চুলের যত্নে কেশরাজ বা ভৃঙ্গরাজ পাতার উপকারিতা জেনে নিন। চুল ঘন ও লম্বা করতে কেশরাজ বা ভৃঙ্গরাজ পাতার উপকারিতা জেনে নিন।
চুলের যত্নে কেশরাজ বা ভৃঙ্গরাজ পাতার উপকারিতা জেনে নিন। চুল ঘন ও লম্বা করতে কেশরাজ বা ভৃঙ্গরাজ পাতার উপকারিতা জেনে নিন।
হারবাল তেল হোক কিংবা হেয়ার প্যাক এই ভৃঙ্গরাজ পাতা ছাড়া চিন্তাই করা যায় না। গ্রামাঞ্চলে বেশিরভাগ এই গাছ দেখা যায়। আজকে বলবো কিভাবে এই পাতা দিয়ে চুলের যত্ন নেওয়া যায়-
উপকরণ:
১।১৫-২০ টা কালোকেশী পাতা।
২।৩-৪ টা জবা ফুল।
৩।শিকাকাই গুড়া।
৪।ডিম।
৫।অলিভ অয়েল/তিলের তেল/তিসির তেল।
৬।এলোভেরা।
৭।মেথি গুড়া।
৮।সজনে পাতা/তুলসি পাতা।
৯।১টা পেয়াজ।
হারবাল তেল তৈরীর নিয়মঃ
প্রথমে কিছু কালোকেশী পাতা,জবা ফুল,সজনে পাতা,এলোভেরা,পেয়াজ বেটে নিতে হবে ব্লেন্ডারে।এরপর ১ চামচ মেথি ও ১ চামচ শিকাকাই গুড়া পেস্ট টার সঙ্গে মেশাতে হবে। ১টা ডিম,অলিভ অয়েল/তিলের তেল/তিসির তেল দিয়ে ভাল করে পাতলা একটা পেস্ট করে মাথায় লাগিয়ে ফেলুন।১ঘন্টা বা তার বেশি কিছু সময় রেখে চুলে শ্যাম্পু করে ফেলুন। মনে রাখবেন পুরো চুলেই এটা এপ্লাই করতে হবে।
উপকারিতা:
১।চুল ঘন ও লম্বা হবে।
২।খুশকি কমবে।
৩।অকালপক্কতা সারবে।
৪।কালো হবে চুল।
৫।চুল পড়া কমবে।
৬।নতুন চুল গজাবে।
৭।চুলের গোড়া মজবুত হবে।
সবগুলো উপাদান দিয়ে হেয়ার প্যাক টা বানাতে পারলে খুবই ভাল উপকার পাওয়া যাবে।