সর্বশেষ নিউজ

১২ বছরে উপরের বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের নির্দেশনা।

১২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থী ( নিবন্ধনকৃত ও অনিবন্ধনকৃত) ভ্যাকসিন গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভ্যাকসিন গ্রহণের জন্য নির্ধারিত দিনে শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করবেন; একই সাথে শৃংখলা রক্ষার্থে প্রয়ােজনীয় সংখ্যক শিক্ষককেও টিকা কেন্দ্রে প্রেরণ করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

www.dshe.gov.bd

স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০১.৯৭.০০১.১৮.১৯ ; তারিখ: ০৮ জানুয়ারি ২০২২

বিষয়: ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়ন।

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিত করা যাচ্ছে যে ১২ থেকে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীকে ১৫ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে কোভিড ১৯ প্রতিরােধে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে ইতােমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গত ৩০/১২/২০২১ তারিখের স্মারক নং ৩৭.০২.০০০০.১০১.৯৭.০০১.১৮.৩৯০ এবং গত ০১/০১/২০২২ তারিখের স্মারক নং ৩৭.০২.১০১.৯৭.০০১.১৮.১ মােতাবেক বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার কর্মসূচির সফল বাস্তবায়নে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ প্রদান করা হলাে

ক) ১২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থী ( নিবন্ধনকৃত ও অনিবন্ধনকৃত) ভ্যাকসিন গ্রহণ করবে;

খ) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ভ্যাকসিন গ্রহণের জন্য নির্ধারিত দিনে শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করবেন; একই সাথে শৃংখলা রক্ষার্থে প্রয়ােজনীয় সংখ্যক শিক্ষককেও টিকা কেন্দ্রে প্রেরণ করবেন;

গ) টিকা গ্রহণ ব্যতিত কোন শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না;

ঘ) টিকা কার্যক্রম চলমান অবস্থায় সকল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, জেলা শিক্ষা অফিস, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা/কর্মচারী উর্ধতন কর্তৃপক্ষের পূর্বানুমােদন ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না;

ঙ) জেলা শিক্ষা কর্মকর্তাগণ সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যােগাযােগ ও প্রয়ােজনীয় সমন্বয় করে ভ্যাকসিনেশন কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতে সচেষ্ট থাকবেন।

অতএব সংশ্লিষ্টদের উপযুক্ত নির্দেশনাসমূহ প্রতিপালনে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক

মহাপরিচালক

১২ বছরে উপরের বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের নির্দেশনা: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *