কাজ করেন। এটি একটি নিয়োগকর্তা প্রতিষ্ঠান। এখানে আবেদন করে একটি আসন সুরক্ষিত করে রাখতে পারেন।

 

 

প্রাদেশিক মনোনীত প্রোগ্রাম (PNP)

কানাডায় বিভিন্ন কোম্পানির লেবার ক্রাইসিস দেখা দেয়। তখন PNP প্রোগ্রাম টির মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে তা উল্লেখকরে এখানে একটি অফার ধরে রাখতে পারবেন।

 

ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন প্রোগ্রাম

আপনি  বিনিয়োগ করে কানাডায় ব্যবসা করতে পারবেন। অভিজ্ঞ ব্যবসায়ীদের কানাডার অর্থনীতিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়। এটি কানাডার সমৃদ্ধিতে অবদান রাখে।

 

 

কানাডার ভিসা কি কি ক্যাটাগরি রয়েছে?

কানাডার ভিসা ২ ধরণের ক্যাটাগরি 

 

১.অস্থায়ী ভিসা

২.স্থায়ী ভিসা

 

১. অস্থায়ী ভিসা

১. ভ্রমন ভিসা

২. স্টুডেন্ট ভিসা/শিক্ষার্থী ভিসা

৩. ওয়ার্ক পারমিট ভিসা।

 

২. স্থায়ী ভিসা

১. স্থায়ী বসবাসের ভিসা

২. ব্যবসায় অভিবাসী ভিসা

৩. এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম।

 

কানাডা ভিসা পাওয়ার উপায়

 

ভ্রমণের জন্য Canada Electronic Travel Authorization সংগ্রহ করতে হয়। কাজের ভিসার জন্য কোন নিয়োগকারী প্রতিষ্ঠানের দারস্ত হতে হবে। এরপর কানাডার সরকারের কর্মসংস্থান প্রকল্পে কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ এ আবেদন করতে হবে।

কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ রয়েছে। সরকারি স্টাডি পারমিট সংগ্রহ করে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হবে।

কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য আপনার মাধ্যমে কানাডার কি উপকার হতে পারে তা উপস্থাপন করে আবেদন করতে হবে। এছাড়াও পরিবারের কেউ থাকলে সে আপনার জন্য ভিসা প্রসেসিং করতে পারবে।

 

কানাডা ভিসার জন্য দরকারী কি কি ডকুমেন্টস লাগে?

 

১. পাসপোর্ট

২. কাজের অভিজ্ঞতা সহ পেশাদার যোগ্যতার প্রমাণ

৩. আবেদনকৃত কানাডা ভিসা আবেদন ফরমের কপি

৪. ভিসার ফি প্রদানের প্রমান

৫.কানাডিয়ান কনস্যুলেট থেকে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি

৬.আর্থিক উৎসের প্রমান দিতে হবে। এবং ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে ১০ লক্ষ টাকা দেখাতে হবে

৭.ভিসার মেয়াদ শেষ হলে ফিরে আশার প্রতিশ্রুতিপত্র

৮.পুলিশ ক্লিয়ারেন্স

৯.নিবন্ধিত হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট

১০. নাগরিক অবস্থার নথিপত্র হিসেবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ প্রদান করতে হবে।

উক্ত ডকুমেন্ট গুলো নিকটস্ত কানাডিয়ান কনস্যুলেটে প্রদান করে ভিসা প্রসেসিং শুরু করতে হবে।

 

কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ এর আবেদন সম্পূর্ণ করার পর ভিসা প্রসেসিং হতে প্রায় ৭২ ঘন্টা সময় লাগতে পারে। তবে সম্পূর্ণ প্রক্রিয়াকরন শেষ করে ভিসা গ্রান্টেড হতে কয়েক সপ্তাহ সময় নিতে পারে

 

কিভাবে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায়?

প্রতিবছর হাজার হাজার মানুষ Work Permit ভিসায় কানাডায় যায়। এর জন্য কোন নিয়োগকারী প্রতিষ্ঠান বা কোন নিয়োগকর্তার সাহায্য নিলে সঠিকভাবে প্রসেসিং হবে। এছাড়াও ওয়ার্ক পারমিট ভিসা পেতে যা যা লাগবে

 

১. শিক্ষাগত যোগ্যতা HSC পাস হতে হবে। এবং রেজাল্ট ৪.০০ হলে ভালো হয়।

২. ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। IELTSস্কোর থাকলে ভালো।

৩. নির্ধারিত কাজের উপর কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. ব্যাংক লেনদেনের স্টেটমেন্ট লাগবে।

৫.কানাডায় ওয়ার্ক পারমিট ভিসায় প্রায় ৭ লক্ষ ( অথবা কিছু বেশি) টাকা লাগবে।

 

 কিভাবে কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়া যায়?

১.মিনিমাম HSC পাস হতে হবে। ফলাফল কমপক্ষে ৪.০০ লাগবে।

২. একাডেমিক IELTS স্কোর ও ভালো থাকতে হবে। এরপর কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে হবে canada.ca তে কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ এ আবেদন করে সরকারি পারমিশন নিতে হবে। কানাডা স্টুডেন্ট ভিসায় প্রায় ৫ লক্ষ টাকা খরচ হতে পারে। তবে বিভিন্ন Scholarship পেয়ে কানাডা অনেক কম খরচেই যাওয়া যাবে।

 

কানাডা ভিসা প্রসেসিংইন  বাংলাদেশে 

কয়েকটি কানাডার ভিসা প্রসেসিং এজেন্সি রয়েছে। কয়েকটি এজেন্সির ওয়েবসাইট লিংক 

 

1 VFS Global visa.vfsglobal.com/bgd/bn/can/

2 Airwaysbd airwaysbd.com

3 Obokash obokash.com

 

এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি কানাডার ভিসা প্রসেসিং করতে পারবেন। ভিসা প্রসেসিং ফি ১৫০০০ টাকা নেওয়া হয়। এছাড়াও আরও বহু এজেন্সি বা এজেন্ট কোম্পানি রয়েছে যা কানাডার ভিসা প্রসেসিং করে থাকে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *