ডিজিটার প্লাটফর্ম বিনিময় ব্যবহার চার্জ, সুযোগ- সুবিধা ২০২২ । সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে
ডিজিটাল সার্ভিস বিনিময় এর সার্ভিস চার্জ– ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম (IDTP) “বিনিময় এর মাধ্যমে সম্পাদিত লেনদেনসমূহের জন্য প্লাটফর্ম ফি, ইন্টাৱত্ৰপাবেল ফি এবং সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে – ডিজিটার প্লাটফর্ম বিনিময় ব্যবহার চার্জ, সুবিধা ২০২২
কবে থেকে শুরু হবে?– ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম (IDTP) “বিনিময়” এর কার্যক্রম আগামী ১৩ নভেম্বর ২০২২ তারিখ হতে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতদূপ্রেক্ষিতে, “বিনিময়” এর মাধ্যমে সম্পাদিত লেনদেনের জন্য নিম্নরূপ ফি এবং চার্জ নির্ধারণ করা হয়েছে। সোনালী ই ওয়ালেট বিনিময় একাউন্ট ২০২২ । সোনালী ই ওয়ালেট এর মাধ্যমে বিকাশ বা যে কোন ব্যাংকে লেনদেন করা যাবে
বিনিময় ব্যবহার করে যে কোন অংকের প্রতিটি লেনদেনে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান প্লাটফর্মকে ০.৫০ টাকা প্রদান করবে। বিনিময় ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে এ ইন্টারঅপারেশনাল ফি এবং সার্ভিস চার্জ প্রযােজ্য হবে। robisanto@binimoy এমন ইমেইলের মত এড্রেসের মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে।
বিকাশ বিনিময় একাউন্ট খোলা খুবই সহজ। বিকাশ অ্যাপের মধ্যেই বিনিময় একাউন্ট খোলা যাবে। এটি একটি ইমেইল একাউন্টের মত। এই ইমেইল একাউন্ট ব্যবহার করে সরাসরি বিনিময় টু বিনিময় অর্থ ট্রান্সফার করা যায়। তবে ঝামেলার ব্যাপার হচ্ছে যে, বিনিময় একাউন্ট খোলার জন্য ই-টিআইএন নম্বর লাগবে।
যে কোন বিকাশ/নগদ হতে যে কোন মোবাইল ব্যাংকিং এ লেনদেন করা যাবে / বিকাশ টু রকেটেও এখন লেনদেন করা যাবে
ব্যাংক টু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ফ্রি কিন্তু মোবাইল ফাইন্যান্স টু ব্যাংক ট্রান্সজেকশন এবং বিকাশ টু নগদ বা নগদ টু বিকাশ ট্রানজেকশনের ক্ষেত্রে এ চার্জ প্রযোজ্য হইবে।
Caption: Binimoy Schedule of Charge sheet Download
শর্তসমূহ । বিনিময় সার্ভিস চার্জ আরোপের ক্ষেত্রে বিবেচ্য বিষয়
- উপযুক্ত সারণীর ৩নং কলামে ধার্যকৃত ইন্টারঅপাৱেবল ফি অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান অর্থ প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রদান করবে, যা গ্রাহকের নিকট হতে আদায় করা যাবে না।
- অর্থ প্রদানকারী প্রতিষ্ঠান তার গ্রাহক হতে সার্ভিস চার্জ বাবদ সর্বোচ্চ ৪নং কলামে উল্লিখিত চার্জ আদায় করতে পারবে।
- প্রতিষ্ঠানসমূহ গ্রাহক হতে উক্ত সার্ভিস চার্জ এর অতিরিক্ত কোন ঢাজ আদায় করতে পারবে না।
- “বিনিময়” প্লাটফর্মে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ গ্রাহক পর্যায়ে নির্ধারিত উপযুক্ত সার্ভিস চার্জ সিডিউল অব চার্জেস-এ উল্লেখ থাকতে হবে।
- পিএসডি সার্কুলার নয়ঃ ০৭, তারিখঃ ২২ অক্টোবর ২০২০ রহিত করা হলাে।
- এ নির্দেশনাবলী আগামী ১৪ নভেম্বর ২০২২ তারিখ হতে কার্যকর হবে।
ব্যাংক টু ব্যাংক কি লেনদেন করা যাবে?
না। ব্যাংক টু ব্যাংক লেনদেনের জন্য BEFTN Service রয়েছে যা সম্পূর্ণ ফ্রি। এটি মূলত মোবাইল ব্যাংকিং হতে ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ব্যাংক হতে বিকাশ বা যে কোন মোবাইল ফাইন্যান্সিয়াল লেনদেন এখনও ফ্রি। শুধুমাত্র মোবাইল ব্যাংকিং হতে ব্যাংকে ট্রান্সফারের ক্ষেত্রে এ চার্জ প্রযোজ্য হইবে। বিকাশ টু নগদ বা নগদ টু বিকাশ বিনিময়ের মাধ্যমে লেনদেন করা যাবে। বাংলাদেশ ব্যাংক যেহেতু এটি নিয়ন্ত্রণ করে তাই এটি সম্পূর্ণ নিরাপদ।