ব্যাংকিং নিউজ

ব্যাংকিং কর্মকর্তা পদোন্নতি ২০২৩ । ডিপ্লোমা পরীক্ষা পাশ বাধ্যতামূলক করা হয়েছে

ব্যাংক কর্মকর্তাদের প্রতিটি পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে – ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ছাড়া পদোন্নতি হবে না – ব্যাংকিং কর্মকর্তা পদোন্নতি ২০২৩

প্রতিটি ধাপেই কি ডিপ্লোমা পরীক্ষা দিতে হবে? – ব্যাংকে কর্মরত অফিসার ও সমমানের পদ হতে মহাব্যবস্থাপক ও সমমানের (প্রধান নির্বাহীর অব্যবহিত নিচের এক স্তর ব্যতীত অন্যান্য সকল কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন) পদ পর্যন্ত প্রতিটি ধাপে পদোন্নতির ক্ষেত্রে বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা (JAIBB ও DAIBB) পরীক্ষায় পাশের জন্য একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখতে হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়।

দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাংকিং খাতের গুরুত্ব অপরিসীম। তাই এ খাতে মৌলিক ব্যাংকিং জ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরী এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির আবশ্যকতা অনস্বীকার্য। ব্যাংকিং আইন ও নিয়মাচার অনুশীলন সম্পর্কিত বিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জ্ঞান ও অভিজ্ঞতার একটি মানদন্ড হলো দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) কর্তৃক পরিচালিত দুই পর্বের (JAIBB ও DAIBB) ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি অর্জন।

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার পাঠ্যক্রম ব্যাংকিং বিষয়ক যাবতীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্তকরণপূর্বক প্রণীত হয় যেখানে JAIBB পরীক্ষায় ব্যাংকিং সম্পর্কিত প্রাথমিক ও মৌলিক জ্ঞান এবং DAIBB পরীক্ষায় উচ্চতর ব্যাংকিং জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়। উল্লেখ্য, JAIBB ও DAIBB পরীক্ষায় উত্তীর্ণদের ব্যাংকিং ডিপ্লোমা সনদ প্রদান করা হয়ে থাকে ।

All Banker is required to pass Banking Deploma Exam / পদোন্নতির জন্য ডিপ্লোমা পরীক্ষা দিতে হবে

ব্যাংকিং ডিপ্লোমা কি? ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) ব্যাংকারদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। যা ব্যাংকারদের ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। ব্যাংকারদের দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর ব্যাংকিং ডিপ্লোমা (Banking Diploma) ব্যাংকারদের জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়।

Caption: Banking Deploma exam is mandatory for all bankers

ডিপ্লোমা পরীক্ষা ২০২৩ । যে সকল বিষয় মাথায় রাখতে হবে

  1. সিনিয়র ব্যাংকারদের বলতে শুনেছি ব্যাংকিং ডিপ্লোমার যে মূল্য আছে ব্যাংকিং এ পি এইচ ডি এর নাকি তত মূল্য নাই । তবে আসলেই ব্যাংকিং ডিপ্লোমার গুরুত্ব অনেক। প্রমোশনের ক্ষেত্রে আপনাকে একধাপ এগিয়ে রাখবে।
  2. কিছু কিছু ব্যাংকে (সোনালী ব্যাংক) অফিসার থেকে সিনিয়র অফিসার পদে প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক লাগেই।
  3. ব্যাংকিং ডিপ্লোমার জন্য কোন ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয় না।
  4. ব্যাংকিং ডিপ্লোমা দিতে হলে অবশ্যই আপনাকে কোন ব্যাংকের কর্মকর্তা হতে হবে।
  5. বছরে দুই বার পরীক্ষা হয় (জুন-জুলাই , নভেম্বর-ডিসেম্বর) , পরপর তিন শুক্রবারে পরীক্ষা শেষ হয় (সকাল-বিকাল), প্রতি পরীক্ষা ৩ ঘন্টা
  6. কোন বিষয় একবার পাশ করলে তা আর পরীক্ষা দেয়া লাগে না।
  7. ১৫০০ টাকা পরীক্ষা রেজিস্ট্রেশন ফি (প্রতিবার)। দেখা গেল আপনি জুন মাসের পরীক্ষায় পাচটি বিষয়ে পাশ করেছেন, ডিসেম্বরে আবার একটা বিষয় পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে আপনাকে আবারো ১৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা লাগবে।
  8. পরীক্ষা যে আপনাকে দিতেই হবে এমন নয়, যখন খুশি দিতে পারেন। মনে না চাইলে পরীক্ষায় উপস্থিত না হলে কোন জরিমানা বা শাস্তির বিধান নাই। আপনি আপনার নিজের গুরুত্তেই পরীক্ষা দিবেন।
  9. আপনি সিনিয়র অফিসার হলেও পরবর্তীতে একটি পর্যায়ে যখন উর্ধাতন পদে পদোন্নোতি পাবেন তখন নিজেকে অন্যদের থেকে আলাদা করার জন্য ব্যাংকিং ডিপ্লোমা তো করবেনই, সাথে অন্যান্য প্রফেশনাল ডিগ্রী করবেন।

কোন কোন কর্মকর্তাদের ডিপ্লোমা পরীক্ষা দিতে হবে না?

ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সকল পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যাংকিং ডিপ্লোমা উভয় পর্ব পাশ বাধ্যতামূলক করা হলো। তবে, ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন: ডাক্তার, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশন এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *