সর্বশেষ নিউজ

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন ২০২৩ । Brac Bank Loan

বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক গুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক একটি। সবচেয়ে কম ইন্টারেস্টে এবং সবচেয়ে দ্রুত সময়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এ ব্যাংক হতেই। আজ আমরা ব্র্যাক ব্যাংক হতে কিভাব ব্যক্তিগত লোন এবং কত টাকা পাওয়া যায় ইত্যাদি জানবো।

প্রথমেই আসি কারা এই লোন পাবেন

  1. বেতনভূক্ত ব্যক্তি (Salaried Person)
  2. পেশাদার (Doctor, Engineer, Architect, FCA, CA etc)
  3. ব্যবসায়ী (Business Person)

লোনের পরিমাণ, ইন্টারেস্ট রেট, মেয়াদ কত?

বিবরণ লিমিট ও সুদের হার
লোনের সর্বনিম্ন পরিমাণ ১ লাখ টাকা
লোনের সর্বাধিক পরিমাণ ২০ লক্ষ টাকা পর্যন্ত
মেয়াদ ১ থেকে ৫ বছরের জন্য
ইন্টারেস্ট রেট ৭.০০%
ইন্টারে রেট (অন্য ব্যাংক হতে টেকওয়ার) ৭.০০%
প্রসেসিং ফি কত? ০.৫%

 

লোন পাওয়ার যোগ্যতা

বিষয় বেতনভূক্ত ব্যক্তি পেশাদার ব্যবসায়ী
বয়স ২৫ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত
জাতীয়তা বাংলাদেশী নাগরিক
মাসিক আয় ২৫ হাজার টাকা ৫০ হাজার
কাজের অভিজ্ঞতা ১ বছরের পার্মানেন্ট চাকুরির অভিজ্ঞতা ৬ মাস প্যাকটিস ৩ বছরের বিজনেস

কত টাকার লোনে কত কিস্তি দিতে হবে?

১ লক্ষ টাকা লোন ২ বছরের জন্য
লোনের পরিমাণ ১,০০,০০০
ইন্টারেস্ট রেট ৭.০০%
মেয়াদ ২ বছর
মোট কিস্তি ২৪টি
মাসিক কিস্তি ৪,৪৭৭.২৬ টাকা
মোট ইন্টারেস্ট প্রদান করতে হবে ৭,৪৫৪.১৯ টাকা

 

সবার জন্য কমন ডকুমেন্ট যা লাগবে

  • ৩ কপি ছবি
  • NID কার্ডের কপি
  • ভিজিটিং কার্ড/ অফিস আইডি
  • ই-টিন কপি
  • ইউটিলিটি বিলের কপি
  • গ্যারান্টরের ২ কপি ছবি
  • গ্যারান্টরের NID কার্ডের কপি

অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা লাগবে

বেতন ভূক্ত ব্যক্তি স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ

লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট

পেশাদার পেশাদারীর সার্টিফিকেট কপি

লেটারের হেডে নিজের আয়ের ডিক্লারেশন

লাস্ট ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট

ব্যবসায়ী লাষ্ট ৩ বছরের ব্যবসায়ের ট্রেড লাইসেন্স কপি

পার্টনারশীপ ডিট (পার্টনারশিপ কোং হলে)

মোয়া কপি (লিমিটেড কোম্পানি হলে)

লাস্ট ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট

 

অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট

ব্যাংক লোনের ডকুমেন্ট

0 thoughts on “ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন ২০২৩ । Brac Bank Loan

  • আমার একটা দোকান আছে ইলেকষ্টিক,পান বরজ আছ আরো ব্যাবসা করি আমার মাসে ইনকাম ৩০-৫০ হাজার টাকা আমি কি লোন পাবো

    Reply
    • পাবেন নিকটস্থ ব্রাঞ্চে যোগযোগ করুন।

      Reply
    • আমি রেস্টুরেন্টে বাবুর্চি কাজ করি। আমি পার্সোনাল লোন নিতে চাই।লোন পাবো কি। পার্সোনাল লোন টা হচ্ছে আমি আমার একটা জায়গাতে দোকান করার জন্য. যদি লোন টা আমি পেতে পারি তাহলে মেইল করুন।

      Reply
    • আমি একটা লোন নিতে চাই।। আমি কোম্পানিতে ১ বৎসর যাবৎ চাকরি করি আর এফএলে।।

      Reply
      • যে ব্যাংকে বেতন ঢোকে ঐ ব্যাংকে যোগাযোগ করুন।

        Reply
    • আমি একটা লোন নিতে চাই,১ লক্ষ টাকার, আমি বিদেশে থাকি, কিন্তু লোনটা নিতে চাচ্ছি আমার এয়ার টিকেট করার জন্য,

      Reply
      • ব্যাংকে যোগাযোগ করুন।

        Reply
  • যদি দেন তাহলে মেল করুন

    Reply
    • personal loan aply 500000/- (five lac only) mobili no. 01972345906

      Reply
      • যে পরিমাণ কিস্তি তার দ্বিগুন আয় থাকতে হবে। অনুগ্রহ করে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।

        Reply
        • আসসালামু আলাইকুম।
          আমি জব করি একটা কোম্পানি তে
          আমি বেতন পাই ১৬০০০ টাকা।
          বেতন ব্যাংক এ পাই আমি কি।
          লোন নিতে পারবো ৩ লাখ টাকা??

          Reply
        • আমি একজন চাকরী জীবি আমি স্যালারি পাই মাসে ৩০০০০ হাজার টাকা আমি কি আপনাদের ব্যা্ংক থেকে দেন পাবো

          Reply
          • পাবেন। ব্যাংকে যোগাযোগ করুন।

        • আমি একজন চাকরী জীবি আমি স্যালারি পাই মাসে ৩০০০০ হাজার টাকা আমি কি আপনাদের ব্যা্ংক থেকে দেন পাবো ০১৯৩৪৭৯১৩৭৩

          Reply
          • নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন।

  • তাহেরপুর বাজার

    Reply
  • আমি একজন চাকুরিজীবি আমার বেতন মাসিক 25 হাজার টাকা । আমার এই 25 হাজার টাকায় কি 5 লক্ষ টাকা লোন পাবো? আমার বেতনের 20 হাজার টাকা ব্যাংক একাউন্টে প্রবেশ করে । আর বাকি 5 হাজার টাকা হাতে পাই । সেক্ষেতে কি লোন নেয়াতে কোন রকম সমস্যা হবে । দয়া করে জানাবেন ?

    Reply
    • আপনি ৩-৫ লক্ষ টাকা পেতে পারেন। ব্রাঞ্চে যোগাযোগ করুন।

      Reply
      • আমি মাদারীপুরে জেলা কৃষি অফিসের ৪থ শ্রেনির অফিস গাড সরকারি কমচারি মাসিক বেতন২০ হাজার টাকা আমার ১ লক্ষ টাকা লোন লাগবে কিভাবে পাবো?
        01703520875

        Reply
        • ব্রাঞ্চে যোগাোযাগ করুন।

          Reply
    • আমি চাকরি জিবি আমার বাড়ি উলিপুর থানা কুড়িগ্রাম জেলা আমি থাকি চট্টগ্রামে আমি গারমেজে জব করি –বাড়ি করতেছি টাকা দরকার আরো তাই লোন নিতে চাই,,,,,, আমার ২০০০হাজার টাকা লোন লাগবে
      বিকাশ নাম্বার ০১৭৩৮৯৯৩৫৯১

      Reply
  • আমি ২৭০০০ টাকা বেতন পাই এটা আপনাদের ব্যাংকেই আসে বেতন আমি কি ৩০০০০০ টাকা লোন নিতে পারবো ৫ বছর মেয়াদি।

    Reply
    • পাবেন। অনুগ্রহ করে ব্রাঞ্চে যোগাযোগ করুন।

      Reply
  • আমার বাড়ি নওগাঁ আমি লন নিতে চাই আমি থাকি ঢাকা সাভার আমার ২০০০০ টাকা লাগবে

    Reply
    • নিতে পারবেন। ব্র্যাক ব্যাংকে যোগাযোগ করুন।

      Reply
  • মোঃ ফারুক মিয়া .থানা শ্রীবদি জেলা শেরপুর গ্রাম গোপালখিলা 1লাখ টাকা লোন দরকার আমি .চাকরিজীবী মাসে আয় 35হাজার আমি কি নিতে লোন পারবো

    Reply
    • অবশ্যই নিতে পারবেন।

      Reply
    • .মোঃ ফারুক মিয়া থানা শ্রীবদি জেলা শেরপুর গ্রাম গোপালখিলা আমি গাড়ি চালাই আমার .সেলারি 18হাজার আমার স্ত্রী চাকরি করে সেলারি 14হাজার আমার এক লাখ টেকা লোনের দরকার আমি কি নিতে পারবো জানাবেন

      Reply
      • .আসসালামু আলাইকুম স্যার স্যার.লোন টা কিভাবে পাব একটু সহযোগিতা করবেন

        Reply
  • আমি পটুয়াখালী রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও তে জব করি ।মাসিক বেতন =30000/টাকা আমি =500000/ পাঁচ লক্ষ টাকা ঋন পেতে পারি ।অনুগ্রহ পূর্বক জানাবেন ।মোবাইল নাম্বার 01792262031

    Reply
    • পাবেন। সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করুন।

      Reply
  • AMI AKH STITCH ART A5 BOSOR DORE JOB KORTECI AMI KI 1 LOKHHO TAKA PABO

    Reply
      • Amr online business ace and office ace physically and 2-3 jon offline employe ace and 1 jon online employe ace and 3+ year business but trade licences korci 8 month+ hobe amra business a monthly income 50000-250000+ hoi sale ar upor depend kore ami 13 lack taka loan nite caitecilam 5 year jonno ami ki pabo

        Reply
  • 21000 TAKA SALLARY PAI

    Reply
    • ৫০% হারে মাসিক কিস্তি হিসেবে ঋণ পাবেন।

      Reply
  • আমি একটা লোন নিতাম চাই এসকারপ এবংভাঙ্গারি দোকান কি প্রতি মাসে আয় 50000 টাকা বাড়ি আজাদনগর স্টিল ব্রিজ থানাঃ আলেকজান্ডার জেলাঃ লক্ষ্মীপুর

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *