ব্যাংকিং নিউজ

ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাসের নির্দেশনা ২০২৩ । বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহার সংক্রান্ত

ব্যাংক গুলোকে ব্যয় কমানোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক – সাজ সজ্জা ও যানবাহন ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ– ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাসের নির্দেশনা ২০২৩

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ২০২২ – ২০ আগস্ট ২০১৯ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-১৮ এবং পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত/হ্রাসকরণ সংক্রান্ত বিষয়ে ২৭ জুলাই ২০২২ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নং-৩০ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বিআরপিডি সার্কুলার লেটার নং-১৮/২০১৯ এর অনুচ্ছেদ নং-২(গ) এর মাধ্যমে সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সকল যানবাহন অন্তত ০৫(পাঁচ) বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়। এক্ষণে, গাড়ির আয়ুষ্কাল ০৮ (আট) বছর সংক্রান্ত সরকারি আদেশের সাথে সঙ্গতি রাখার নিমিত্ত এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, তফসিলি ব্যাংকসমূহের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত গাড়ি ন্যূনতম ০৮(আট) বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে ।

বিআরপিডি সার্কুলার লেটার নং-৩০/২০২২ অনুসারে চলতি অর্থবছরে গাড়ি ক্রয় (নতুন/প্রতিস্থাপন) বন্ধের নির্দেশনা বহাল থাকবে এবং বিআরপিডি সার্কুলার লেটার নং-১৮/২০১৯-এ বর্ণিত অন্যান্য নির্দেশনাসমূহ অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাসকল্পে বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহার নির্দেশনা ২০২৩

ব্যাংক সার্কুলার ২০২৩

ব্যাংকের পরিচালন ব্যয় হ্রাসকল্পে বিলাসবহুল যানবাহন, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা এবং অন্যান্য ক্ষেত্রে উচ্চ ব্যয় পরিহার প্রসঙ্গে ।

ব্যাংকের যানবাহন প্রতিস্থাপন নির্দেশনা ২০২৩ । ৫ বছর ব্যবহারের পর গাড়ি পরিবর্তন সংক্রান্ত

  • বিআরপিডি সার্কুলার লেটার নং-১৮/২০১৯ এর অনুচ্ছেদ নং-২(গ) এর মাধ্যমে সাধারণভাবে পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ সকল যানবাহন অন্তত ০৫(পাঁচ) বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়।
  • এক্ষণে, গাড়ির আয়ুষ্কাল ০৮ (আট) বছর সংক্রান্ত সরকারি আদেশের সাথে সঙ্গতি রাখার নিমিত্ত এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, তফসিলি ব্যাংকসমূহের পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়িসহ ব্যাংকের অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয়কৃত গাড়ি ন্যূনতম ০৮(আট) বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য হবে ।

ব্যাংকের সাজ সজ্জা কি তাহলে কমাতে হবে?

হ্যাঁ। কমাতে বলা হয়েছে। পরিচালন ব্যয় কি? যে ব্যয় প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় কিন্তু সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয় তাই পরিচালন ব্যয়। বিজনেস ডিকশনারী অনুযায়ী: A fee levied on an account by a financial institution. A bank charge can result from the account holder not maintaining a minimum balance, for overdrafts, or from any of a wide variety of other banking activities and actions. Also called bank fee.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *