ফ্রিলান্সিং কি? টিউশানি নাকি ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং শব্দটি শুনলেই মনে দোলা দেয়। আমার উকি দেওয়া আশাটি যেন নিমেষেই উবে যায় এই ভেবে যে, আমার মধ্যে কি ফ্রিল্যান্সিং করার যোগ্য রয়েছে। এই যে, আপনাকে বলছি যোগ্যতা নিয়ে কেউ জন্ম গ্রহণ করে না। আজ থেকে লার্নিংটা শুরু করে দিন, দেখবেন একটি আপনি Skilled হয়ে উঠেছেন। সেদিন আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এমনকি আপনিও চাইলে আপনাকে ফ্রিল্যান্সিং হয়ে উঠা থেকে ফেরাতে পারবেন না।
ফিল্যান্সিং শিখতে কি কি দক্ষতার প্রয়োজন পড়ে?
আপনার ইচ্ছশক্তি এবং লিখতে পড়তে জানার যোগ্যতাটা থাকতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে আপনাকে প্রতিষ্ঠিত করতে চান তবে আপনার ইচ্ছাশক্তি এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যই আপনিকে এগিয়ে নিয়ে যাবে। যদি কম্পিউটার না জেনে থাকেন তবে কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটি জ্ঞান নিয়ে ফেলুন এখন অনলাইনে স্মার্টফোনে এবং প্র্যাকটিসের জন্য আপনি একটি ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটার কিনে ফেলুন। আপনি চাইলে কিছুদিন পরও কম্পিউটার কিনে নিতে পারেন। একটি কথা মনে রাখবেন, যত বেশি লার্নিং তত বেশি আর্নিং। আপনার লার্নিং যেদিন থেমে যাবে আপনি আর্নিংও সেদিন হতেই কমা শুরু হবে । ক্রমাগতভাবে একদিন আপনার আর্নিং থেকে যাবে।
কোন কোন বিষয়ে আপনি স্কিল অর্জন করতে পারেন?
প্রথমেই আপনাকে আমি জিজ্ঞাসা করবো আপনি Passion কোন বিষয়ে রয়েছে। আপনি আপনার প্যাশন আগে খুজে বের করুন। এমন একটি কাজ বা পেশা সিলেক্ট করুন যেখানে কাজ করতে আপনি কোন ভাবেই বিরক্ত হবেন না। প্রথমেই আপনাকে বলবো এসইও, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং এসব বিষয়ে বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদা রয়েছে। এছাড়াও যদি আপনার অন্য কোন বিষয়ে আগ্রহ থাকে তা আপনি শিখে নিতে পারেন। নিচের ইমেইজে যেসব ক্যাটাগরিজ রয়েছে তার ম্যাক্রো বিষয়ে আপনি দক্ষতা অর্জন করার চেষ্টা করুন।
List of Niche what is very demandable to Upwork and others earning platform. You should develop your skill in the bellow list.
- Customer Experience & Support
- Other Customer Service & Support
- Tech Support & Content Moderation
- A/B Testing
- Data Extraction/ETL
- Data Mining & Management
- Data Visualization
- Machine Learning
- Quantitative Analysis
- Other – Data Science & Analytics
- Art & Illustration
- Audio & Music Production
- Branding
- Gaming & AR/VR
- Graphic, Editorial & Presentation Design
- Performing Arts
- Photography
- Product Design
- Video & Animation
- Voice Talent
- 3D Modeling & CAD
- Architecture
- Chemical Engineering
- Civil & Structural Engineering
- Contract Manufacturing
- Electrical Engineering
- Interior Design
- Mechanical Engineering
- Physical Sciences
- Other – Engineering
- Database Administration
- ERP/CRM Software
- Information Security
- Network & System Administration
- Other – IT & Networking
- Contract Law
- Corporate Law
- Intellectual Property Law
- Paralegal Services
- Other – Legal
- Display Advertising
- Email & Marketing Automation
- Lead Generation
- Market & Customer Research
- Marketing Strategy
- Public Relations
- SEM – Search Engine Marketing
- SEO – Search Engine Optimization
- SMM – Social Media Marketing
- Telemarketing & Telesales
- Other – Sales & Marketing
- General Translation
- Legal Translation
- Medical Translation
- Technical Translation
- Desktop Software Development
- Ecommerce Development
- Game Development
- Mobile Development
- Product Management
- QA & Testing
- Scripts & Utilities
- Web & Mobile Design
- Web Development
- Other – Software Development
- Content & Copywriting
- Creative Writing
- Editing & Proofreading
- Grant Writing
- Resumes & Cover Letters
- Technical Writing
- Other – Writing
This is very micro niches to get your started to learn skill. If you are a skilled person, You don’t need to think that what will be your future.
আপনি হয়তো প্রাইভেট পড়িয়ে তাৎক্ষনিক অর্থ পাচ্ছেন কিন্তু আপনি যদি প্রতিদিন প্রাইভেট পড়ানোর পাশাপাশি ২-৩ ঘন্টা ব্যয় করে ব্লগিং করেন বা ইউটিউবিং করে তবে আপনি খুব ভাল আয় কিন্তু অনলাইন থেকেই করতে পারেন। অনলাইন থেকে আয় করতে হতে ফুলটাইম সময় ব্যয় করতে হবে এমনটি নয়। আপনি চাইলে আপনার অলস সময় ব্যয়ের মাধ্যমে খুব সহজেই অনলাইন হতে আয় শুরু করতে পারেন। শুরুতে হয়তো ৬ মাস থেকে ১ বছর সময় লাগতে পারে কিন্তু সাহস করে আপনি শুরু করুন দেখবেন। কিছু একটা শুরু হয়ে যাচ্ছে।
নতুনদের জন্য ফ্রিল্যান্সিং 2024 । ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?
Pingback: নতুনদের জন্য ফ্রিল্যান্সিং 2024 । ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? - Technical Alamin