সর্বশেষ নিউজ

নগদের লাইসেন্স প্রাপ্তি ২০২২। নগদের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের (মোবাইল ব্যাংকিং) সহযোগী সংস্থা ‘নগদ’কে শর্তসাপেক্ষে কার্যক্রম পরিচালনার জন্য LOI (লেটার অব ইন্টেন্ট) অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসাবে এ অনুমোদন দেওয়া হয়েছে। 

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ৪২৪ তম পরিচালনা পর্ষদ সম্মেলনে এ অনুমোদন দিয়েছে। নগদের নতুন নাম দেওয়া হয়েছে নগদ ফাইন্যান্স প্রাইভেট কোম্পানি লিমিটেড। এ অনুমোদনের মধ্য দিয়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাড়ালো ৩৫টিতে।

কিছু শর্তসাপেক্ষে নগদকে  অনুমোদন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সূত্রের বরাত দিয়ে  জানানো হয়, কিছু শর্তসাপেক্ষে নগদকে এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

নগদ লিমিটেড ডাক বিভাগের সেবা হিসেবেই পরিচালিত হবে

এ বিষয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক সঙ্গে কথা বলে জানাজায় , আমাদের পরিকল্পনা মোতাবেক চূড়ান্ত অনুমোদনের পর নগদ ফাইন্যান্স পিএলসি স্বতন্ত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। তবে ডাক বিভাগের সাথে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের বিদ্যমান সম্পর্কের কোন পরিবর্তন হবেনা। তার মানে হচ্ছে নগদ লিমিটেড ডাক বিভাগের সেবা হিসেবেই পরিচালিত হবে। সেক্ষেত্রে নগদ ফাইন্যান্স পিএলসি অন্য আর দশটি ব্যাংক বহির্ভূত অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হবে।

নগদ ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটেডের সম্পর্ক

তানভীর এ মিশুক আরও জানান, একটি মোবাইল অর্থনৈতিক সেবা হিসেবে নগদ লিমিটেড এখন অসংখ্য প্রতিষ্ঠানের সাথে সহকারিত্বের ভিত্তিতে কাজ করে। এক্ষেত্রে নগদ ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটেডের সম্পর্ক একই রকম হবে। তখন নগদ ফাইন্যান্স পিএলসি বিভিন্ন পণ্য নগদ লিমিটেডের উপায়ে বিপনন করা হবে। ডিজিটাল অর্থনৈতিক লেনদেনের বাহিরে থাকা বিছিন্ন  মানুষকে সেবার আওতার মধ্যে আনতে ফাইন্যান্স পিএলসি এবং নগদ লিমিটড একসাথে কাজ করতে পারবে। তাতে সেবার খরচও হ্রাস পাবে এবং সেবার গুণগত মানও আগের তুলনায় অনেক ভালো হবে।

সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *