সর্বশেষ নিউজ

৪৮তম বিসিএস (বিশেষ): ৩২৬৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে ৩,২৬৩ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগ প্রদান করেছে সরকার ২২ জানুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে

নিয়োগের বিস্তারিত তথ্য:

  • মোট নিয়োগ: মোট ৩,২৬৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে

  • ক্যাডার ও পদ: প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ‘সহকারী ডেন্টাল সার্জন’ পদে ২৭৯ জনকে নিয়োগের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে

  • বেতন স্কেল: নবনিযুক্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে নিয়োগ পেয়েছেন

যোগদানের সময়সীমা: নিযুক্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ (১৮ মাঘ ১৪৩২) তারিখ পূর্বাহ্নে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে আবশ্যিকভাবে যোগদান করতে বলা হয়েছে নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে

নিয়োগের প্রধান শর্তাবলী: ১. প্রশিক্ষণ: নবনিযুক্ত কর্মকর্তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ এবং পরবর্তীতে বিশেষ পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে । ২. শিক্ষানবিশকাল: যোগদানের পর দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। সন্তোষজনক কাজ এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরি স্থায়ী করা হবে । ৩. আর্থিক বন্ড: ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। শিক্ষানবিশকালে বা পরবর্তী ৩ বছরের মধ্যে পদত্যাগ করলে প্রশিক্ষণের যাবতীয় খরচ সরকারকে ফেরত দিতে হবে । ৪. যৌতুক বিরোধী অঙ্গীকার: যোগদানের সময় প্রার্থীকে এই মর্মে অঙ্গীকার করতে হবে যে, তিনি বা তাঁর পরিবারের কেউ যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না । ৫. সম্পদ বিবরণী: যোগদানের সময় সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে নিজের এবং পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদের ঘোষণাপত্র জমা দিতে হবে

অন্যান্য সতর্কতা: প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যদি কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করেন বা বিয়ের প্রতিশ্রুতি দেন, তবে তাঁর নিয়োগ বাতিল হয়ে যাবে এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ ভুয়া প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে

মেধাতালিকার শীর্ষে রয়েছেন সাবা আক্তার (১ম), হাবিবা সুলতানা (২য়) এবং সুলতান অমিত (৩য়) বিস্তারিত ফলাফল ও তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) পাওয়া যাবে

PDF Link : 3f5b3db9-3af1-43a3-8b54-feb9a2f7da72

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *