বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৩ । ছুটিতে যাওয়ার আগে অবশ্যই তালিকা দেখে নিন

সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি মিলে সরকারি ছুটি হিসাব করা হয় – ঐচ্ছিক ছুটি সরকারি ছুটির অন্তর্ভূক্ত নয়– বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২২

সরকারি ক্যালেন্ডার ২০২৩– যদি সরকারি ছুটির ক্যালেন্ডারটি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে থাকে তবে আপনি খুব সহজেই নৈমিত্তিক বা অর্জিত ছুটি নেয়ার সময় একটু মিলিয়ে দেখে শুনে অফিস ছুটির দরখাস্ত দিতে পারেন। অন্যদিকে যদি আপনার ব্যক্তিগত বা পারিবারিক ছুটির প্রয়োজন হয় তবে আপনি সরকারি ছুটির সাথে মিলিয়ে ছুটি নিতে হলেও ক্যালেন্ডার প্রয়োজন পড়বে। Government holidays Calendar । ছুটির ক্যালেন্ডার ২০২২

শনিবার কি সরকারি ছুটি? না। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে আগামী বছর মোট ছুটি হচ্ছে ২২ দিন। তবে এই ২২ দিনের মধ্যে ৮ দিনই পড়েছে শুক্র ও শনিবার।

সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ২০২৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে নিম্নবর্ণিত ছুটি পালন করা হবে। তাই প্রথমেই ছুটি তালিকাটি দেখে নিন এবং নিচ থেকে ছুটির ক্যালেন্ডারটি ডাউনলোড করে নিন।

সরকারি ছুটি বলতে সাপ্তাহিক ছুটিকে বুঝায় না / নির্বাহী আদেশে ছুটি বা সরকারি ছুটি এক নয়।

সরকার কোন দিবস উদযাপনের জন্য যে সকল ছুটি পূর্বেই ঘোষণা করে থাকে সেদিন গুলোই মূলত সরকারি ছুটি। সরকার চাইলে কোন নির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটিও ঘোষণা করতে পারেন।

সরকারি ছুটির তালিকা ২০২৩, সরকারি ছুটির প্রজ্ঞাপন অক্টোবর মাসের সরকারি ছুটি ২০২৩, সরকারি ছুটির তালিকা ২০২৩, ক্যালেন্ডার pdf, বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৩, সেপ্টেম্বর মাসের সরকারি ছুটির তালিকা ২০২৩, শনিবার কি সরকারি ছুটি?, মে মাসের সরকারি ছুটি ২০২৩,

Caption: Govt. Leave list 2023 Download

প্রতিবছরের জন্য গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনের তালিকা । ২০২২/২০২৩/২০২৪ সকল বছরই এ ছুটিগুলো প্রযোজ্য থাকে

বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২২ । ছুটিতে যাওয়ার আগে অবশ্যই তালিকা দেখে নিন

*এই ছুটির দিনগুলো চাঁদ দেখার উপর নির্ভর করে পালিত হয়। # তারিখ নির্দিষ্ট নয়।

সাধারণত প্রতিবছর কত দিন সরকারি ছুটি থাকে?

সরকারি ছুটি কি সাপ্তাহিক ছুটি সহ? না। সাপ্তাহিক ও সরকারি ছুটি আলাদা হয়ে থাকে। তবে সরকারি ছুটি যদি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ে যায় তবে সেটি সরকারি ও সপ্তাহিক দুটি ছুটির জন্য গণ্য হয়। বঙ্গাব্দ, খ্রিস্টাব্দ এবং হিজরী বর্ষপঞ্জিগুলি – এই তিনটি পৃথক বর্ষপঞ্জির উপর নির্ভর করে বাংলাদেশে ১৫টি জাতীয় ছুটির দিন রয়েছে, যার মাধ্যমে প্রতি বছর মোট ১৯ দিন বাংলাদেশের সরকারি ছুটির দিন পালিত হয়ে থাকে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার থাকায় এসব দিনে যদি সরকারি ছুটি পড়ে তবে প্রকৃত ছুটি ভোগের পরিমাণ কমে যায়।

https://technicalalamin.com/2023-calendar-with-holidays-bangladesh-%e0%a5%a4-bd-govt-calendar-2023-%e0%a5%a4-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8/

admin

আলামিন মিয়া, একজন ব্লগার, ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। ব্লগিংকরছি প্রায় ৭ বছর যাবৎ। বিভিন্ন অনলাইন সেবা হাতের কাছে পেতে নির্দেশনা ও পদ্ধতি গুলো ব্যাখ্যা করা হয় যা আপনি খুব সহজেই এই ওয়েবসাইট হতে পেতে পারেন। যদি অতিরিক্ত কোন তথ্য প্রয়োজন হয় বা পরামর্শ থাকে তবে মেইল করুন admin@tricksboss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *