SSC Result 2024 । প্রতি বিষয়ে গ্রেডসহ ফলাফল দেখবেন যেভাবে

অনলাইনে গ্রেড সহ ফলাফল দেখা যায় – আপনি খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে ফলাফল চেক করতে পারবেন – SSC Result 2024

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ Result কর্ণার- এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে। www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে। SSC Exam Result 2024 । আগামীকাল এসএসসি পরীক্ষার ফল দুপুর ১২.০০ টার পর দেখা যাবে

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২4 । প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্ণার এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে।

SSC পরীক্ষার ফল কিভাবে দেখা যাবে? এস.এসসি পরীক্ষার ফল অনলাইনে দেখা যাবে। এজন্য educationboardresults.gov.bd এই লিংক ভিজিট করে ফলাফল দেখা যাবে। আপনি যদি মার্কশীট সহ ফল চান তবে আপনি eboardresults.com/v2/home  এই লিংক ভিজিট করবেন। দুটি ওয়েবসাইট থেকেই ফলাফল দেখা যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে- SSC Board name ( first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2024 Send to 16222

Result of SSC or Equivalent Examination – 2024 । সরকারি ওয়েবসাইট হতেই ফলা দেখা যায়- eboardresults com/v2/home

WEB BASED RESULT PUBLICATION SYSTEM FOR EDUCATION BOARDS JSC/JDC/SSC/DAKHIL/HSC/ALIM AND EQUIVALENT EXAMINATION

SSC Result 2024 ।  প্রতি বিষয়ে গ্রেডসহ ফলাফল দেখবেন যেভাবে

Caption: eboardresults.com/v2/home

গ্রেডসহ অনলাইনে ফলাফল চেক করার নিয়ম ২০২৪ । ফলাফল দেখার দুটি ওয়েবসাইট রয়েছে।

  1. প্রথমে আপনি eboardresults.com/v2/home এই ওয়েবসাইটে প্রবেশ করবেন।
  2. অতপর SSC/DAKHIL/EQUIVALENT সিলেক্ট করবেন।
  3. বছর ২০২৪ সিলেক্ট করবেন।
  4. আপনার বোর্ড সিলেক্ট করবেন। যেমন Jessore board or Dhaka board
  5. Individual Result সিলেক্ট করবেন।
  6. Roll এবং Registration লিখুন।
  7. Security Key (4 digits) বা ক্যাপচাটি দেখে লিখুন। যেমন ছোট বা বড় হাতের অক্ষর আছে সেটি সেভাবে লিখুন।
  8. Get Result এ ক্লিক করুন।
  9. Done

কয়ভাবে রেজাল্ট পাওয়া যায়?

প্রথমত আপনি মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে রেজাল্ট দেখতে পারবেন। টেলিটক থেকে মেসেজ পাঠাইলে তাৎক্ষনিক ফলাফল পাওয়া যায়। অন্য দিকে www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে Year, Board, Roll Number and Regi Number লিখে ক্যাপচা এন্ট্রি করে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও আপনি eboardresults.com/v2/home এই ওয়েবসাইট হতেও ফলাফল দেখতে পারবেন। এটিও সরকারি ওয়েবসাইট এখানে গ্রেড সহ ফলাফল দেখা যায়।

প্রয়োজনে ভিডিও দেখে নিন……………

 

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

One thought on “SSC Result 2024 । প্রতি বিষয়ে গ্রেডসহ ফলাফল দেখবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *