সর্বশেষ নিউজ

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল সময়সূচি ২০২৬ । আর্জেন্টিনা vs brazil খেলা কবে?

বিশ্বকাপ ফুটবলে বৈশ্বিক শক্তি একটি বড় ইস্যু – অতীত ঘাটলে দেখা যায় যে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারেই মাঠে খেলা গড়ায়– বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল সময়সূচি ২০২৬

প্রতি গ্রুপ থেকে ১টি করে দল – জি ৮টি গ্রুপ থেকে ৮টি দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল খেলতে এসে নক আউট পর্বে ৮টি দলকে ফেলে আসতে হয়েছে। এবার গ্রুপ চ্যাম্পিয়ান একমাত্র দল হিসেবে প্রতিটি গ্রুপ থেকে ১টি করে দল কোয়ার্টার ফাইনালে এসেছে।

৩২ দল থেকে টুর্নামেন্টে টিকে রয়েছে মাত্র ৮ দল। শুক্রবার শুরু হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। রাউন্ড অফ সিক্সটিনের মতো এ রাউন্ডের প্রতিদিন থাকছে দুটো করে ম্যাচ। আগামী ৯ ও ১০ তারিখ কোয়ার্টার ফাইনাল খেলা হবে। ৭ ও ৮ তারিখ কোন খেলা নাই মাঠে। দেখা যাবে, ৮টি দল হতে ৪টি দল যাবে সেমি ফাইনালে। সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো খুব একটা লড়াই হয় না কারণ এ ম্যাচগুলোতে ফিফা ও বৈশ্বিক শক্তি জাগ্রত হয়।

কোয়ার্টার ফাইনাল লাইন আপ- ব্রাজিল-ক্রোয়েশিয়া: শুক্রবার রাত ৯টা। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: শুক্রবার রাত ১টা। মরক্কো-পর্তুগাল: শনিবার রাত ৯টা। ফ্রান্স-ইংল্যান্ড: শনিবার রাত ১টা

ব্রাজিল ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা নেদারল্যান্ডস খেলা চমৎকার হবে বটে / বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল সময়সূচি ২০২২

আর্জেন্টিনা ও ব্রাজিল সেমি ফাইনাল খেলবে কিনা তা নির্ভর করবে কোয়ার্টার ফাইনালে কে কে টিকে থাকলো তার উপর।

আর্জেন্টিনা vs brazil ইতিহাস । আর্জেন্টিনা vs brazil খেলা কবে?

Caption: Quarter Final Schedule PDF Download

পরিসংখ্যান কি বলে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল এগিয়ে? আর্জেন্টিকা কি পারবে ব্রাজিলকে হারাতে?

খেলা আর্জেন্টিনা জয়ী ড্র ব্রাজিল জয়ী গোল
১০৯ ৪০ ২৬ ৪৩ ১৬৩/১৬৫
প্রধান শিরোপা আর্জেন্টিনা ব্রাজিল
বিশ্বকাপ
কোপা আমেরিকা ১৫
কনফেডারেশন্স কাপ
প্যান আমেরিকান কাপ
মোট ২৫ ২০
অপ্রধান এবং বাছাই প্রতিযোগিতা শিরোপা আর্জেন্টিনা ব্রাজিল
অলেম্পিক
প্যান আমেরিকান গেমস
দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ ১১
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ১২
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ
ফিফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
ফিফা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
প্রি অলিম্পিক চ্যাম্পিয়নশিপ
দক্ষিণ আমেরিকান গেমস
মোট ৩২ ৫০

সূত্র: উইকিপিডিয়া বাংলাদেশ

দুটি দল কত বছর ধরে মুখোমুখি হয়নি?

আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ফুটবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, উভয় দেশে খেলাটি জনপ্রিয় হওয়ার আগেই। বর্তমান সময়ে খুব কম মানুষই দেশ দুইটির মধ্যকার অতীত যুদ্ধ এবং রাজনৈতিক বোঝাপড়ার কথা স্মরণ করে। দেশ দুইটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের ক্রীড়াতেই লক্ষ্য করা যায়, তবে পুরুষ ফুটবলে এই প্রতিদ্বন্দ্বিতা একটু বেশিই। খেলায় কোন দলই পরাজয় বরণ করতে চায়না, এমনকি কখনো কখনো যদি এদের মধ্যকার খেলাটি কোন চ্যাম্পিয়নশিপের অংশ হয় তবে ঐ চ্যাম্পিয়নশিপের তুলনায় এই দুই দলের খেলাটিই বেশি গুরুত্ব লাভ করে। দুই দলের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতার তীব্রতার উদাহরণস্বরূপ ১৯৪৬ সালের ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে (নিচে দেখুন), যার পর দল দুইটি দশ বছর যাবত্‍ একে অপরের মুখোমুখি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *