সর্বশেষ নিউজ

বাংলাদেশ বনাম আফগানস্তান এশিয়া কাপ লাইভ ২০২২। আজ থেকে এশিয়া কাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ

আজ মঙ্গলবার  এশিয়া কাপ মিশন ২০২২ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপ বি-তে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাথে আছে বাংলাদেশ। আজ মঙ্গলবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে  ম্যাচ দিয়ে শুরু করতে যাচ্ছে সাকিব আল-হাসানদের এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়ে  চলতি এশিয়া কাপে চমৎকার আরম্ভ করেছে আফগানস্তান। আফগানস্তান যদি আজ বাংলাদেশকে  হারাতে পারে সেক্ষেত্রে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সুপার ফোরে নিশ্চিত করবে আফগানস্তান। শ্রীলঙ্কার  বিপক্ষে একেবারের আসরে দারুণ ক্রিকেটে খেলেন আফগানস্তান।ব্যাট-বল-ফিল্ডিংয়ে তিনটি ক্ষেত্রেই  একেবারেই  অপ্রতিরোধ্য ছিলো  আফগানস্তান।

বাংলাদেশ দল তাই বারিত সতর্ক অবস্থানে থেকেই  মাঠে নামছে। টি টোয়েন্টিতে বর্তমান সময়ে বাংলাদেশের রেকর্ড একেবারে ভালো যাচ্ছে না। কিছু  দিন পূর্বে জিম্বাবোয়ের কাছে টি টোয়েন্টিতে হারের লজ্জা নিয়েই এবারের এশিয়া কাপ খেলতে নামছে গতবারের রানার্স বাংলাদেশ। এশিয়া কাপের পূর্বে সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘুরে দাঁড়াতে মরিয়া বিসিবি।

বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সমীকরণ

দুই দল টি -২০ তে মোট ০৮ (আট) বার সামনাসামনি হয়েছে। তার ভিতর আফগানস্তান জয় লাভ করছে ০৫ (পাঁচ) বার, আর বাংলাদেশ জয় লাভ করছে ০৩( তিন) বার।

এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ বনাম আফগানস্তান ম্যাচ কবে, কখন শুরু হবে?

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ আজ মঙ্গলবার ৩০ অগাস্ট শারজায় অনুষ্ঠিত হবে।

ম্যাচ শুরু হবে কখন?

আজ মঙ্গলবার  বাংলাদেশের সময় রাত আটটা হতে ম্যাচটি  শুরু হওয়ার কথা রয়েছে।

কোন কোন টিভি চ্যানেলে খেলাটি  সরাসরি দেখাবে

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সবগুলো খেলা সরাসরি সম্প্রচারিত করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি এবং এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি খেলাগুলো  দেখা যাবে। বাংলাদেশ সময় সরাসরি খেলা দেখা যাবে সন্ধ্যা ৮ টা থেকে। টস হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ডিডি স্পোর্টসেও সরাসরি খেলাটি দেখা যাবে।

অনলাইনে খেলা দেখার উপায়

অনলাইনেই আপনি এশিয়া কাপ টি২০ খেলা দেখতে পারবেন –ক্রিকেট খেলা লাইভ ভিডিও – মোবাইলে লাইভ খেলা দেখার উপায় ২০২২ অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে। আ্যপগুলো হলো র‍্যাবিটহোলবিডি  এবং মাইজিপি অ্যাপ  এছাড়াও টফি অ্যাপে খেলাগুলো দেখা যাবে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

  1. মোহম্মদ নঈম,
  2. আনামুল হক বিজয় (উইকেটকিপার),
  3. সাকিব আল হাসান (অধিনায়ক),
  4. আফিফ হোসেন,
  5. মাহমদুল্লা,
  6. সাব্বির রহমান,
  7. মোসাদ্দেক হোসেন,
  8. মেহদি হাসান,
  9. মোহম্মদ সাঈফুদ্দিন,
  10. নাসুম আহমেদ,
  11. মুস্তাফিজুর রহমান

আফগানিস্তান দলের সম্ভাব্য একাদশ

  1. হজরাতুল্লা ঝাঝাই,
  2. রহমন্নুলহ গুরবাজ (উইকেটকিপার),
  3. নাজিবুল্লহা জার্দান,
  4. ইব্রাহিম জার্দান,
  5. করিম জানাত,
  6. মোহম্মদ নবি (অধিনায়ক),
  7. রশিদ খান,
  8. আজমাতুল্লা ওমারঝাই,
  9. নবিন-উল-হক,
  10. মুজিবউর রহমান,
  11. ফাজালহক ফারুকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *