দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
ঢাকা, বাংলাদেশ – প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট (PMEAT) দুর্ঘটনায় গুরুতর আহত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে । ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবে । ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর/২০২৫ প্রান্তের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, যার সময়সীমা ৩১ অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত ।
আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া
এই অনুদানের জন্য আবেদনকারীকে অবশ্যই দুর্ঘটনায় গুরুতর আহত হতে হবে এবং তার চিকিৎসার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এর ১ বছরের মধ্যে হতে হবে । একজন শিক্ষার্থী একটি দুর্ঘটনার জন্য একবারই আবেদন করতে পারবে । আবেদনটি সম্পূর্ণরূপে অনলাইন-ভিত্তিক এবং কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই ।
আবেদন করতে, শিক্ষার্থীদের ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর
https://www.eservice.pmeat.gov.bd/medical এই লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে ।
প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী
আবেদনের সময় কিছু গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে:
- দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক কর্তৃক প্রদত্ত চিকিৎসা সনদ ।
- শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (NID), শিক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর ।
- শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র ।
- শিক্ষার্থীর বা তার পিতা/মাতার নিজস্ব ব্যাংক হিসাব নম্বর এবং এর প্রমাণক হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্টের কপি ।
অনুদান পাওয়ার জন্য শিক্ষার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে । বেসামরিক সরকারি চাকরিজীবী পিতা/মাতা/অভিভাবকের ক্ষেত্রে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানরা যোগ্য বিবেচিত হবে । অন্যান্য ক্ষেত্রে, পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম হতে হবে ।
অনুদান হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদেরকে ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।


