জমি-জমা সংক্রান্ত

জমি জমা সংক্রান্ত ২০২৪। দলিলের নম্বর চেনার উপায়।

জমি জমা সংক্রান্ত ২০২৪

 

 

১. মূল দলিলের শেষ পাতার দ্বিতীয় পৃষ্ঠায় রেজিস্টার বুক নং, ভলিউম নং, পাতার সংখ্যা, দলিল নং, সন ইত্যাদি তথ্য ,সিল আকারে দেওয়া থাকে।

২. সার্টিফাইড কপি বা জাবেদা নকল হলে শেষ পাতার প্রথম পৃষ্ঠার বা তার আগের কোন পাতার প্রথম পৃষ্ঠার বাম মার্জিনে রেজিস্টার বুক নং, ভলিউম নং, পাতা সংখ্যা, দলিল নং, সন ইত্যাদি তথ্য ,সিল আকারে দেওয়া থাকে।

৩. সার্টিফাইড কপি হলে দলিল লেখকরা দলিলের প্রথম পাতায় দলিল নং ও সন লিখে দেন। কনফিউশন হলে উপরোক্ত ২ নং অনুসরণ করে মিলিয়ে নিন।

৪. এছাড়া দলিলের প্রথম পাতার উপরে কিছু দলিল লেখক ক্রমিক নং, ভলিউম নং, পাতা সংখ্যা, দলিল নং ইত্যাদি এমনভাবে লিখে থাকেন যে বুঝতে পারা অনেক সময় দুস্কর হয়ে যায়। সুতরাং উপরোক্ত ১ বা ২ নং অনুসরণ করুন।

৫. মূল দলিলের উপরে ডানপাশে দলিল নং লেখা হয় ও এর আগে সচরাচর ইংরেজি আই লেখা হয় ,এই হলো রেজিস্টার বুক

1. এছাড়া মূল দলিলের প্রথম পাতার সচরাচর বাম মার্জিনে দলিলের প্রকৃতি, মূল্য, পরিমাণ, মৌজা, থানা, জিলা ইত্যাদি সংক্ষিপ্ত আকারে লেখা হয়।

মূল দলিলের প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠায় দাতা বা দাতাগণের ও সনাক্তকারীর টিপসই থাকে কিন্তু জাবেদা নকল বা সার্টিফাইড কপিতে থাকে না। তবে এদের বিবরণ সুবিধাজনক পাতায় বাম মার্জিনে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *