ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল ২০২৩ । প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের নির্দেশিকা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক-ইতোমধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছ-আবেদনকারী অনলাইনে চেক করতে পারবেন – ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল ২০২৩

কাদের জন্য আর্থিক সহায়তা?– ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে আগামী ০১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংক এর শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা সহ (পিতার অবর্তমানে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক সহ) উপস্থিত হয়ে Summary Sheet (Primary Selection Letter) এর সাথে নিম্নলিখিত সংযোজনীসমূহ অবশ্যই দাখিল করতে হবে :

  1. আবেদনকারীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।
  2. আবেদনকারীর পিতা ও মাতার সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
  3. এস.এস.সি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কশীট এর ফটোকপি ।
  4. এস.এস.সি পাশের রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এর ফটোকপি ।
  5. সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা পিতা/মাতা চাকুরীরত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা অন্যান্য ক্ষেত্রে ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে প্রত্যায়িত পিতা ও মাতা/অভিভাবকের পেশা উল্লেখপূর্বক আয়ের বিবরণের মূলকপি ।
  6. প্রাথমিক বা জুনিয়র পর্যায়ে বৃত্তি পেয়ে থাকলে প্রয়োজনীয় সনদ/প্রমানপত্রের ফটোকপি ।
  7. পিতা/মাতা মৃত অথবা বিবাহ বিচ্ছেদ হলে/ আবেদনকারীর ভরণ পোষণ প্রদান না করলে সে সংক্রান্ত সনদ/প্রমাণপত্রের ফটোকপি।
  8. আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ/প্রমানপত্রের ফটোকপি ।

**বিশেষ দ্রষ্টব্য : (i) উপরোক্ত সংযোজনীসমূহের মূলকপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে (যদি কোন কাগজপত্রের মূলকপি স্কুলে / কলেজে জমা থাকে তাহলে সেসব কাগজের ফটোকপি স্কুল /কলেজ থেকে সত্যায়িত করে আনতে হবে)। (ii) নির্ধারিত তারিখের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক এর যেকোন শাখায় (যেখানে শাখা নেই সেখানে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অফিসে) উপস্থিত হয়ে উপরোক্ত সংযোজনীসমূহ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রাথমিক বাছাই বাতিল বলে গণ্য হবে । iii) প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের যাবতীয় তথ্য ও সংযোজনী সমূহের সত্যতা যাচাই সাপেক্ষ্য নির্ণীত মেধা তালিকার ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের চূড়ান্ত তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে I

অনলাইনে ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির ফলাফল চেক করার নিয়ম / শিক্ষা বৃত্তির ফলা চেক করতে অনলাইনে নক করুন।

ব্যাচ ভিত্তিক ফলাফলও চেক করা যায়।

Caption: Check Your Result 

কাগজপত্র কবে জমা দিতে হবে?

প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারী বামপার্শ্বের Print Primary Selection Letter এ ক্লিক করে নিজের ID Number দিয়ে Letter টি প্রিন্ট করে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ০১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে Dutch-Bangla Bank এর নিকটস্থ শাখায় (যেখানে শাখা নেই সেখানে Dutch-Bangla Bank মোবাইল ব্যাংকিং অফিসে) পিতা (পিতা মৃত হলে মাতা, পিতা ও মাতা উভয়ে মৃত হলে অন্য বৈধ অভিভাবক) সহ উপস্থিত হতে হবে।

Batch Id Batch Name Batch Year Application Start Date Application End Date View Result
SSC-2021 SSC 2022 03/01/2022 06/02/2022
 Click to See
SSC-2022 SSC 2022 30/11/2022 25/12/2022
HSC-2019 HSC 2019 21/07/2019 15/09/2019
 Click to See
SSC-2019 SSC 2019 08/05/2019 13/06/2019
 Click to See
HSC-2018 HSC 2018 22/07/2018 15/09/2018
 Click to See
SSC-2018 SSC 2018 08/05/2018 08/06/2018
 Click to See
HSC-2017 HSC 2017 25/07/2017 26/09/2017
 Click to See
SSC-2017 SSC 2017 07/05/2017 05/06/2017
 Click to See
HSC-2016 HSC 2016 21/08/2016 21/11/2016
 Click to See
SSC-2016 SSC 2016 15/05/2016 31/07/2016
 Click to See
HSC-2015 HSC 2015 11/08/2015 30/12/2015
 Click to See
SSC-2015 SSC 2015 01/06/2015 09/07/2015
 Click to See

ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২৩ । মাসিক ২৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রাপ্ত হইবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *