গম আমদানি ২০২২ । ভারত হতে দুই দিনে গম এসেছে ৬০০ টন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত হতে পুনরায় গম আমদানি আরম্ভ হয়েছে। গত বুধবার হতে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৭ ট্রাক গম বাংলাদেশে এসেছে। ভারত হত মোট ৪৫ ট্রাকে ১ হাজার টন গম আসার কথা রয়েছে। গম আমদানি বন্ধের ১৬ দিনের মাথায় পুনরায় আমদানি শুরু হয়েছে।
আড়াই হাজার টন গম আমদানির চুক্তি স্বাক্ষর
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সাথে বাংলাদেশের অ্যাগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান আড়াই হাজার টন গম আমদানির চুক্তি স্বাক্ষর করে।
প্রতি টন গম ৩৭০ মার্কিন ডলারের বিনিময়ে আমদানি করা হচ্ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি করা এ গমের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করছে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।
এলসি খোলা ১৪ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে
গম রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করার পর গত ৩০ মে থেকে গমের কোনো চালান আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেনি। এতে করে নিষেধাজ্ঞা আরোপ করার আগে আমদানির ঋণপত্র অথবা এলসি খোলা ১৪ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে।
আগরতলার সড়ক এবং রেল যোগাযোগ বন্ধ
পরবর্তীতে ভারত নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও দেশটির বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণ এবং বন্যায় ত্রিপুরা রাজ্যের সাথে আগরতলার সড়ক এবং রেল যোগাযোগ বন্ধ হয়ে পরে। যার কারনে গমের গাড়ি আগরতলা আসতে পারেনি।
আখাউড়া স্থলবন্দর সূত্রের মারফতে জানা যায়, আখাউড়া মূলত রপ্তানিমুখী স্থলবন্দর। গত বছরের ২ আগস্ট প্রথমবারের এ বন্দর দিয়ে গম আমদানি আরম্ভ হয়। সে সময়ে প্রথম চালানে ৬৭টি ট্রাকে ১ হাজার ৩২০ টন গম বাংলাদেশে আসে। পরবর্তীতে চলতি বছরের মে মাসে আরও প্রায় দেড় লাখ টন গম বন্দরে এসে পৌঁছায়।
দুই দিনে ৬০০ টন গম বাংলাদেশে এসে পৌঁছেছে
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম এর সাথে কথা বলে জানাজায়, বুধবার ১১টি ট্রাকে ভারত হতে ৩০০ টন গম আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত আরও ১৬টি ট্রাকে ৩০০ টন গম এসেছে। দুদিনে ২৭টি ট্রাকে ৬০০ টন গম বাংলাদেশে এসে পৌঁছেছে।
সূত্র: প্রথম আলো