ট্রানজেকশন মেসেজ ২০২৩ । ভিসা ডেবিট কার্ড মোবাইল নম্বর পরিবর্তনের আবেদন
আপনার বা ব্যাংকের কোন ভুলের কারণে এমনটি হতেই পারে যে, ভিসা কার্ডের লেনদনের মেসেজ নমিনির নম্বর বা অন্য কোন নম্বরে চলে যাচ্ছে এক্ষেত্রে আপনি ভিসা কার্ডের নম্বর পরিবর্তন করতে পারেন – ট্রানকেশন মেসেজ ২০২৩
একাউন্টে দেয়া নম্বরে এটিএম ট্রানজেকশন নোটিফিকেশন আসে না কেন?– হ্যাঁ। ব্যাংক হিসাব ও ভিসা কার্ড দুটি আলাদা সেকশন। দুটি ক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করতে পারেন। যদি ব্যাংক হিসাব এবং ভিসা কার্ডে ভিন্ন নম্বর দেয়া থাকে তবে দুটি আলাদা মোবাইল নম্বরে লেনদেনের মেসেজ আসবে। দুটিতে একটি মোবাইল নম্বর না দেওয়া থাকলে ব্যাংকে আবেদন করে একই করে নিতে পারেন।
মোবাইল নোটিফিকেশন অর্থাৎ SMS Alert Charge realization হিসেবে ১৫০ টাকা করে বছরে দুই বার ডিসেম্বর এবং জুন মাসে কর্তন করা হয়। বছরে দুই ধাপে ৩০০ টাকা কর্তন করা হয়। এ চার্জের উপর আবার ১৫% হারে ২২.৫০ পয়সা ভ্যাট কর্তন করা হয়। সে হিসেবে দুই বারে ৪৫ টাকা কর্তন করা হয়। সারা বছর জুরে শুধুমাত্র মোবাইল নোটিফিকেশনের জন্য ৩৪৫ টাকা কর্তন করা হয়। আর এই টাকা কর্তন করে যদি মেসেজ আপনার হিসাবের একাউন্টে না এসে অন্য কোন নম্বরে যায় তবে কেমন লাগে বলুন। একই নম্বরে ভিসা কার্ড এবং হিসাবের ম্যাসেজ পেতে একই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
দুটি মোবাইল নম্বরে ট্রানকেশন মেসেজ আসছে? / ভিসা কার্ড ও হিসাবের নম্বরে একই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে
মোবাইল নম্বর একই করতে আবেদনের ধরণ যেমন হবে
Caption: Download MS Word Application File
Sonali Bank VISA ATM সেবাসমূহ 2022 । সোনালী ব্যাংক হিসাবধারীর জন্য এটিএফ ফ্রিতে ব্যবহার করতে সুযোগ দেয়া হয়
- সোনালী ব্যাংক লিমিটেড-এর যেকোন শাখা হতে এটিএম কার্ড সংগ্রহ করা যায়।
- নিরাপত্তার দিক দিয়ে সম্পূর্ণ নিরাপদ চিপ যুক্ত (EMV) কার্ড ইস্যু করা হয়।
- ২৪/৭/৩৬৫ লেনদেন সুবিধা ।
- সোনালী কার্ড দ্বারা নিজস্ব এটিএম-এ লেনদেনে কোন চার্জ নেই ।
- সোনালী প্রি-পেইড কার্ড গ্রহণে কোন ব্যাংক হিসাবের প্রয়োজন নেই।
- নিরাপত্তা নিশ্চিত করতে সকল এটিএম বুথে এন্টি স্কিমিং ডিভাউস রয়েছে।
- বাংলাদেশের যেকোন ATM/POS-এ সোনালী ডেবিট কার্ড ব্যবহার করা যায় ।
- মাল্টি কারেন্সির ক্রেডিট কার্ড দ্বারা (Globally) পৃথিবীর সকল দেশের ATM/POS-এ লেনদেন করা যায় ৷
- সুপারশপ, ডিপার্টমেন্টাল ষ্টোর এবং রেস্টুরেন্ট-এ কেনাকাটার মূল্য পরিশোধ করা যায়।
- দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল প্রকার ই-কমার্স সুবিধা (বিমান/বাস/ট্রেন এর টিকেট ক্রয়, হোটেল বুকিং ইত্যাদি) ।
- সোনালী কার্ড (ডেবিট, ক্রেডিট, প্রি-পেইড) দ্বারা অনলাইন ট্যাক্স প্রদান, মোবাইল ফোন রিচার্জ করা যায়।
- সোনালী এটিএম এ যেকোন ব্যাংক-এর কার্ড ব্যবহার করা যায়।
ভিসা কার্ড ট্রানজেকশনে কত কর্তন করা হয়?
Qcash যুক্ত এটিএম বুথ হতে টাকা উত্তোলনের ক্ষেত্রে ১১.৫০ পয়সা কাটা হয় কিন্তু কিউ ক্যাশ না থাকলে ডাচবাংলা ব্যাংক হতে ভিসা কার্ড ব্যবহারে ৩৪.৫০ পয়সা কর্তন করা হয়। সোনালী ব্যাংক এটিএম ভিসা কার্ড ব্যবহারের সুবিধা ২০২২ । সোনালী ব্যাংক হিসাবধারীর জন্য নিজস্ব ভিসা এটিএম কার্ড ব্যবহার ফ্রি